Admission & Exam Archives - Editor Go https://editorgo.com/academic/admission-exam/ Explore Yourself in a Better Way Sat, 11 Dec 2021 08:32:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.5 https://editorgo.com/wp-content/uploads/2022/11/cropped-logo-32x32.png Admission & Exam Archives - Editor Go https://editorgo.com/academic/admission-exam/ 32 32 মেডিকেল ভর্তি গাইড pdf download | উন্মেষ মেডিট্রিক্স প্রাণিবিজ্ঞান | Unmesh Meditrix   https://editorgo.com/unmesh-meditrix-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-pdf/ https://editorgo.com/unmesh-meditrix-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-pdf/#respond Sat, 11 Dec 2021 08:32:26 +0000 https://editorgo.com/?p=1627 মেডিকেল ভর্তি গাইড pdf download | উন্মেষ মেডিট্রিক্স প্রাণিবিজ্ঞান | Unmesh Meditrix   আসসালামুয়ালাইকুম,প্রিয় পাঠকগণ । আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেডিকেল ভর্তি গাইড pdf download বইয়ের একটি বই উন্মেষ মেডিট্রিক্স প্রাণিবিজ্ঞান pdf বই নিয়ে । উন্মেষ মেডিট্রিক্স প্রাণিবিজ্ঞান pdf download করতে নিচে অনুসরণ করুন।  উন্মেষ মেডিট্রিক্স প্রাণিবিজ্ঞান PDF   উন্মেষ মেডিট্রিক্স …

The post মেডিকেল ভর্তি গাইড pdf download | উন্মেষ মেডিট্রিক্স প্রাণিবিজ্ঞান | Unmesh Meditrix   appeared first on Editor Go.

]]>
মেডিকেল ভর্তি গাইড pdf download | উন্মেষ মেডিট্রিক্স প্রাণিবিজ্ঞান | Unmesh Meditrix  

আসসালামুয়ালাইকুম,প্রিয় পাঠকগণ । আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেডিকেল ভর্তি গাইড pdf download বইয়ের একটি বই উন্মেষ মেডিট্রিক্স প্রাণিবিজ্ঞান pdf বই নিয়ে । উন্মেষ মেডিট্রিক্স প্রাণিবিজ্ঞান pdf download করতে নিচে অনুসরণ করুন।

 উন্মেষ মেডিট্রিক্স প্রাণিবিজ্ঞান PDF 

 উন্মেষ মেডিট্রিক্স প্রাণিবিজ্ঞান টিতে মূল ১২ অধ্যায় রয়েছে। এছাড়াও আগের সেশনের বেশ কিছু প্রশ্ন সাজেশন নিয়ে মোট ১৮ অধ্যায় রয়েছে। মূল অধ্যায় গুলো হলো :

অধ্যায় ১ : প্রাণির বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস

অধ্যায় ২ : প্রাণির পরিচিতি : হাইড্রাম, ঘাসফড়িং, রুই মাছ

অধ্যায় ৩ : মানব শরীরতত্ত্ব : পরিপাক ও শোষণ

অধ্যায় ৪ : মানব শরীরতত্ত্ব : রক্ত ও সঞ্চালন

অধ্যায় ৫ :মানব শরীরতত্ত্ব : শ্বাসক্রিয়া ও শ্বসন

অধ্যায় ৬ :মানব শরীরতত্ত্ব : বর্জ্য ও নিষ্কাশন

অধ্যায় ৭ :মানব শরীরতত্ত্ব : চলন ও অঙ্গচালনা

অধ্যায় ৮ : মানব শরীরতত্ত্ব : সমন্বয় ও নিয়ন্ত্রণ

অধ্যায় ৯ :মানব জীবনের ধারাবাহিকতা 

অধ্যায় ১০ : মানব;হের প্রতিরক্ষা

অধ্যায় ১১ :জিনতত্ত্ব ও বিবর্তন

অধ্যায় ১২ : প্রাণির আচরণ

মেডিকেল ভর্তি গাইড উন্মেষ মেডিট্রিক্স প্রাণিবিজ্ঞান pdf download করতে নিচে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন।

Unmesh Meditrix প্রাণিবিজ্ঞান PDF 

এছাড়াও আপনি যেধরনের বই চান তা আমাদের জানাতে পারেন আমরা সে বইগুলো নিয়ে হাজির হব। আমাদের সাথেই থাকুন।

