freelance writer Archives - Editor Go https://editorgo.com/tag/freelance-writer/ Explore Yourself in a Better Way Fri, 04 Jun 2021 05:07:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.5 https://editorgo.com/wp-content/uploads/2022/11/cropped-logo-32x32.png freelance writer Archives - Editor Go https://editorgo.com/tag/freelance-writer/ 32 32 সেরা ৫ টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের তালিকা -২০২১ https://editorgo.com/top-5-marketplace-for-freelancertop-5-marketplace-for-freelancer/ https://editorgo.com/top-5-marketplace-for-freelancertop-5-marketplace-for-freelancer/#respond Mon, 26 Apr 2021 07:52:31 +0000 https://editorgo.com/?p=886 বর্তমানে  ফ্রিল্যান্সিং একটি বড় আয়ের উৎস হয়ে দাড়িয়েঁছে। বিশেষ করে এই মহামারির সময় ফ্রিল্যান্সিং এর দিকে মানুষ আরো আগ্রহী হয়ে উঠছে। ফ্রিল্যান্সিং হচ্ছে মূলত একটি মুক্ত পেশা। আপনি যে কোন একটি বিষয়ে দক্ষ হয়ে কাজ করতে পারেন বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট তথা মার্কেটপ্লেসে। আমাদের ফ্রিল্যান্সিং এর চাহিদা দিন তে দিন বেড়েই যাচ্ছে । বর্তমানে ফ্রিল্যান্সিং এর …

The post সেরা ৫ টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের তালিকা -২০২১ appeared first on Editor Go.

]]>
বর্তমানে  ফ্রিল্যান্সিং একটি বড় আয়ের উৎস হয়ে দাড়িয়েঁছে। বিশেষ করে এই মহামারির সময় ফ্রিল্যান্সিং এর দিকে মানুষ আরো আগ্রহী হয়ে উঠছে। ফ্রিল্যান্সিং হচ্ছে মূলত একটি মুক্ত পেশা। আপনি যে কোন একটি বিষয়ে দক্ষ হয়ে কাজ করতে পারেন বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট তথা মার্কেটপ্লেসে। আমাদের ফ্রিল্যান্সিং এর চাহিদা দিন তে দিন বেড়েই যাচ্ছে । বর্তমানে ফ্রিল্যান্সিং এর দিক থেকে  বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং যার প্রথম স্থানে আছে ভারত। 

আসুন, এবার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো সম্পর্কে জানা যাক। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখবেন বা করছেন অনেকেই মনে করেন যে , ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যন্সার ই সবচেয়ে বেশি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মাকের্টপ্লেস। কথা কিছুটা সত্য হলেও সর্ম্পণরূপে সত্যও বলা যায় না। বর্তমানে সময়ের সাথে তাল মিলিয়ে অনেক গুলো মার্কেটপ্লেস জনপ্রিয় হয়ে উঠেছে। 

অনলাইন থেকে আয় করার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে নিচের আর্টিকেল টি পড়তে পারেন।

অনলাইন থেকে আয় করবেন যে সব উপায়ে ২০২১ সালে

সেরা 5 টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে জানা যাক।

১. আপওয়ার্ক ডট কম (upwork.com)

 

আপওয়ার্ক এর পুরাতন নাম ছিলো মূলত ওডেক্স । যারা ১৯৯৮ সালে সর্বপ্রথম ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া নিয়ে আসে। এরপর ২০০৩ সাথে ওডেক্স কে প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ২০১৫ সালে দেয়া হয় আপওয়ার্ক। আপওয়ার্ক হলো বহুল জনপ্রিয় একিটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। upwork মার্কেট প্লেসে বর্তমানে ১৮ মিলিয়ন বা ১.৮ কোটি+ ফ্রিল্যান্সার রয়েছে এবং ৫ মিলিয়ন বা ৫০ লক্ষ+ ক্লায়েন্ট রয়েছে। দিন দিন এর ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সার সংখ্যা বেড়েই চলছে। 

best freelancing 2021

  • Development & IT,
  • Design & Creative,
  • Sales & Marketing,
  • Writing & Translation,
  • Admin & Customer Support,
  • Finance & Accounting এবং  আরো নানা বিষয়ে আপওয়ার্ক এ কাজ করার সুযোগ রয়েছে।  আপওয়ার্ক থেকে সাধারণত ফিক্সড বা ঘন্টাভিত্তিক রেটে কাজ করা যায়। এবং পেমেন্ট জন্য আপনি পেপাল পেওনিয়ার অথবা ব্যাংক ট্র্যান্সফারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। 

 

২. ফাইবার ডট কম(fiverr.com)

বর্তমান সময়ের আরেকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হচ্ছে ফাইবার। যা ২০১০ সালে যাত্রা শুরু করে। দিনকে দিন এরও চাহিদা বেড়েই চলেছে। ফাইবার মার্কেটপ্লেস এর কাজের পরিমাণ এতই বেশি যে এখানে প্রতি ৫ মিনিটে একটি করে নতুন গিগ পাওয়া যায়। এ মার্কেট প্লেস এর আপনি সর্বনিম্ন ৫ ডলার হতে শুরু করে সর্বোচ্চ ১০০০০ ডলারের কাজ পেতে পারেন। তবে এটাতে আপওয়ার্ক এর মক ঘন্টা ভিত্তিক কাজের সুবিধা নেই ।এখানে গিগের মাধ্যমে বা কাস্টম ভাবে অর্ডার দিয়ে কাজ করতে পারেন। 

