পাইথন প্রোগ্রামিং কি Archives - Editor Go https://editorgo.com/tag/পাইথন-প্রোগ্রামিং-কি/ Explore Yourself in a Better Way Thu, 18 Nov 2021 04:40:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.5 https://editorgo.com/wp-content/uploads/2022/11/cropped-logo-32x32.png পাইথন প্রোগ্রামিং কি Archives - Editor Go https://editorgo.com/tag/পাইথন-প্রোগ্রামিং-কি/ 32 32 (Free Download ) পাইথন প্রোগ্রামিং কী? পাইথন শেখার বাংলা পিডিএফ বই https://editorgo.com/python-programming-free-pdf-download/ https://editorgo.com/python-programming-free-pdf-download/#respond Wed, 30 Jun 2021 05:20:53 +0000 https://editorgo.com/?p=1156 পাইথন প্রোগ্রামিং কী? পাইথন প্রোগ্রামিং শেখার পিডিএফ বই সমূহ  আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে অনেকেই পাইথন প্রোগ্রামিং সম্পর্কিত বই  চেয়েছিলেন । আজকে সেজন্য নিয়ে আসলাম পাইথন প্রোগ্রামিং  পিডিএফ বই।  চলুন পাইথন বই নেয়ার আগে পাইথন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই । পাইথন প্রোগ্রামিং কি?  প্রোগ্রামিং এর জন্য সময়ের সাথে সাথে অনেক ধরনের …

The post (Free Download ) পাইথন প্রোগ্রামিং কী? পাইথন শেখার বাংলা পিডিএফ বই appeared first on Editor Go.

]]>
পাইথন প্রোগ্রামিং কী? পাইথন প্রোগ্রামিং শেখার পিডিএফ বই সমূহ 

আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে অনেকেই পাইথন প্রোগ্রামিং সম্পর্কিত বই  চেয়েছিলেন । আজকে সেজন্য নিয়ে আসলাম পাইথন প্রোগ্রামিং  পিডিএফ বই।  চলুন পাইথন বই নেয়ার আগে পাইথন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই ।

পাইথন প্রোগ্রামিং কি? 

প্রোগ্রামিং এর জন্য সময়ের সাথে সাথে অনেক ধরনের ভাষাযই প্রকাশ পেয়েছিল । কিন্তু সব ভাষাই অতটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি । গুটিকয়েকটা প্রোগ্রামিং ভাষায় জনপ্রিয়তা লাভ করতে পেরেছে তার মধ্যে একটি হলো পাইথন । পাইথন হল মূলত একটি শক্তিশালী  উচ্চতর ও object-oriented প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । যা 1991 সালে গিডো ভ্যান রসম পাইথন প্রোগ্রামিং প্রথম প্রকাশ করেন । 

 

প্রোগ্রামিং ক্যারিয়ার গড়তে ৫টি টিপস্ 

Northeastern, simplilearn, guru99 এর মত বড় বড় প্ল্যাটফর্ম গুলো পাইথনকে শিখার জন্য সবচেয়ে বেশি প্রাধান্য দেয়  এ থেকে বুঝা যাচ্ছে যে, পাইথনের জনপ্রিয়তা কিরকম বৃদ্ধি পেয়েছে । এছাড়াও যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 69 শতাংশ বেশি শিক্ষার্থী প্রোগ্রামিং এর প্রথম পরিচয় পত্রের মাধ্যমে এছাড়াও বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান তিনটি আনুষ্ঠানিক প্রোগ্রামিং ভাষার মধ্যে একটি হচ্ছে পাইথন । 

কেন পাইথন নাম করণ করা হল?

পাইথন হচ্ছে মূলত একটি সাপের নাম যদি আপনি ভেবে থাকেন যে পাইথন সাপ কে কেন্দ্র করে এ প্রোগ্রামিং ল্যাংগুয়েজের নাম  পাইথন হয়েছে তাহলে আপনি ভুল ভাবছেন ।  মূলত  গিডো ভ্যান রসম  একটি জনপ্রিয় কমেডি সিরিজ এর নাম ছিল “মন্টি পাইথন” ।  সেটাকে কেন্দ্র করেই পাইথনের প্রতিষ্ঠাতা এই ভাষার নাম দেন পাইথন ।



