jhankar mahbub programming books Archives - Editor Go https://editorgo.com/tag/jhankar-mahbub-programming-books/ Explore Yourself in a Better Way Sat, 15 Oct 2022 16:02:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.5 https://editorgo.com/wp-content/uploads/2022/11/cropped-logo-32x32.png jhankar mahbub programming books Archives - Editor Go https://editorgo.com/tag/jhankar-mahbub-programming-books/ 32 32 চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম By ঝংকর মাহবুব https://editorgo.com/cheshtar-gymnasium-futurer-calcium/ https://editorgo.com/cheshtar-gymnasium-futurer-calcium/#respond Wed, 21 Apr 2021 19:18:20 +0000 https://editorgo.com/?p=851 চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম By ঝংকর মাহবুব আস সালামুয়লাইকুম, প্রিয় পাঠকগণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝংকর মাহবুব এর লিখিত চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম বইটি । চলুন কথা না বাড়িয়ে বইটি সম্পর্কে জানা যাক। বইটি কাদের জন্য ?  ইন্টার উঠারে প‌রের সময়টা কম‌বে‌শি প্রায় অনেক এর জীবনেই অনেকটাই ক্রি‌টিক্যাল। …

The post চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম By ঝংকর মাহবুব appeared first on Editor Go.

]]>
চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম By ঝংকর মাহবুব

আস সালামুয়লাইকুম, প্রিয় পাঠকগণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝংকর মাহবুব এর লিখিত চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম বইটি । চলুন কথা না বাড়িয়ে বইটি সম্পর্কে জানা যাক।

বইটি কাদের জন্য ? 

ইন্টার উঠারে প‌রের সময়টা কম‌বে‌শি প্রায় অনেক এর জীবনেই অনেকটাই ক্রি‌টিক্যাল। এর সময় অনেক নতুন নতুন মানু‌ষের সা‌থে দেখা হয় , নতুন নতুন প‌রি‌বেশ এ যে‌তে হয় , অ‌নেক গুরুত্বপূর্ণ বিষ‌য়ে সিদ্ধান্তও  নি‌তে হয়। ফ‌লে ঐ সময় আমরা অ‌নেকেই এক প্রকার হতাশায় ভু‌গি । হতাশা বল‌লে ঠিক হ‌বে না আস‌লে ভু‌গি সিদ্ধান্তহীনতায় । কোন সম‌য়ে কোন টা কর‌বো , কি করা উঠিত , কার সাথে আড্ডা দেয়া উ‌ঠিত ইত্যা‌দি নি‌য়েই সিদ্ধান্তহীনত‌ার সমস্যায় ভু‌গি। ঐসব ভুক্তভুগ‌ি‌দের জন্য মূলত বই‌টি। সবই‌টি সহজ প্রত্যক‌টি গুরুত্বপূর্ণ বিষয় নি‌য়ে আ‌লোচনা করা হ‌য়েছে।   

বইয়ের মুল চরিত্রসমূহ 

চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম এর মূল চরিত্র হতে শাবাব। তাকে কেন্দ্র করেই লিখা বইটি। শাবাব তার পড়াশুনা ক্যারিয়া সবকিছু নিয়ে একপ্রকার হতাশার মধ্যে দিয়ে যায় । তার ঐ মূহুর্তে তার এক বড় ভাইর কাছ থেকে পরার্মশ দেয়। ওনার নাম ছিলো ফাহিম। শাবাব কে তার নানা বিষয়ে বাস্তববাদী অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে জ্ঞান দেয় এবং সে গুলোকে কাজে লাগিয়ে শাবাব সফলও হয়।

 বইটি মূলত তরুণদের কে কেন্দ্র করেই লিখা হয়েছে। বইতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যা ছিলো সময় উপযোগী । বইতে একটি ইন্টারেস্টিং বিষয় ছিলো সেটা ক্যাপাবেলেটি পরিক্ষা করার জন্য একটি মেরুদন্ড এবং কিছু প্রশ্ন ‍। যেগুলো উত্তর দেয়ার মাধ্যমে জানা যাবে নিজের অবস্থান কোন অবস্থায় আছে। দেরি না করে আজই পড়া শুরু করুন। 

চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম
চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম

 

বইটির কপিরাইট থাকায় আমরা বইটির পিডিএফ দিতে পারছিনা। রকমারি থেকে সংগ্রহ করতে ক্লিক করুন

The post চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম By ঝংকর মাহবুব appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/cheshtar-gymnasium-futurer-calcium/feed/ 0
ডাউনলোড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে https://editorgo.com/freelancing-bangla-book-pdf/ https://editorgo.com/freelancing-bangla-book-pdf/#comments Tue, 22 Dec 2020 08:16:41 +0000 https://editorgo.com/?p=652 তাই অন্যান্য আর্টিকেলের মতো আজকে আরেকটি আর্টিকেল নিয়ে আসলাম, যেখানে আজ আপনাদের সাথে শেয়ার করবো ফ্রিল্যান্সিং এর ওপর বাংলায় লেখা দুর্দান্ত কিছু বই। যে বইগুলো অনুসরণ করলে আপনিও ফ্রিল্যান্সিং এ হয়ে উঠতে পারেন সবার বস। ডাউনলোড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে। আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে ইন্টারনেটে সার্চ করেন, তাহলে ফ্রিল্যান্সিং শেখার জন্য ইংরেজীতে …

The post ডাউনলোড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে appeared first on Editor Go.

]]>
তাই অন্যান্য আর্টিকেলের মতো আজকে আরেকটি আর্টিকেল নিয়ে আসলাম, যেখানে আজ আপনাদের সাথে শেয়ার করবো ফ্রিল্যান্সিং এর ওপর বাংলায় লেখা দুর্দান্ত কিছু বই। যে বইগুলো অনুসরণ করলে আপনিও ফ্রিল্যান্সিং এ হয়ে উঠতে পারেন সবার বস। ডাউনলোড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে।

আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে ইন্টারনেটে সার্চ করেন, তাহলে ফ্রিল্যান্সিং শেখার জন্য ইংরেজীতে অনেক রিসোর্স পাবেন। কিন্তু তার তুলনায় বাংলা রিসোর্সের সংখ্যা খুবই নগণ্য। যাও হাতে গোণা কিছু রিসোর্স আছে, তা ক্রমানুসারে এবং যথাযথ সাজানো নেই বলে অনেকেরই বুঝতে অসুবিধা হয়। আর এ অসুবিধা দুর করতে আজ আমরা কোর্সটিকায় সবথেকে গুরুত্বপূর্ণ কিছু বইয়ের তালিকা করেছি, যেগুলো গুণগত মানের দিক থেকে অসাধারণ এবং কার্যকরী। আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদের সাথে আপডেট কিছু শেয়ার করার। আজও তার ব্যতিক্রম নয়।


►► আরো দেখুন : ডাউনলোড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে
►► আরো দেখুন : ডাউনলোড করুন ওয়েব ডিজাইনের সকল বাংলা বই
►► আরো দেখুন : হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download
►► আরো দেখুন : গ্রাফিক্স ডিজাইন বই PDF Download 2021 Latest Version


আজকের এই আর্টিকেলটি মূলত একটি রিভিউ টাইপের পোস্ট। অর্থাৎ, এখানে আজ আমরা প্রতিটি ফ্রিল্যান্সিং বই সম্পর্কে বিস্তারিত আলােচনা করবো। এই আর্টিকেলে উল্লেখ করা বইগুলোর আলোচনার সাথে তার পিডিএফ ফাইল ডাউনলোড করার লিংক দেয়া থাকবে। আপনি খুব সহজেই এর মাধ্যমে বইগুলো ডাউনলোড করে পরবর্তী সময়ের জন্য ফোন বা কম্পিউটারে সংরক্ষণ করতে পারবেন। তো চলুন, শুরু করি।