সেরা ৫ টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

  • Graphics & Design ,
  • Digital Marketing ,
  • Writing & Translation,
  • Video & Animation ,Music & Audio ,
  • Programming & Tech ,
  • Data,
  • Business এবং এছাড়াও আরো নানা বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে। পেমেন্ট এর জন্য এখানেও  আপনি পেপাল ,পেওনিয়ার অথবা ব্যাংক ট্র্যান্সফারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। 

৩. ফ্রিল্যান্সার ডট কম (freelancer.com)

আরেক টি বহুল জনপ্রিয় মার্কেটপ্লেস হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম।  ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস করে যাত্রা  শুরু হয় ২০০৯ প্রায় শেষের দিক থেকে । এ মার্কেটপ্লেসে প্রায় ৩২ মিলিয়ন তথা ৩.২ কোটি ফ্রিল্যান্সার রয়েছে। এই ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস এ প্রায় ১৩০০ এর অধিক ক্যাটাগরিতে কাজ করার সুযোগ রয়েছে। 

 

best freelancing site 2021

Read More : ফ্রিলান্সিং : কিভাবে বিড করবেন?

Read More :ডাউনলোJNewsড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে

অনলাইন থেকে আয় করার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে নিচের আর্টিকেল টি পড়তে পারেন।

অনলাইন থেকে আয় করবেন যে সব উপায়ে ২০২১ সালে

৪.গুরু ডট কম(guru.com)

শুরু ডটকম মূলত একটি আমেরিকার ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান যার যাত্রা শুরু হয় ২০০১ সালে। বর্তমানে গুরু ডট কমে প্রায় ১.৫ মিলিয়ন + তথা ১৫ লক্ষ মত ফ্রিল্যান্সার রয়েছে । এখানেও আপওয়ার্ক এর মত প্রজেক্ট এবং ঘন্টা ভিত্তিক কাজ করা যায় । পেপাল ,পেওনিয়ার অথবা ব্যাংক ট্র্যান্সফারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। 

top freelancing marketplace

  • Programming & Development
  • Writing & Translation
  • Design & Art
  • Administrative & Secretarial
  • Sales & Marketing
  • Business & Finance
  • Engineering & Architecture
  • Legal
  • Education & Training  । এছাড়াও আরো অনেক ক্যাটাগরিতে কাজ করার সুযোগ রয়েছে। 

 

৫. পিপল পার আওয়ার(peopleperhour.com)

অন্যান্য মার্কেটপ্লেস গুলোর সাথে তাল মিলিয়ে ’পিপল পার আওয়ার’ মার্কেট প্লেস ও এগিয়ে যাচ্ছে। এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এর যাত্রা শুরু হয় ২০০৭ সারে এবং বর্তমানে এখানে প্রায় ১৫ লক্ষের অধিক ফ্রিল্যান্সার রয়েছে। এর মার্কেটপ্লেসটার নাম যেরকম কাজ ও সেরকম ,মানে এখানে ঘন্টা ভিত্তিক কাজ করা হয়।  তবে এ মার্কেটপ্লেসে কাজ পাওয়াটাও তুলনামূলক কঠিন । তবে আপনি মার্কেট এনালাইসিস করে যদি সঠিক প্রাইজ , সার্ভিস দিতে পারেন তাহলে কাজ পাওয়াটা সোজা হবে।  অন্যান্যদের মত এখানেও পেপাল ,পেওনিয়ার অথবা ব্যাংক ট্র্যান্সফারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। 

top 5 freelancing site in bangladesh

  • Technology & Programming
  • Writing & Translation
  • Design
  • Digital Marketing
  • Video, Photo & Image Business
  • Music & Audio
  • Marketing, Branding & Sales
  • Social Media এছাড়াও আরো নানা বিষয় নিয়ে কাজ করার সুযোগ রয়েছে এখানে।

 

বোনাস : 

এরকম আরো কিছূ জনপ্রিয় মার্কেট প্লেস রয়েছে।

  • toptal :আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে একজন ভালো ডেভেলপার হয়ে থাকেন তাহলে Toptal আপনার জন্য একটি ভালো কাজের সাইট। অন্যান্য সাইটগুলোতে সাধারনত বিভিন্ন ধরনের কাজ থাকে । কিন্তু এখানে শুধু ডেভেলপারদের উপর ফোকাস করা হয়।
  • 99 Designs : এটি একটি ফ্রিল্যান্স সাইট যেখানে ডিজাইনাররা তাদের বিশেষত্ব সম্পর্কে সবকিছু খুঁজে পেতে পারে।বর্তমানে ডিজাইনের জন্য সবচেয়ে আলোচিত ফ্রিল্যান্সিং সাইট হচ্ছে ৯৯ডিজাইনস।
  • Truelancer : আপওয়ার্ক এর মতো একটি ওয়েবসাইট। অনলাইন ফ্রিল্যান্স সব প্রজেক্ট পাওয়া যায়।
  •  flexjobs : ফ্লেক্স জবস শুধু যে simple পেশাগত কাজের অনুসন্ধান এবং flexible কাজের বিকল্পগুলির উপর মনোযোগ দেয় তা নয় এটি সুযোগগুলির সাথে বৈধতা এবং গ্যারান্টী সরবরাহ করে।

 

The post সেরা ৫ টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের তালিকা -২০২১ appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/top-5-marketplace-for-freelancertop-5-marketplace-for-freelancer/feed/ 0