The post মেডিকেল ভর্তি গাইড pdf download | উন্মেষ মেডিট্রিক্স প্রাণিবিজ্ঞান | Unmesh Meditrix   appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/unmesh-meditrix-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-pdf/feed/ 0
জয়কলি সিরিজের সকল ভর্তি গাইড PDF Download করুন https://editorgo.com/%e0%a6%9c%e0%a7%9f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1/ https://editorgo.com/%e0%a6%9c%e0%a7%9f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1/#respond Tue, 22 Dec 2020 08:46:14 +0000 https://editorgo.com/?p=657 কিছুদিন পূর্বেই উচ্চ মাধ্যমিক শেষ হলো। ইতোমধ্যেই অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া শুরু করেছো। এটাই তো বুদ্ধিমানের কাজ। কিন্তু তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছো, যারা কিভাবে প্রস্তুতি শুরু করবে বা কি কি বই পড়বে, তা নিয়ে দ্বিধাদন্দে আছো। হাতে সময় কম থাকার কারণে প্রায় সবাই ভর্তি পরীক্ষা ভালো করার জন্য শর্টকাট সাজেশান্স নিয়ে …

The post জয়কলি সিরিজের সকল ভর্তি গাইড PDF Download করুন appeared first on Editor Go.

]]>
কিছুদিন পূর্বেই উচ্চ মাধ্যমিক শেষ হলো। ইতোমধ্যেই অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া শুরু করেছো। এটাই তো বুদ্ধিমানের কাজ। কিন্তু তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছো, যারা কিভাবে প্রস্তুতি শুরু করবে বা কি কি বই পড়বে, তা নিয়ে দ্বিধাদন্দে আছো।

হাতে সময় কম থাকার কারণে প্রায় সবাই ভর্তি পরীক্ষা ভালো করার জন্য শর্টকাট সাজেশান্স নিয়ে ব্যস্ত। কিন্তু একটা কথা মনে রেখো, শর্টকাট সাজেশান্স দিয়ে তুমি হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো করলে। কিন্তু এরপর তো ভর্তি পরীক্ষা, তখন কি করবে? ভর্তি পরীক্ষায় এই শর্টকাট সাজেশান্স দিয়ে কিছুই হবে না। চাই বিস্তর প্রস্তুতি। তাই এখন থেকে মাঝখানের এই সময়টুকুতে বেশি বেশি পড়ার চেষ্টা কর। যাতে ভর্তি পরীক্ষায় আগে আবার কষ্ট করে যেন পড়তে না হয়।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য কোর্সটিকায় আমরা ইতোমধ্যেই একটি সংক্ষিপ্ত সাজেশান্স প্রকাশ করেছি। তুমি যদি এখনো সেই সাজেশান্সটি না পেয়ে থাকো, তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি গাইড : যে বইগুলো পড়তেই হবে (ডাউনলোড লিংকসহ) এই লেখাটি পড়ে আসো। এখানে আমরা সাজেশান্সের পাশাপাশি প্রতিটি সাজেশান্স পিডিএফ আকারে ডাউনলোড করার লিংক সংযুক্ত করেছি। যেখান থেকে তুমি খুব সহজেই সাজেশান্সগুলো ডাউনলোড করে তোমার মোবাইল বা কম্পিউটারে পরবর্তী সময়ের জন্য সংরক্ষণ করতে পারবে।

আজ আমরা জয়কলি সিরিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভর্তি বই নিয়ে আলোচনা করবো। এই বইগুলো ইন্টারনেটে খুব একটা সহজলভ্য নয়। শুধুমাত্র আমাদের ওয়েবসাইটেই তুমি জয়কলি সিরিজের সবগুলো বই একসাথে ডাউনলোড করতে পারছো। আমরা আজ জয়কলি সিরিজের প্রতিটি বই আলাদা আলাদা করে বর্ণনা করবো এবং প্রতিটি বর্ণনা শেষে তার ডাউনলোড লিংক সংযুক্ত করে দেব। সুতরাং ধৈর্যের সাথে সম্পূর্ণ লেখাটি পড়ো।

জয়কলি সিরিজের ভর্তি গাইড আসলে ঠিক কি?

