Free eBooks

তিন গোয়েন্দা সিরিজের সকল (100+) বই এক সাথে Free pdf download

তিন গোয়েন্দা সিরিজের সকল বই এক সাথে ফ্রি পিডিএফ ডাউনলোড ( tin goyenda all books free download )

বই প্রেমিকদের কাছে তিন গোয়েন্দা সিরিজ আলাদা একটা জায়গা দখল করে নিয়েছে। তিন গোয়েন্দা মূলত সেবা প্রকাশনী হতে প্রকাশিত একটি কিশোর গোয়েন্দা কাহিনী সিরিজ।

তিন গোয়েন্দা সিরিজের যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে আগষ্ট মাস থেকে। আর এটি বিদেশী কাহিনী অবলম্বনে লিখিত একটি সিরিজ। প্রথম থেকেই লেখক রাগিব হাসান এই জনপ্রিয় তিন গোয়োন্দা সিরিজটি লিখেনই গিয়েছেন। তিনি ২০০৩ পযর্ন্ত ১৫৮ টি গল্প কাহিনী লিখেন । এরপর  শামদুদ্দীন নওয়াব লিখা চালিয়ে যান। 

উল্লেখ্য যে , তিন গোয়েন্দা  সম্পূণরূপে মৌলিক গল্পকাহিনী নয়। এটি  ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গোয়েন্দা কাহিনীর ছায়া অবলম্বনে রচিত গল্প কাহিনী। তিন গোয়োন্দার মূল চরিত্রই হচ্ছে কিশোর পাশা, মুসা আমান, রবিন মিলফোর্ড। রহস্য প্রিয় মানুষদের কাজে এটি একটি বহুল জনপ্রিয় সিরিজ। এ সিরিজের রহস্যের পাশাপাশি অন্যতম আরেকটি আকর্ষণ হচ্ছে অ্যাডভেঞ্চার।    ‍মূল চরিত্র তথা কিশোর পাশা, মুসা আমান এবং রবিন মিলফোর্ড ঘিরেই গড়ে উঠেছে তিন গোয়েন্দার গল্প কাহিনী। তারা ‘গ্রীণ হিলস স্কুল’-এ একই শ্রেণীতে লেখাপড়া করে। এবং তারা তিন জনই বসবাস করে  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রকি বীচ শহরে।

তিন গোয়েন্দা সিরিজের বইয়ের তালিকা তিন গোয়েন্দা সিরিজের সকল বই এক সাথে ডাউনলোড করতে নিচে ক্লিক করুন। 

তিন গোয়েন্দা সিরিজের ভলিউম সমূহ

 

[বি: দ্র: পিডিএফ গুলো ওপেন সোর্স থেকে সংগ্রহ করা। ]

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button