পাইথন ভাষার বৈশিষ্ট্যসমূহ : 

  • পাইথন হল মূলত একটি হাই লেভেল অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এর লাইব্রেরি অনেক সমৃদ্ধ । 
  •  এটি সম্পূর্ণ  ফ্রি এবং ওপেন সোর্স ।
  • এর আরেকটি বড় সুবিধা হচ্ছে একটি বহনযোগ্য অর্থাৎ আপনি যে কোন অপারেটিং সিস্টেমেই আপনি এটিকে রান করতে পারবেন নির্দিষ্ট কোন অপারেটিং সিস্টেম রান করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই ।
  • পাইথন  হাই-লেভেল এবং ইন্টারপ্রেটেড ভাষা ।
  • পাইথনের রয়েছে বিশাল ও কার্যকর স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে।
  • পাইথনের কোট অন্যান্য ভাষা তুলনায় অনেক ছোট ও সংক্ষিপ্ত হয় ।
  • রয়েছে শক্তিশালী অনলাইন কমিউনিটি।
  • এছাড়াও চমৎকার ওয়েব ফ্রেমওয়ার্ক (জ্যাঙ্গো, ফ্লাস্ক ইত্যাদি)।

পাইথন কাদের ও কখন শিখা উঠিত ?

এতক্ষণ পর্যন্ত আলোচনা থেকে হয়তো বুঝতে পেরেছেন পাইথনের গুরুত্ব টা কি রকম । আপনি যদি নিজেকে একজন প্রোগ্রাম হিসেবে ক্যারিয়ার দাঁড় করাতে চান তাইলে পাইথন শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি ।  তবে একসাথে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা একপ্রকার কঠিন হয়ে যায় । তাই প্রথমদিকে হয়তো একটা করে আস্তে আস্তে শুরু করা যেতে পারে । সেই হিসাবে আপনি যদি স্কুল লেভেলের শিক্ষার্থী হয়ে থাকেন আমি সাজেস্ট করব তখন সি প্রোগ্রামিং শিখতে । কারণ বর্তমানে পাঠ্যবইতে দেখলাম সি প্রোগ্রাম দেওয়া আছে এখন যদি এসময় আপনি সি প্রোগ্রামের পাশাপাশি পাইথনের শিখতে চান তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন ।

প্রোগ্রামিং ক্যারিয়ার গড়তে ৫টি টিপস্ 

যারা দ্বাদশ শ্রেণীতে পড়েন তারা যদি আগে সি প্রোগ্রামিং শিখে থাকেন তাহলে এখানে এসে পাইথন টা শিখতে পারেন অন্যথায় আপনারা আপনাদের বইয়ের আলোকে সি প্রোগ্রাম টা একবার সাধারণভাবে শিখতে শিখে নিতে পারেন এরপরে যখন কলেজে আসবেন তখন  পাইথন শিখতে পারেন । এছাড়াও যারা পলিটেকনিক শিক্ষার্থী আছে তাদের তৃতীয় সেমিস্টার থেকে পাইথন দেওয়া আছে তাই তারা  তাই টেকনিক্যাল শিক্ষার্থীরা চাইলে তখন থেকে শুরু করে দিতে পারেন ।  এছাড়াও  অন্যান্য object-oriented ল্যাঙ্গুয়েজের  মধ্যে সবচেয়ে উত্তম  পাইথন ।

পাইথন প্রোগ্রামিং এর পিডিএফ বই সমূহ :

পাইথন প্রোগ্রামিং এর পিডিএফ বই

পাইথন প্রোগ্রামিং অনলাইন কিছু  ফ্রি কোর্স :

১. তামিম শাহরিয়ার পাইথন শেখার কোর্স – এখানে ক্লিক করুন

২.  স্যাট একাডেমী থেকে পাইথন শেখার কোর্স – এখানে ক্লিক করুন

৩. দ্বিমিক কম্পিউটিং এর পাইথন শেখার কোর্স – এখানে ক্লিক করুন

৪. প্রোগ্রামিং হিরোর পাইথন কোর্স ঝংকর মাহবুবের – এখানে ক্লিক করুন

 

আজ এই পযর্ন্তই । আশা করছি , কোর্স গুলো বই আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। যেকোনো ধরনের সমস্যায় পড়লে অবশ্যই আমাদের জানাবেন । আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে এখানে ক্লিক করুন