১. ইন্টারনেট থেকে আয় – ফ্রিল্যান্সার নাসিম

বাংলাদেশের জনপ্রিয় আলোচিত ও সমালোচিত এক ফ্রিল্যান্সার হচ্ছেন ফ্রিল্যান্সার নাসিম। ২০২০ সালের একুশে বইমেলায় তার এই বইটি প্রথম প্রকাশিত হয়। বইটি বাংলা ভাষায় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং নিয়ে লেখা হয়েছে।

বয়স ও পেশা অনুযায়ী আপনার জন্য কোন কাজটি শেখা উচিত হবে, কোন ট্রেইনিং সেন্টারে ভর্তি হবেন কি না কিংবা কতটকু শেখার পরে কাজে নেমে পরবেন এসবকিছুর সমন্বয়ে তৈরি করা হয়েছে এই বইটি। অর্থাৎ অনলাইনে ক্যারিয়ার গড়ার দারুণ এক গাইডলাইন ও মোটিভেশন পাবেন এই বইটিতে।

এছাড়াও একজন ফ্রিল্যান্সার হতে হলে আপনার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এবং ইন্টারনেট জগতে কোথায় কোথায় কাজ পাবেন, তা এই বইয়ে উল্লেখ করা হয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি ফ্রিল্যান্সিং : ইন্টারনেট থেকে আয় বইটি অতটা গুরুত্বের সাথে পড়িনি। শুধুমাত্র কয়েকটি পৃষ্ঠা ওলট-পালট করে দেখেছি।

কারণ, এটি মূলত একটি মোটিভেশনাল টাইপের বই। সুতরাং এসব বই থেকে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা পাবেন। কিন্তু কাজ করবেন এবং উপার্জন করবেন এমন আশা ভুলেও করবেন না।

প্রফেশনালী কাজ করার জন্য আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর অভিজ্ঞতার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে। সুতরাং, আমার ব্যক্তিগত পরামর্শ: আপনি যত দ্রুত সম্ভব স্কিল ডেভেলপিং এর কাজে নেমে পড়ুন। অন্তত যে কোনো একটি নির্দিষ্ট কাজ শিখুন। দেখবেন ১ বছরের মধ্যে আপনিও অনলাইন থেকে উপার্জন করতে পারছেন।

তবে এটা কেবলই আমার ব্যক্তিগত অভিমত। আমার মতামত যাই হোক না কেন, এতে করে ফ্রিল্যান্সার নাসিমের লেখা এই বইটির গুরুত্ব কিন্তু কমে যাবে না। এটি সত্যিকার অর্থেই বেশ ভালো একটি বই। অন্তত যারা ফ্রিল্যান্সিং জগতে নতুন, তারা এই বইটি একবার পড়ে দেখতে পারেন। বই

বইটি ডাউনলোড করতে ক্লিক করুন

অনলাইন থেকে আয় করার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে নিচের আর্টিকেল টি পড়তে পারেন।

অনলাইন থেকে আয় করবেন যে সব উপায়ে ২০২১ সালে

২. ফ্রিল্যান্স ক্যারিয়ার – আল আমিন কবির

অনলাইনে ক্যারিয়ার গড়ার আরেকটি চমৎকার বই আল আমিন কবিরের লেখা ফ্রিল্যান্স ক্যারিয়ার। ছোট এই বইটিতে ফ্রিল্যান্সিং এর যাবতীয় সকল খুঁটিনাটি বিষয়গুলো প্রঞ্জল বাংলা ভাষায় বর্ণনা করা হয়েছে। আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন, তাহলে ফ্রিল্যান্সিং করতে হলে ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে। কিভাবে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন, কিভাবে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করবেন এবং করে কত টাকা আয় করা যাবে এসকল কিছু ফ্রিল্যান্স ক্যারিয়ার বইটিতে সাবলীলভাবে লেখা আছে।

►► আরো দেখুন: হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download

৮৬ পৃষ্ঠার ছোট এই বইটিতে আরো রয়েছে এক্সপার্টদের পরামর্শ। যাদেরকে অনুসরণ করে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আরো উন্নত করতে পারেন। শুধু তাই না, আপনাকে দিয়ে আদৌ ফ্রিল্যান্সিং হবে কি না, কি কি কোর্স করতে হবে এবং নতুনদের জন্য কিছু সেরা ফ্রিল্যান্সিং সাইট কোনগুলি এবিয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবেন এই বইতে। আর আপনি যদি এই বিষগুলো সম্পর্কে খুব ভালো একটি প্রাথমিক ধারণা নিতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়ে দাঁড়াবে।