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই বাংলাদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হয়ে যায়। আর এই যুদ্ধকে কেন্দ্র করে বাজারে বিক্রি হয় নামে বেনামে বিভিন্ন বই। যার কোন কোনটির গুণগত মান খুব ভালো, আবার কোনটির খুবই বাজে অবস্থা। জয়কলি প্রকাশনি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, যারা প্রতিবছরই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য চমৎকার গুণগত মানসম্পন্ন বই প্রকাশ করে থাকে।

বাজারে প্রচলিত অন্য সকল বইয়ের তুলনায় জয়কলি সিরিজের বইগুলোর জনপ্রিয়তা অনেক বেশি। কারণ এই বইয়ে প্রতিটি বিষয় বেশ গুরুত্বের সাথে বর্ণনা করা আছে। জয়কলির বইগুলোতে প্রয়োজনীয় সবকিছুই সাজানো গুছানো থাকে। যার ফলে স্বল্প সময়ে প্রস্তুতি নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রস্তুতি অনেকটা সহজ হয়ে যায়। তাহলে এবার চলো, জয়কলি সিরিজের প্রতিটি বই সম্পর্কে আলাদা করে জানি এবং ডাউনলোড করে ফেলি।

১. জয়কলি বাংলা বিচিত্রা PDF Download

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য জয়কলি প্রকাশনীর বইগুলো খুবই গুরুত্বপূর্ণ । কারণ, জয়কলি বইগুলোতে সবকিছুই সাজানো গুছানো থাকে। এতে করে শিক্ষার্থীদের প্রস্তুতি অনেকটা সহজ হয়ে যায়। তুমি যদি মনে করো, বাংলা প্রথম পত্র বই থেকে উত্তর খুঁজে খুঁজে পড়া খুবই বিরক্তিকর, তাহলে জয়কলি বাংলা বিচিত্রা বইটার সাহায্য নিতে পারো।

এই বইটি তোমার পাঠ্যপুস্তক ও সকল ব্যাকরণ বইয়ের আলােকে রচিত। ফলে জয়কলি বাংলা বিচিত্রা থেকে মোটামুটি সব প্রশ্নই কমন পড়ে । পাশাপাশি এই বইটিতে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের MCQ থাকায় কষ্ট করে বই থেকে প্রশ্ন খুঁজে বের করতে হয় না । জয়কলি বাংলা বিচিত্রার সবথেকে বড় সুবিধা হচ্ছে, বইটিতে সকল বিশ্ববিদ্যায়ের বিগত বছরের সকল প্রশ্ন উত্তরসহ দেয়া আছে।

এ বইটিতে ভর্তি পরীক্ষায় আসার মতাে গুরুত্বপূর্ণ প্রশ্নের ১০ সেট মডেল টেস্ট প্রদান করা হয়েছে। তুমি ইচ্ছে করলে বাজার থেকে বইটির হার্ড কপি সংগ্রহ করে নিতে পারো। অথবা কোর্সটিকা থেকে জয়কলি বাংলা বিচিত্রা PDF ডাউনলোড করে নিতে পার ।



২. জয়কলি ইংলিশ বিচিত্রা PDF Download

ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে আর ইংরেজী পড়বে না, তা তো নয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সব থেকে কঠিন প্রশ্ন হয়েই থাকে ইংরেজী বিষয়টি থেকে। তাই এ বিষয়ে জোড়ালো প্রিপারেশন নেয়া উচিত। আর এজন্য বিস্তর প্রিপারেশন নিতে তোমাকে জয়কলি ইংলিশ বিচিত্রা বইটি সাহায্য করবে। ইংরেজির জন্য এই বইটি সবচেয়ে ভালো। এই বইটি ভালোভাবে মুখস্ত করতে পারলেই যথেষ্ট। এখানে বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে। সব পরীক্ষাতেই এখান থেকে হুবুহ কয়েকটা প্রশ্ন আসবেই।

এই বইতে গ্রামারের সকল নিয়মের পাশাপাশি কিছু মডেল টেস্ট দেওয়া আছে। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতির জন্য জয়কলি ইংলিশ বিচিত্রা সত্যিকার অর্থেই একটি গুরুত্বপূর্ণ বই । বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজীতে ভালো করার জন্য এই বইয়ে বিকল্প নেই।

বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএস প্রস্ততির জন্য জয়কলি ইংলিশ বিচিত্রা বইটি খুবই জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ । অন্যান্য সকল বইয়ের মত এই বইয়েরও PDF ভার্সনটি অনলাইনে তেমনভাবে পাওয়া যায় না। তবে বইটি কোর্সটিকায় সহজলভ্য। এই লিংক থেকে বইটি ডাউনলোড করে নিতে পারো।

৩. জয়কলি রসায়ন বিচিত্রা PDF Download

বিজ্ঞানের ছাত্রদের কাছে রসায়নে ভালো প্রস্তুতির জন্য জয়কলি রসায়ন বিচিত্রার বিকল্প আর কিছুই হতে পারে না। রয়ানের গুরুত্বপূর্ণ তথ্যাবলি ও দলভিত্তিক মৌলমূহের নাম ছন্দে ছন্দে মনে রাখার কৌশলা এতে দেয়া আছে। শর্টকাট টেকনিকের সাহায্যে জটিল সব প্রশ্নের সহজ সমাধান খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এই বইটিতে।

এছাড়া এক নজরে গাণিতিক সমীকরণসমূহ, কতগুলাে মৌলিক ধ্রুবকের মান, পুরাতন একক থেকে SI এককে রূপান্তরের তালিকা এবং দশের সূচকের নাম আলাদা আলাদা করে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি শতকরা সংযুক্তি, গুরুত্বপূর্ণ সক্রিয়তার ক্রমসমূহ, গুরুত্বপূর্ণ প্রভাবকের ব্যবহার এবং জৈব বিক্রিয়াসমূহ মনে রাখার টেকনিক এই বইয়ে যেভাবে দেখানো হয়েছে, তার আর অন্য কোন বইয়ে দেখানো হয়নি। বইটি এই লিংক থেকে ডাউনলোড করো।

৪. জয়কলি গণিত বিচিত্রা PDF Download

বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জয়কলি গণিত বিচিত্রা বইটি লেখা হয়েছে গণিতে দুর্বল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে। আর এজ ‌ন্য জয়কলির বইগুলোর মধ্যে সবচেয়ে ফলপ্রসু হল গণিত বিচিত্রা। বইটিতে সবচেয়ে ভালো যে বিষয়টি চোখে পড়ে তা হল, এখানে একটি অংকের শর্ট টেকনিক ও বিস্তারিত সমাধান দুইটিই দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলাদেশের একেক বিশ্ববিদ্যালয় একেক নিয়মে পরীক্ষা নেয়। কোনটি লিখিত আবার কোনটি বহুনির্বাচনি। এজন্য শিক্ষার্থীরা গণিত বিষয়টি নিয়ে বেশ ঝামেলায় থাকে। জয়কলি গণিত বিচিত্রা বইতে শর্ট টেকনিক ও বিস্তারিত সমাধান দুইটিই দেয়া থাকায় শিক্ষার্থীদের উক্ত সমস্যা অনেকাংশেই সমাধান হওয়ার নিশ্চয়তা রয়েছে। বইটি ডাউনলোড করো এখান থেকে

৪. জয়কলি পদার্থ বিচিত্রা PDF Download

জয়কলি বিচিত্রা সিরিজের সবগুলো বই অসাধারণ। যার অন্যতম একটি উদাহরণ হচ্ছে জয়কলি পদার্থ বিচিত্রা। পদার্থবিজ্ঞানের এই বইতে কলেজের বইয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের সকল অধ্যায়ের সারমর্ম দেয়া আছে। এছাড়া প্রতিটি অধ্যায়ে প্রয়োজনীয় সূত্র এক জায়গায় গুছিয়ে লেখা আছে। খুবই অল্প সময়ে যা শিক্ষার্থীদেরকে অধ্যায়টি আয়ত্ব করতে সহায়তা করবে।

এছাড়া এই বইতে সকল বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে আসা প্রশ্নগুলোর সঠিক সমাধানসহ দেয়া আছে। যা শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে রাখবে বলে আশা করি। শুধু এডমিশনই না, বরং একাডেমিক স্তরে পড়ার জন্যও এটি অসধারণ একটি বই। বইটি ডাইনলোড কর এই লিংক থেকে

