Learn TechProgramming
Trending

সি প্রোগ্রামিং শিখার ফ্রি পিডিএফ বই , কোর্স এবং বিভিন্ন রিসোর্স | C programming pdf books bangla, Courses & Free resource

C programming pdf books bangla

সি প্রোগ্রামিং শিখার ফ্রি পিডিএফ বই , কোর্স এবং বিভিন্ন রিসোর্স | C programming pdf books bangla, Courses & Free resource

 আসসালামু আলাইকুম , আশা করছি সবাই ভালো আছেন।  আপনি অনেককে রিকোয়েস্ট করেছে সি প্রোগ্রামিং  নিয়ে বিভিন্ন পিডিএফ বই কোর্স এবং  রিসোর্স নিয়ে।  তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সি প্রোগ্রামিং শেখার পিডিএফ বই কোর্স এবং বিভিন্ন বিষয় নিয়ে।  আশা করছি এগুলো আপনাদের কাজে দিবে ।  চলুন আগে সি প্রোগ্রামিং সম্পর্কে একটু জানা যাক। 

সি প্রোগ্রামিং এর কিওয়ার্ড সমূহ :

সি প্রোগ্রামিং এ কিওয়ার্ড বলতে মূলত সেই সব ওয়ার্ড গুলোকে বুঝায় যেসব ওয়ার্ড সমূহ একটি বিশেষ অর্থ রয়েছে। নিচে একটি কিওয়ার্ডের তালিকা দেওয়া হল।



সি প্রোগ্রামিং এর অপারেটর  সমূহ হলো :

  • অ্যারিথমেটিক: +, , *, /, %
  • অ্যাসাইনমেন্ট: =
  • অগমেন্টেড অ্যাসাইনমেন্ট: +=, -=, *=, /=, %=, &=, |=, ^=, <<=, >>=
  • বিটওয়াইজ লজিক: ~, &, |, ^
  • বিটওয়াইজ শিফট্‌: <<, >>
  • বুলিয়ান লজিক: !, &&, ||
  • কন্ডিশনাল ইভালুয়েশন: ? :
  • ইকুয়ালিটি টেস্টিং: ==, !=
  • কলিং ফাংশন: ( )
  • ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর: ++, —
  • মেম্বার সিলেকশন: ., ->
  • অবজেক্ট সাইজ: sizeof
  • অর্ডার রিলেশন: <, <=, >, >=
  • রেফারেন্স ও ডিরেফারেন্স: &, *, [ ]
  • সিকুয়েন্সিং: ,
  • সাবএক্সপ্রেসন গ্রুপিং: ( )
  • টাইপ কনভার্সন: (typename)
কপিরাইট: উইকিপিডিয়া 

 

সি প্রোগ্রামিং কোড এর কিছু উদাহরণ :

#include <stdio.h>

int main(void)

{

    printf(“Hello World\n“);

    return 0;

}

সি প্রোগ্রাম সম্পর্কীত বই সমুহ : 

C programming pdf books – 1

C programming pdf books – 2

C programming pdf books – 3

তামিম শাহরিয়ারের সি প্রোগ্রামিং বই পিডিএফ – মূল্য মাত্র ২৫/- বইটি পেতে নিচে ক্লিক করুন। 

Tamim Shahriar’s C Programming book

সি প্রোগ্রাম সম্পর্কীত কোর্স ও রিসোর্স পেতে এখানে ক্লিক করুন। 

আশা করছি উপরোক্ত কোর্স,  পিডিএফ বই,  রিসোর্স গুলো আপনাদের কাজে দিবে ।  ব্যক্তিগতভাবে আমি আমিরুল ইসলামের কোর্সটি করেছিলাম।  কোর্সটি আমার কাছে অসাধারণ লেগেছে । কোর্সটি ফলো করতে পারেন। এছাড়াও Stack Learner  এবং Tamim Shahriar স্যারের কোর্সটাও  অসাধারণ।  আপনি কোর্সগুলোর আউটলেট দেখলেই বুঝতে পারবেন ।  সময় নষ্ট না করে আজই লেগে পড়ুন।  আপনার জন্য শুভকামনা রইল। 

এছাড়াও আপনারা যেই ধরনের আর্টিকেল পড়তে চান এবং যে ধরনের বই পড়তে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে দেয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button