The post (Free Download ) পাইথন প্রোগ্রামিং কী? পাইথন শেখার বাংলা পিডিএফ বই appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/python-programming-free-pdf-download/feed/ 0
প্রোগ্রামিংয়ের আর্শ্চয জগৎ – তামিম শাহরিয়ার সুবিন https://editorgo.com/proggaminger-ashchorjo-jogot/ https://editorgo.com/proggaminger-ashchorjo-jogot/#respond Mon, 19 Apr 2021 21:54:25 +0000 https://editorgo.com/?p=828 বতর্মান আর ভবিষ্যৎ সময়ের প্রধান হাতিয়ার হচ্ছে তথ্যপ্রযুক্তি । আর এই তথ্য প্রযুক্তি মূলে বা বিশাল একটা অংশ জুড়েই রয়েছে প্রোগ্রামিং । আমরা সকলেই মোটামুটি প্রোগ্রামিং শব্দটির সাথে পরিচিত । কিন্তু তার সম্পর্কে বেশির ভাগ মানুষেরই স্বচ্ছ ধারণা নেই । আবার অনেকেই জানেই না প্রোগ্রামিং জিনিজটাই কি ? তাদের জন্যই একটি পরিষ্কার দিক নির্দেশনা দেয়ার …

The post প্রোগ্রামিংয়ের আর্শ্চয জগৎ – তামিম শাহরিয়ার সুবিন appeared first on Editor Go.

]]>
বতর্মান আর ভবিষ্যৎ সময়ের প্রধান হাতিয়ার হচ্ছে তথ্যপ্রযুক্তি । আর এই তথ্য প্রযুক্তি মূলে বা বিশাল একটা অংশ জুড়েই রয়েছে প্রোগ্রামিং । আমরা সকলেই মোটামুটি প্রোগ্রামিং শব্দটির সাথে পরিচিত । কিন্তু তার সম্পর্কে বেশির ভাগ মানুষেরই স্বচ্ছ ধারণা নেই । আবার অনেকেই জানেই না প্রোগ্রামিং জিনিজটাই কি ? তাদের জন্যই একটি পরিষ্কার দিক নির্দেশনা দেয়ার চেষ্টা করেছেন এই বইটিতে ।

 

প্রোগ্রামিংয়ের আর্শ্চয জগৎ – বইটি কাদের জন্য?

যাদের ছোট থেকেই ইচ্ছা প্রোগ্রামার হওয়া, সিএসই নিয়ে কিছু করা কিন্তু প্রয়োজনীয় দিক-নির্দেশনা পাচ্ছে না তাদের জন্য বইটা অনেকটাই প্রয়োজনীয় । কেননা বইটিতে একেবারে মূল থেকেই আলোচনা করা হয়েছে। সকলেরই তার কাজ সম্পর্কে একটা বিশাদ ধারণা জানা প্রয়োজন পড়ে। সে ক্ষেত্রে যারা কম্পিউটার ,কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার সংযুক্ত বিষয় নিয়ে পড়তে চায় তাদের জন্য একেবারে শুরু থেকে শুরু করে ইন্টারভিউ পযর্ন্ত কি করতে হবে তার জন্য দিক- নির্দেশনা দেয়া হয়েছে।

আমাদের অনেকেরই ধারণা যে, সফটওয়্যার বা প্রোগ্রামিং মানেই তা পিসি বা মোবাইল সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ। আসলে কিন্তু তা না । আমরা দৈনন্দিন জীবনে প্রোগ্রামিংটা নানা কাজেই ব্যবহার করছি বা হচ্ছে । রোবট তৈরিতে , চালকবিহীন গাড়িতে, র্স্মাট ওয়াচ-টিভি-ফ্রিজ, কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ ইত্যাদি এরকম অনেক ক্ষেত্রেই প্রোগ্রামের ব্যবহার রয়েছে।

আবার অনেকের মনে প্রশ্ন জাগে যে প্রোগ্রামার হতে হলে কি করতে হবে?