বিশেষ দ্রষ্টব্য: বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা ইতোমধ্যে মানবিক শাখার জন্য কিছু বইয়ের সাজেশান্স কোর্সটিকায় প্রকাশ করেছি। গুরুত্বপূর্ণ সেই বইগুলো পাওয়া যাবে এই লিংক থেকে। খুব শীঘ্রই আমরা মানবিকের পাশপাশি ব্যবসা ও বিজ্ঞান শাখার সাজেশান্স প্রকাশ করবো।

উপসংহার

প্রিয় শিক্ষার্থীরা, কার্যকরভাবে পড়ো এবং কোর্সটিকার পরামর্শগুলি অনুসরণ করো। পরীক্ষার মূল্যবান সময়টি অবহেলায় নষ্ট করে কোনও ধরনের প্রশ্ন ফাঁস হওয়ার অপেক্ষা করবে না। প্রশ্ন ফাঁসের প্রশ্নপত্র অনুসরণ করা কোনও ভাল শিক্ষার্থীর পক্ষে উপযুক্ত নয়।

সবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রচুর প্রস্তুতির বিকল্প নেই। তুমি যেখান থেকে যে বই পড়ো না কেন, তোমাকে খুব ভালো মানের প্রস্তুতি নিতে হবে। কারণ, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিযোগিতা করে থাকে দেশের সব মেধাবী ছাত্ররা। যেখানে তোমাকেও প্রতিযোগিতা করতে হবে।


শিক্ষার্থীরা সকল বিষয়ের ওপর নোট ও সাজেশান্স পেতে কোর্সটিকার সাথে আপডেট থাকো। তোমার পাঠ্যবই সংক্রান্ত আরো ভালো ভালো টিপস পেতে আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখান থেকে

The post জয়কলি সিরিজের সকল ভর্তি গাইড PDF Download করুন appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/%e0%a6%9c%e0%a7%9f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1/feed/ 0
ডাউনলোড মেডিকেল ভর্তি পরীক্ষার সবগুলো বই https://editorgo.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1/ https://editorgo.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1/#respond Mon, 21 Dec 2020 05:46:33 +0000 https://editorgo.com/?p=642 মেডিকেল ভর্তি গাইড PDF Download. বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি ইতোমধ্যেই সবাই শুরু করে দিয়েছে। মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থিরা যাদের মধ্যে অন্যতম। আজ কোর্সটিকায় আমরা মেডিকেল ভর্তি গাইড PDF Download এর সবগুলো ফাইল শেয়ার করবো। যেখানে আপনি সাজেশান্সের পাশাপাশি প্রতিটি বই ডাউনলোড করে নিতে পারবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার চিন্তা তো শেষ। কিন্তু এই চিন্তা …

The post ডাউনলোড মেডিকেল ভর্তি পরীক্ষার সবগুলো বই appeared first on Editor Go.

]]>
মেডিকেল ভর্তি গাইড PDF Download. বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি ইতোমধ্যেই সবাই শুরু করে দিয়েছে। মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থিরা যাদের মধ্যে অন্যতম। আজ কোর্সটিকায় আমরা মেডিকেল ভর্তি গাইড PDF Download এর সবগুলো ফাইল শেয়ার করবো। যেখানে আপনি সাজেশান্সের পাশাপাশি প্রতিটি বই ডাউনলোড করে নিতে পারবেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার চিন্তা তো শেষ। কিন্তু এই চিন্তা শেষ হওয়ার সাথে সাথে এখন শুরু হবে সবথেকে বড় চিন্তা। আর তা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিন্তা। বাংলাদেশের শীর্ষ মেধাবীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বছরের এসময়টি লড়াই করে। মেডিকেলে যারা ভর্তি হতে চায়, তারাও এর ‌ব্যাতিক্রম নয়।

কিন্তু সমস্যা হচ্ছে সাজেশান্স বা দিকনির্দেশনা নিয়ে। মেডিকেল ভর্তি পরীক্ষা নিঃসন্দেহে একটি জটিল পরীক্ষা। কারণ এই পরীক্ষার মধ্য দিয়েই নতুন শিক্ষাজীবনের সূচনা করে আমাদের দেশের ভবিষ্যৎ চিকিৎসকেরা।

