Free eBooksProgramming

জাভা প্রোগ্রামিং বই pdf download

আশা করি , সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জাভা কে নিয়ে। চলুন আলোচনা করা যাক । 

জাভা কি? 

যারা প্রোগ্রামিং জগৎ এর সাথে জড়িত আছেন তাদের কাকে জাভা একটি কমন নাম। মূলত জাভা হলো একটি ক্লাস ভিত্তিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এবং একটি স্বাধীন প্ল্যাটফর্মও বটে। কেননা জাভা প্রোগ্রামিং তার নিজস্ব রান টাইম এনভায়রনমেন্ট JRE এবং এপিআই রয়েছে ১৯৯০ সালে  জাভাকে সান মাইক্রোসিস্টেম তৈরি করেন। আর ১৯৯৫ সালে সান মাইক্রোসিস্টেম জাভা-১.০ প্রকাশ করে। জাভা তৈরি হওয়ার পর থেকেই এটি দ্রুতই জনপ্রিয় হতে থাকে। এর মূল কারণ ছিল সঠিক নিরাপত্তা প্রদান, সহজে বহনযোগ্য  এবং এর প্রধান আকর্ষণ ছিল অবজেক্ট ওরিয়েন্টেড ও ওয়েব প্রোগ্রামিং এর ক্ষেত্রে পরিপূর্ণ  সাপোর্ট প্রদান। এবং জাভার মূলনীতিই ছিল ‘ একবার লিখুন, যে কোন জায়গায় চালান ‘। সময়ের সাথে সাথে জাভাও নূতন নূতন সংস্করণ আসতে থাকে ।

জাভা প্রোগ্রামিং এর সংস্করণ গুলো হলো – 

  • জাভা সংস্করণ 1.2 । সময়কাল – ডিসেম্বর ৮, ১৯৯৮ ইং।
  • জাভা সংস্করণ 1.3 । সময়কাল – মে ৮, ২০০০ ইং।
  • জাভা সংস্করণ 1.4 । সময়কাল – ফেব্রুয়ারি ৬, ২০০২ ইং।
  • জাভা সংস্করণ 5.0 । সময়কাল – সেপ্টেম্বর ৩০, ২০০৪ ইং ।
  • জাভা সংস্করণ 6.0 । সময়কাল – ডিসেম্বর ১১, ২০০৬ ইং।
  • জাভা সংস্করণ 7.0 । সময়কাল – জুলাই ২৮, ২০১১ ইং।
  • জাভা সংস্করণ 8.0 । সময়কাল – মার্চ ১৮, ২০১৪ ইং ইং।
  • জাভা সংস্করণ 9.0 । সময়কাল – সেপ্টেম্বর ২১,২০১৭ ইং।
  • জাভা সংস্করণ 10.0 । সময়কাল –মার্চ ২০,২০১৮ ইং।
  • জাভা সংস্করণ 11.0 । সময়কাল – সেপ্টেম্বর ২৫,২০১৮ ইং।
  • জাভা সংস্করণ 12.0 । সময়কাল – মার্চ ১৭, ২০১৯) ইং।
  • জাভা সংস্করণ 13.0 । সময়কাল – মার্চ ১৯, ২০১৯ ইং। এবং 
  • জাভা সংস্করণ 14.0 । সময়কাল – মার্চ ১৭, ২০২০ ইং।


জাভা প্রোগ্রামিং এর ব্যবহার  

জাভার সর্বশেষ সংস্করণ হচ্ছে ১৪ তম সংস্করণ । সেই প্রথম সংস্করণ থেকে শুরু করে এখন পযর্ন্তই দিন দিন জাভার ব্যবহার এবং জনপ্রিয় বেড়েই চলেছে। ২০০৪ সালে মঙ্গল গ্রহে পাঠানো মার্স এক্সপ্লোরেশন রোভার কন্ট্রোল সিস্টেম কিন্তু এই জাভা প্রোগ্রামিং দিয়েই করা হয়েছিলো। আর এখন এই আধুনিক বিশ্বে তো এর ব্যবহার তো আরো বেশি। ডেক্সটপ অ্যাপ্লিকেশন তৈরি, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি, মোবাইল অ্যাপ্লিকেশন, এমবেডেড সিস্টেম, রোবোটিক্স এ , গেমস তৈরিতে ,স্মার্ট কার্ডে ইত্যাদি আরো অনেক ক্ষেত্রেই এটি ব্যবহার করা হয় । জাভার পরিধি এতই ব্যাপক যে , বর্তমানে প্রায় ১৫ বিলিয়নের বেশি যন্ত্র চলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ মাধ্যমে। এবং দূর ভবিষ্যতে ও এর চাহিদা থাকবে।

ফ্রি ই-বুক : 

এবার বইতে আসা যাক । জাভা প্রোগ্রামিং বইতে একে বারে ব্যাসিক থেকে অ্যাডভান্স পযর্ন্ত যেন আপনি যেতে পারে সেই ভাবেই লিখা হয়েছে। এবং বইটিতে বিভিন্ন প্রজেক্ট করেও দেখা হয়েছে । ৪৩৩+ পৃষ্ঠার বইটিকে মোট ২৯ অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। যদি জাভা নিয়ে ক্যারিয়ার গড়তে চান তাহলে বইটি আপনার জন্য। 

JAVA FREE E-BOOK DOWNLOAD 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button