প্রোগ্রামিং বিষয়কে আমরা প্রচলিত অর্থে যেভাবে চিন্তা করে , আসলে প্রোগ্রামিং জগৎ টা  সেরকম নয়। প্রোগ্রামার হতে গেলে সর্বপ্রথম পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করার মানসিকতা থাকতে হবে। প্রতিদিন কমপক্ষে এক থেকে দুই ঘন্টা ব্যয় করতে হবে ,ধৈর্য থাকতে হবে । আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শেখার আগ্রহটা থাকতে হবে ।এছাড়াও অনেকের , সিএস, নাকি সিএসই ,নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোনটা নিয়ে পড়াশোনা করব এটা নি‌য়ে চিন্তা প‌ড়ে যায় ? বিষয় বাছাইয়ের সেক্ষেত্রে সবগুলাই বিষয়ে মোটামুটি কাছাকাছি তেমন কোন উ‌ল্লেখ্য পার্থক্য নেই ।

প্রথমে কোন ভাষায় প্রোগ্রামিং শিখবো?

প্রথম দি‌কে অ‌নেকেই কোন ভাষা দি‌য়ে প্রোগ্রা‌মিং কর‌বে , কোনটা কর‌লে ভা‌লো হবে , সেটা নি‌য়ে অ‌নেকেই দ্বিদা দ্ব‌ন্দে থা‌কে ।আস‌লে কোন প্রোগ্রামিং ভাষা শিখব সেটা অনেকটা নির্ভর করবে আপ‌নি কোন পর্যায়ে আছি সেটার উপর । যদি প‌লি‌টেক‌নিক সেক্ট‌রে হয় তার জন্য হবে বেস্ট অপশন হবে পাইথন দিয়ে করা । কেননা ৩য় পর্ব থে‌কে তা‌দের পাইথন র‌য়ে‌ছে । আর যদি স্কুল বা কলেজ সেক্টর হয় তাহলে(সি) শেখাটা বেটার অপশন । আর প্রাইমা‌রি ‌দের ক্ষে‌ত্রে স্ক্র্যাচ দি‌য়ে শিখ‌তে পারা যায় ।

এছাড়া রয়েছে প্রোগ্রামিং শিখার জন্য প্রয়োজনীয় টিপস, সফটওয়্যার শিল্পে ক্যারিয়ার সম্পর্কে আলোচনা, সফটওয়্যার ইন্ডাস্ট্রি তে আসার আগে কি কি করতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ইন্টার‌ভিউ কিরকম হ‌তে পা‌রে বা ‌কি কি স্কিল থাকা লাগ‌বে , সেরা প্রোগ্রামার হ‌তে করণীয় কি ! ইত্যা‌দি বিবিধ বিষয় দি‌য়ে আ‌লোচনা করা হয়ে‌ছে । যা একজন স্বপ্নচারী প্রোগ্রা‌মের জন্য জানা খুবই প্র‌য়োজনীয় ।

বইয়ের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো –

  • এ‌কেবা‌রে সহজ সাবলীল ভাষায় লিখা ।
  • গ্রোগ্রা‌মিং ক্যা‌রিয়ার নি‌য়ে মোটামু‌টি A to Z আ‌লোচনা করা ।
  • প্রোগ্রা‌মিং চর্চা জন্য জাজ গুলা উল্লেখ করা ।
  • বিভিন্ন প্র‌য়োজনীয় টিপস ।
  • ইন্ডা‌স্ট্রি‌তে আসার আ‌গের সর্ম্প‌কে ধারণা ।
  • ইন্টারভিউ সম্পর্কে ধারণা দেয়া ।
  • বি‌ভিন্ন স্কিল গ্রো করার ধারণা ।

স‌র্বোপ‌রি প্রোগ্রামিং আর্শ্চয জগৎ বইটিতে লেখকের সবগুলো দিক-নি‌র্দেশনা খুবই কার্যকর  বলে মনে হয়েছে। বই সংগ্রহ করতে ক্লিক করুন

The post প্রোগ্রামিংয়ের আর্শ্চয জগৎ – তামিম শাহরিয়ার সুবিন appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/proggaminger-ashchorjo-jogot/feed/ 0
Download প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free https://editorgo.com/download-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%97%e0%a7%81/ https://editorgo.com/download-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%97%e0%a7%81/#respond Mon, 21 Dec 2020 05:15:32 +0000 https://editorgo.com/?p=630 প্রোগ্রামিং নিয়ে যারা কনফিউজড হয়ে আছেন তাদের জন্য দুর্দান্ত একটি বই হচ্ছে প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি। যেটি লিখেছেন জনপ্রিয় প্রোগ্রামার ও ডেভেলপার ঝংকার মাহবুব। অনেকেই আছেন যারা প্রোগ্রামিং শিখবো বা শুরু করবো করবো বলে কিছুই শেখা হচ্ছে না, বা প্রোগ্রামিং এর স্বপ্ন দেখে নাকে তেল দিয়ে যারা ঘুমিয়ে যান, তাদের জন্য আজ রয়েছে প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি …

The post Download প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free appeared first on Editor Go.