মেডিক্যাল ভর্তি প্রস্তুতির জন্য অনেকে অনেক বইয়ের সাজেশান্স হিসেবে দিয়ে থাকে। কিন্তু কোর্সটিকায় আজ আমরা বিপুল সমারোহের সাজেশান্স নিয়ে আসিনি। আমরা মনে করি, মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণ প্রস্তুতির জন্য টেক্সট বই যথেষ্ট।

বর্তমানে বাজারে প্রচলিত অনেক গাইড বই রয়েছে যারা প্রায়ই দাবি করে যে তাদের বই পড়লে নিশ্চিত চান্স কিংবা ১০০% প্রশ্ন কমন। তারা এও দাবী করে যে বাজারে বিক্রি হওয়া সবগুলো বইয়ের মধ্যে তারাই সবচেয়ে শ্রেষ্ঠ। পাশাপাশি বইয়ের প্রচ্ছদে তাদের বই পড়ে চান্স পাওয়া কিছু ছেলেমেয়ের ছবিও জুড়ে দেয় প্রমাণস্বরূপ। বাস্তবে এগুলো কেবল “ভাওতাবাজি” আর বাজারে বইয়ের কাটতি বাড়ানোর ধান্দা ছাড়া আর কিছুই না।

কিছু কিছু ক্ষেত্রে তাদের কিছু কথা সত্য হয়। কিন্তু আপনাকে বুঝতে হবে, ভর্তি গাইডের প্রশ্নগুলো তো টেক্সট বই থেকেই তৈরি। আর তাই যদি হয়, তাহলে টেক্সট বই ছেড়ে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী কেন গাইড বই পড়বে? তবে এখানে গাইড বই পড়া ক্ষেত্রে একটা যুক্তি হচ্ছে, একটি গাইড বইয়ে প্রশ্ন ও সাজেশান্সগুলো যেভাবে শ্রেণীবিন্যাস ও সাজানো গোছানো থাকে, একটি টেক্সট বইতে সেভাবে থাকে না।

কিন্তু আশার কথা হচ্ছে একজন ছাত্র উচ্চ মাধ্যমিকের দুই বছর যে পড়াশোনা করে, তাতে যেকোন ছাত্রের টেক্সট বইয়ের ৬০-৭০% পড়া কমপ্লিট হয়ে যায়। তাহলে, ভর্তি পরীক্ষার সময় যদি একটু পড়াশোনা করে তবে কি বাকী ৩০% কমপ্লিট হবে না? অবশ্যই হবে।

ইতোমধ্যেই শিক্ষার্থীরা কে কোথায় ভর্তি হতে ইচ্ছুক সেই অনুযায়ী পড়া শুরু করে দিয়েছে। আমরা সেই অনুযায়ী আমাদের এই সাজেসান্সের তালিকাটি সাজিয়েছি। আমরা চেষ্টা করেছি হাবিজাবি বইয়ের ভিড়ে সবথেকে পারফেক্ট বইগুলো খুঁজে বের করতে। পাশাপাশি মেডিকেল ভর্তি গাইড pdf download এর লিংক সংযুক্ত করে দিয়েছি। তাহলে চলুন, সাজেশান্সটি দেখে নেই এক নজরে।

১. জীব বিজ্ঞান প্রথম পত্র – আবুল হাসান

বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির বিশেষ করে মেডিকেল শিক্ষার্থীদের জন্য আবুল হাসান ও গাজী আজমল স্যারের বই খুবই গুরুত্বপূর্ণ। এই বই গুলোর সকল পাতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। সেই সকল শিক্ষার্থী যার পড়াশুনা তুলনামূলক দুর্বল ও স্মরণশক্তি কম, তাদের জন্য এই বইটি দারুণভাবে উপযোগি।

বইটিতে রঙিন কালী দিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দাগ দেয়া হয়েছে। কারণ, কোচিং এর ভাইয়েরা এভাইবেই বই দাগিয়ে পড়ায় যেভাবে পিডিএফ এ দেওয়া আছে। এতে পরবর্তীতে মেডিকেল বা বিশ্ববিদ্যালয় কোচিং এ ভর্তি হলে তোমার কাছে অনেক সহজ লাগবে সবকিছু।

