General KnowledgeScience
Trending

সাধারণ জ্ঞান বাংলা পর্ব ০১ | General knowledge in Bangla  part 1 | পৃথিবীর  সংক্রান্ত সাধারণত জ্ঞান 

সাধারণ জ্ঞান বাংলা পর্ব ০১ | General knowledge in Bangla  part 1 | পৃথিবীর  সংক্রান্ত সাধারণত জ্ঞান 

আস সালামুয়ালাইকুম , প্রিয় পাঠকগণ। আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য নতুন করের শুরু করেছি সাধারণ জ্ঞান পাঠ । আমরা নিয়মিতই সাধারণ জ্ঞান অংশ চালু রাখবো। ইনশাআল্লাহ বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা এখান থেকে সহজেই জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।  

সাধারণত জ্ঞান বাংলা পর্ব ০১ 

পৃথিবীর  সংক্রান্ত

১. পৃথিবীর আনুমানিক আয়তন কত ? 

উত্তর : পৃথিবীর আনুমানিক ক্ষেত্রফল প্রায় ৫১,০১,০০,৫০০ বর্গমিটার। এর মধ্যে পৃথিবীর মাটি বা স্থল ক্ষেত্র হচ্ছে ১৪,৮৯,৫০,৮০০  বর্গ কিলোমিটার  এবং জলক্ষেত্র বা  পানির অংশ প্রায় ৩৬,১১,৪৯,৭০০  বর্গ কিলোমিটার ।

২. পৃথিবীর গড় বয়স কত?

উত্তর :  পৃথিবীর গড় বয়স প্রায় প্রায় ৪৫৪ ± ৫ কোটি বছর   । পৃথিবীর এই বয়স উল্কার রেডিওমেট্রিক বয়স নির্ণয় থেকে প্রাপ্ত এবং প্রাপ্ত সবচেয়ে প্রাচীন পার্থিব ও চাঁদের পাথরের রেডিওমেট্রিক বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ।  – wikipedia

৩. সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত কে কি বলা হয়?

উত্তর: সুবেহ  সাদিক বা প্রত্যুষ।

৪. কোন তারিখে দিবা রাত্রি সমান হয়?

উত্তর : ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর দিন রাত্রি সমান হয়। 

৫.  বছরের কোন দিনটি সবচেয়ে বড়?

উত্তর : ২১  জুন  দিনটি বছরের সবচেয়ে বড়।

৬. বছরের কোন দিনটি সবচেয়ে ছোট?  

উত্তর : ২২  ডিসেম্বর।

৭. সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি?

উত্তর : এপযর্ন্ত সৌরজগতের আবিষ্কৃত গ্রহের সংখ্যা আটটি। গ্রহগুলো হলো : বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। যদিও ২০০৬  সালের আগ পর্যন্ত প্লুটোকে গ্রহ হিসেবে ধরা হতো। তবে পরবর্তীতে বামন গ্রহ’ তকমা দিয়ে গ্রহের তালিকা থেকে প্লুটোকে বাদ দিয়ে দেয়া হয়।

৮.সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি ?  সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? 

উত্তর :  বৃহস্পতি।

৯. পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে কত সময় লাগে ?

উত্তর : ৩৬৫ দিন ৬ ঘন্টা। কিন্তু প্রতিবছর আমরা সেই অতিরক্ত ছয় ঘণ্টার হিসাব করি না। এই  হিসাবটা করা হয় প্রতি চার বছর অন্তর অন্তর। যার ফলস্বরূপ আমরা চার বছর পর জিলিপি আর পালন করি অর্থাৎ ফেব্রুয়ারি ২৮  দিনের জায়গায় ২৯  দিন ধরি। 

১০. পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?  পৃথিবীর মহাদেশ গুলোর নাম কি কি?

উত্তর :  পৃথিবীতে মোট ৭ টি  মহাদেশ আছে। মহাদেশ গুলোর নাম হল :

এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ( অস্ট্রেলিয়া)

, ও অ্যান্টার্কটিকা।

১১.  পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?  পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি?

উত্তর : মিসিসিপি-মিসৌরি ।  দরজার দৈর্ঘ্য প্রায় ৮৩০৮  কিলোমিটার।  এটি আমেরিকায় অবস্থিত।

১২.  পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদী কোনটি ?  নদীর প্রস্থ সবচেয়ে বেশি?

উত্তর : আমাজন নদী।  যা দক্ষিণ আমেরিকায় অবস্থিত।

১৩. কোন খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে?

উত্তর : সুয়েজ খাল।

১৪.  পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি ?  সবচেয়ে বড় মহাদেশ কোনটি?

উত্তর : এশিয়া মহাদেশ।

১৫.  ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?  পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?

উত্তর : ওশেনিয়া ( অস্ট্রেলিয়া)।

১৬.  পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?

উত্তর :  প্রশান্ত মহাসাগর।

১৭.  পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?

উত্তর :  আটলান্টিক মহাসাগর।  আটলান্টিক মহাসাগরের গভীরতা প্রায় ৩১. ০৮৯ ফুটের মত।

১৮. পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?

উত্তর :  পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে রাশিয়ার কাস্পিয়ান  হ্রদ।

১৯.  পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি?

উত্তর :  নায়াগ্রা জলপ্রপাত।  যা আমেরিকা- কানাডা  অবস্থিত।

২০.  পৃথিবীর সবচেয়ে দক্ষিণের শহর রয়েছে?

উত্তর :  পুন্টা আরেনাস। 

২১. পৃথিবীতে কোন দেশ বিশ্বের সর্বোচ্চ উপরে অবস্থিত?

উত্তর :   তিব্বত।

২২. কোন মহাদেশে সবচেয়ে বেশি লোকের বসতি?

উত্তর :  এশিয়া মহাদেশে। 

২৩. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? 

উত্তর : প্রায় ১,৮৯,৪৪,০৭,০০০  কিলোমিটার।

২৪.  বিষুবরেখার পরিধি কত?

উত্তর :  বিষুবরেখার পরিধি প্রায় ৪০,০৬৭  কিলোমিটার।

২৫. পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা কেমন ? 

উত্তর : পৃথিবীর কেন্দ্রে এতই গরম যে এর তাপমাত্রা প্রায় সূর্যের তাপমাত্রা সমান।

 

আজ এ পর্যন্তই।  আশা করছি এই সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলো আপনাদের কাজে দিবে।  প্রচুর আপনারা কোন ধরনের বিষয় সম্পর্কে জানতে চান সেটা আমাদেরকে অভিহিত করতে পারেন।  আমরা সেই বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করব।  সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button