]]>
প্রোগ্রামিং নিয়ে যারা কনফিউজড হয়ে আছেন তাদের জন্য দুর্দান্ত একটি বই হচ্ছে প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি। যেটি লিখেছেন জনপ্রিয় প্রোগ্রামার ও ডেভেলপার ঝংকার মাহবুব। অনেকেই আছেন যারা প্রোগ্রামিং শিখবো বা শুরু করবো করবো বলে কিছুই শেখা হচ্ছে না, বা প্রোগ্রামিং এর স্বপ্ন দেখে নাকে তেল দিয়ে যারা ঘুমিয়ে যান, তাদের জন্য আজ রয়েছে প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি বইটির দারুণ একটি রিভিউ। আর রিভিউ শেষে ডাউনলোড লিংক তো থাকছেই।

প্রতিটি প্রোগ্রামিং ভাষারই সাধারণ ও মৌলিক কিছু বিষয় থাকে। আপনি যদি প্রোগ্রামিং করতে চান, তাহলে সেগুলো সম্পর্কে সম্মুখ ধারণা রাখতে হবে। প্রোগ্রামিং শিখতে হলে কোন ল্যাঙ্গুয়েজ আগে শিখবো বা কি দিয়ে শুরু করবো এসব ভাবতে ভাবতেই যারা তাদের মূল্যবান সময় শহীদ করে দিচ্ছেন, তাদের জন্যই মূলত প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি বইটি লেখা হয়েছে।

এ বইয়ে প্রোগ্রামিং এর একদম বেসিক বিষয়গুলো দেখানোর চেষ্টা করা হয়েছে, যা মূলত একজন বিগিনারের খুব বেশি প্রয়োজন। আপনি যদি বিগিনার হয়ে থাকেন আর বেসিক সম্পর্কে মোটামুটি ধারণা থাকে তাহলে প্রোগ্রামিং ল্যাংঙ্গুয়েজ শেখা আপনার জন্য অনেকাংশেই ইজি হয়ে যাবে। আপনিও হয়ে যেতে পারেন প্রোগ্রামিং এর বস। কে জানে? এক সময় আপনিও এমন একটি বই রচনা করতে পারেন?

প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি বইটি কি নিয়ে লেখা?

অবশ্যই প্রোগ্রামিং নিয়ে? কিন্তু তাই বলে কি বেরসিক প্রোগ্রামিং এর বিভিন্ন কোড নিয়ে? অবশ্যই না। নতুন যারা প্রোগ্রামিং এর হাতেখড়ি নিচ্ছেন, তাদের মনে লুকিয়ে থাকা প্রশ্নগুলো নিয়েই এই বইটির রচনা। আপনি দীর্ঘদিন ধরে প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসগুলাে শিখলেন। এখন টুকটাক প্রোগ্রামিংও পারেন। কিন্তু এরপরে কি করবেন? আপনার আর কী কী জানলে একজন পরিপূর্ণ প্রোগ্রামার হতে পারবেন?

অথবা, কী কী করলে প্রোগ্রামিংয়ের চাকরির জন্য এ্যাপ্লাই করা যাবে? কতদিন লাগবে? গুগল, মাইক্রোসফট কিংবা ফেইসবুকের মতো বড় বড় কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য কি কি করা লাগবে? এ্যাপ্লাই করে যাচ্ছেন, কিন্তু ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না, কি করবেন? এই প্রশ্নগুলোর যাদের মাথা দীর্ঘদিন ধরে এলোমেলো করে দিয়ে যাচ্ছে তাদের জন্যই এই বই প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী।