২. জীব বিজ্ঞান ২য় পত্র – গাজী আজমল

গাজী আজমল স্যারের চমৎকার একটি বই হচ্ছে জীব বিজ্ঞান দ্বিতীয় পত্র। বই টি খুললেই আপনারা দেখতে পাবেন প্রথম পৃষ্ঠার নিচে একটা জলজ্যান্ত রয়েল বেগুগল টাইগার মুখ হা করে “গাজী পাবলিশার্স” লিখাটির দিকে রাগী রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। পারলে এখনি খেয়ে ফেলবে ফেলবে, কিন্ত খাচ্ছে না। কেন সেটা বুঝবেন না।

এই যে, থ্রিলিং কিন্তু শুরু হয়ে গেছে। এবার পাতা উল্টাতে উল্টাতে বারংবার আপনি শিহরিত হবেন। প্রথমেই দেখতে পাবেন পুরো বইয়ের ভয়ানকরূপী এক সূচীপত্র আপনার দিকে জলজল চোখে তাকিয়ে আছে। সূচীপত্রকে ইগ্লোর করে আপনি বইয়ের ভিতরে প্রবেশ করুন। বইএর শুরুতেই আপনি পাবেন প্রাণীবৈচিত্র্য নামক অংশ।

জীব বিজ্ঞানের দারুণ সব উপস্থাপনা নিয়ে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে এই বইটি। যার ফলে এই বইটি অধ্যয়ন করলে আপনাকে আর অন্য কোন বইয়ের সাহায্য নিতে হবে না। মেডিকলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিনাদ্বিধায় এই বইটি থেকে প্রস্তুতি শুরু করতে পারেন।

৩. রসায়ন বিজ্ঞান – সরোজ কান্তি সিংহ হাজারী

বাংলাদেশে উচ্চ মাধ্যমিক লেভেলে যারা লেখাপড়া করছে তাদের ক্ষেত্রে রসায়ন প্রথম ও দ্বিতীয় উভয় পত্রের জন্য সবচেয়ে ভালো বই ধরা হয় হাজারী ও হারাধন নাগ স্যারের বইকে। এই বই এ যেমন মূল টপিকগুলো খুব সহজভাবে তুলে ধরা হয়েছে, তেমনি অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে বাদ দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা খুব সহজেই তাদের পড়ার অংশগুলো বুঝতে পারে৷

মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য এটি হতে পারে দারুণ একটি পছন্দ। কারণ, বই দুটি অনেক সহজবোধ্য ভাষায় লেখা হয়েছে। যেন অপেক্ষাকৃত দুর্বল ছাত্র ছাত্রীরাও খুব সহজে কঠিন কঠিন বিষয়গুলোকে আয়ত্ব করতে পারে তাই এটি মেডিকেল ভর্তি প্রস্তুতি নেয়ার জন্য উচ্চ মাধ্যমিক রসায়ন এর উপযোগি একটি অতিব গুরুত্বপূর্ণ বই।

উল্লেখ্য: এখানে রসায়ন বিজ্ঞান বই বলতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয়কেই সাজেস্ট করা হয়েছে।

৪. পদার্থ বিজ্ঞান – শাহজান তপন

শাহজান তপন স্যারের পদার্থ বিজ্ঞান বইটি জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন নীতিমালা অনুসারের প্রণীত। বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের প্রতি বিশেষ নজর রেখে এই বইয়ের বিভিন্ন অনুচ্ছেদকে পুনর্বিন্যাস করা হয়েছে। যাতে করে শিক্ষার্থীরা নিজে নিজেই অনায়াসে সকল প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারে। এর ফলে শিক্ষার্থীরা বিষয়বস্তু সহজে অনুধাবনের মাধ্যমে পরীক্ষায় উচ্চ নম্বর অর্জনে সক্ষম হবে।

৫. Competitive Exam

ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে আর ইংরেজী পড়বে না, তা তো নয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সব থেকে কঠিন প্রশ্ন হয়েই থাকে ইংরেজী বিষয়টি থেকে। তাই এ বিষয়ে জোড়ালো প্রিপারেশন নেয়া উচিত। শুধু মেডিকেলে ভর্তি হতে চাওয়া শিক্ষার্থীরাই না, বরং বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদেরই ইংরেজীতে জোড়ালো প্রস্তুতি নেয়া দরকার।