লেখকের মতে এই বইয়ের ৩ টি উদ্দেশ্য

১। যারা প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসগুলো শিখার পরে কি করতে হবে তা জানেন না, তাদেরকে আরো ভালো গাইডলাইন দিয়ে পরবর্তী লেভেলে নিয়ে যাওয়া।

২। যারা প্রোগ্রামিং শিখে চাকরি পেতে চান, তাদের জন্য স্বয়ংসম্পূর্ণ একটি গাইডলাইন দেয়া এবং তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা।

৩। প্রোপ্রামিংয়ের ইন্টারিভিউতে যেকোন কোম্পানি যেকোন ভাবেই প্রশ্ন করুক না কেনো, তার উত্তর দিতে পারার মতো করে প্রস্তুত করে নেয়া। হোক সেটি ছোট, মাঝারি এমনকি গুগল, মাইক্রোসফট বা ফেসবুকের মতো বড় কোম্পানি।

বইটি কাদের জন্য লেখা?

আর্টিকেলের শুরুতেই বলেছিলাম, আপনি যদি বিগিনার হয়ে থাকেন আর বেসিক সম্পর্কে মোটামুটি ধারণা থাকে তাহলে ধরে নিন এই বইটি আপনার জন্যই লেখা। যারা একটু-আধটু প্রোগ্রমিং জানেন, বেসিক কনসেপ্টগুলো বোঝেন বা কমপক্ষে ভেরিয়েবল, 475, লুপ, 19155 এই জিনিসগুলো বুঝেন তাদের জন্যই এই বইটি লেখা।

তবে যারা একদমই প্রোগ্রামিং সম্পর্কে কিছুই জানেন না, তাদের পড়তে একটু কষ্ট হবে। তবে লেখক ঝংকার মাহবুব এই বইয়ে যেভাবে সহজ করে প্রোগ্রামিংয়ের জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে এতে করে তারা পড়া চালিয়ে যেতে পারেন। এই বই পড়ে আপনি প্রোগ্রামিং এর জন্য যথেষ্ট প্রারম্ভিক ধারণা পেতে পারেন।

►► আরো দেখুন: ইমোশনাল মার্কেটিং : মুনির হাসান PDF Book Download

আপনি যদি প্রোগামিং এর প্রতি যথেষ্ট আবেগি হয়ে থাকেন বা গুগল, মাইক্রোসফট এবং ফেসবুকের মতো জায়ান্ট কোম্পানিতে চাকরি পাওয়ার ইচ্ছে পোষণ করেন, তাহলে আপনার প্রোগ্রামিং দক্ষতাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। একটি প্রফেশনাল সফটওয়্যার বানানোর সব এরিয়া সম্পর্কে ধারণা নিতে হবে৷ প্রবলেম সলভিং, এ্যালগরিদম, টাইম কমপ্রেক্সিটি ইত্যাদি বুঝতে হবে।

আপনাকে আরো জানতে হবে রিকারসন, ডাটাবেজ ও এ্যাপের আর্কিটেকচার। ইন্টারভিউতে ডাক পাওয়ার পরে স্পেশাল প্রিপারেশন নিতে হবে। ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন কর্তা আপনাকে যে এ্যাঙ্গেলেই প্রশ্ন করুক না কেন, নিজেকে প্রস্তুত করতে হবে। দারুণ এই বইটি আপনাকে সেই গাইডলাইনই প্রদর্শন করাবে।

শেষ কথা

মোদ্দাকথা হলো, প্রোগ্রামিং এর এই চৌদ্দগোষ্ঠীর কথা শুনলেই যাদের গলা শুকিয়ে যায়, মাথায় ঝিম ধরে তাদের জন্যই চায়ের দোকানের গল্প, আড্ডা আর মাস্তির মাধ্যমে প্রোপ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠীকে উপস্থাপন করা হয়েছে এই বইয়ে ৷ প্রোগ্রামিংকে এত সহজ-সরল ভাষায় বোঝানোর বই সম্ভব আপনি আর পাবেন না। বইটি ডাউনলোড করুন এই লিংক থেকে।

প্রিয় পাঠক, কোর্সটিকায় আপনি কোন বিষয়ে লেখা চান, তা জানিয়ে নিচে কমেন্ট করুন। ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং শিখতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই লিংক থেকে।

The post Download প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/download-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%97%e0%a7%81/feed/ 0