আর এজন্য বিস্তর প্রিপারেশন নিতে তোমাকে এই বইটি সাহায্য করবে। ইংরেজির জন্য এই বইটি সবচেয়ে ভালো। এই বইটি ভালোভাবে মুখস্ত করতে পারলেই যথেষ্ট। এখানে বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে। সব পরীক্ষাতেই এখান থেকে হুবুহ কয়েকটা প্রশ্ন আসবেই।

বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএস প্রস্ততির জন্য English For Competitive Exam বইটি খুবই জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ । অন্যান্য সকল বইয়ের মত এই বইয়েরও PDF ভার্সনটি অনলাইনে তেমনভাবে পাওয়া যায় না। তবে বইটি কোর্সটিকায় সহজলভ্য। এই লিংক থেকে বইটি ডাউনলোড করে নিতে পারো।

৬. Cliff’s TOEFL

এই বইটি অনেকটা Baron’s TOEFL এর মতই। এই বইতে গ্রামারের সকল নিয়মের পাশাপাশি কিছু মডেল টেস্ট দেওয়া আছে। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। Barrons Toefl এবং Cliffs Toefl বই দুইটি বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই । বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজীতে ভালো করার জন্য এই বইয়ে বিকল্প নেই।

Barrons Toefl এবং Cliffs Toefl বই দুইটি একই প্রকৃতির হলেও কিছুটা পার্থক্য রয়েছে। Cliffs Toefl বইটিতে গ্রামারের রুলসের পাশাপাশি কিছু Seen Comprehension এর মডেল টেস্ট দেওয়া আছে। যেগুলো কিনা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব মনযোগ ও সময় নিয়ে বইটি পড়ার চেষ্টা করবে । বইটি ডাউনলোড করে নাও এখান থেকে।

৭. MP3 বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

সাধারণ জ্ঞানের জন্য বাজারে যত বই পাওয়া যায়, তার মধ্যে MP3 হবে তোমার জন্য বেস্ট চয়েজ। কারণ, এই বইয়ে বিষয়ভিত্তিকভাবে সবকিছু সাজানো আছে। পাশাপাশি বিগত বছরের প্রশ্ন তো থাকছেই। সবচেয়ে বড় কথা হল, কোন একটি বিষয় পড়ার পড় তুমি নিজেই নিজেকে যাচাই করতে পারবে। আর এই দুইটি বই ভালভাবে শেষ করে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বই থেকে সাম্প্রতিক বিষয়গুলো জেনে নিতে পার।

৮. বিগত বছরের প্রশ্ন

বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তির ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন সমাধানের বিকল্প নেই। বিগত বছরগুলোতে কি প্রশ্ন এসেছিলো, কোন কোন জায়গা থেকে এসেছিল, এগুলো পূর্ণাঙ্গরূপে বিশ্লেষণ করা জরুরী। কারণ, প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই নিজস্ব প্রশ্ন কাঠামো রয়েছে ।

একটি মেডিকেলের প্রশ্নের প্যাটার্নের সাথে অন্য মেডিকেলের তেমন একটা মিল নেই । তাই তুমি যে মেডিকেলকে টার্গেট করবে, সেসব মেডিকেলের বিগত বছরের প্রশ্নগুলো ফলো করবে । এতে করে প্রশ্নের প্যাটার্ন ও মানবন্টন সম্পর্কে ভাল ধারণা পাবে । তবে যদি সম্ভব হয়, দি মেডিসিন প্রশ্নব্যাংক টি পড়বে। বাজারের অন্যান্য প্রশ্নব্যাংক থেকে দি মেডিসিন প্রশ্নব্যাংকটি যথেষ্ট নির্ভুল এবং ব্যাখ্যাসমৃদ্ধ।

ফাইলগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সবশেষে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য প্রচুর প্রস্তুতির বিকল্প নেই। তুমি যেখান থেকে যে বই পড়ো না কেন, তোমাকে খুব ভালো মানের প্রস্তুতি নিতে হবে। কারণ, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিযোগিতা করে থাকে দেশের সব মেধাবী ছাত্ররা। যেখানে তোমাকেও প্রতিযোগিতা করতে হবে।

The post ডাউনলোড মেডিকেল ভর্তি পরীক্ষার সবগুলো বই appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1/feed/ 0