বইটি ডাউনলোড করতে ক্লিক করুন

৩. অনলাইন আর্নিং – আইটি বাড়ি

ইন্টারনেটে ফ্রিল্যান্সিং করে উপাার্জনের সব থেকে কার্যকরী বই হচ্ছে আইটি বাড়ির অনলাইন আর্নিং বইটি। সমস্ত ইন্টারনেটে খুঁজে ফ্রিল্যান্সিং এর ওপর লেখা আরো কোন রিসোর্স আমি পাইনি যা আইটি বাড়ির এই বইটির থেকে ভালো। অনলাইনে আয় করার পদ্ধতি যারা বোঝেন না এবং যারা এই জগতে একদমই নতুন, এই বইটি মূলত তাদেরই জন্যে।

পাশপাশি আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে মোটামোটি জানেন। কিন্তু কিভাবে আপনার কাজ শুরু করবেন কিংবা কোথায় শুরু করবেন, তা ভালো জানেন না, তারা এই বাংলা ই-বুকটি পড়ে দেখতে পারেন। এই বইটি অনেক বড় হওয়ায় ৪ টি আলাদা আলাদা খণ্ডে বইটি ভাগ করা হয়েছে।

বইটি আপনাকে একদম শুরু থেকে অনালাইনে আয় সম্পর্কে ধাপে ধাপে যাবতীয় বিষয়সমূহ নিয়ে আলোচনার মাধ্যমে সঠিক তথ্য প্রদান করবে। এতে করে আপনি অনালাইনে আয়ের উপর একদম পরিষ্কার ধারণা পাবেন। এটি কিন্তু নতুনদের জন্য। তবে যারা পুরাতন তারাও এই চমৎতকার বইটি পড়তে পারেন। কারণ, এতে কাজ নিয়ে কিছু টিপস সম্পর্কে আলোচনা করা হয়েছে যা আপনার কাজেও লাগতে পারে।

►► আরো দেখুন: Download প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free

যারা একেবারেই জানেন না আসলে কিভাবে অনলাইনে আয় করা যায়, তাদের জন্য এই বইটি লেখা হয়েছে। নতুনরা কিভাবে অনলাইনে আয় শুরু করবেন তার গাইডলাইন রয়েছে এই বইটিতে। কাজেই এই লিংক থেকে এখনই বইটি ফ্রী ডাউনলোড করুন আর শুরু করে দিন আপনার ফ্রিল্যান্সিং শেখা।

বইটি ডাউনলোড করতে ক্লিক করুন

৪. ইল্যান্স গাইডলাইন – আল-আমিন কবির

ডেভসটিম ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত বাংলাদেশী ফ্রিল্যান্সার এবং এসইও বিশেষজ্ঞ আল-আমিন কবিরের আরেকটি চমৎকার দুর্দান্ত বই হচ্ছে ইল্যান্স গাইডলাইন। আপনি যদি অনলাইনে উপার্জন করতে চান তবে এই বইটি আপনাকে শুরু থেকেই গাইডলাইন দিতে সহায়তা করবে। এই বইটি আপনাকে অভিজ্ঞতা ছাড়াই ফ্রিল্যান্সিং শুরু করতে সহায়তা করবে।

ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি বিভিন্ন অনলাইন প্রকল্প এবং কাজের মাধ্যমে অনলাইনে উপার্জনের জন্য সবচেয়ে ক্রমবর্ধমান একটি শিল্প। জনপ্রিয় ফ্রিল্যান্সার ব্রোকার সাইট হল ইল্যান্স। তাদের বাজার বৃদ্ধির পাশাপাশি এ মার্কেটপ্লেস থেকে ফ্রিল্যান্সারদের উপার্জন আগের তুলনায় অনেক বৃদ্ধি পাচ্ছে।

বইটি নতুন ফ্রিল্যান্সারের কথা ভেবে লেখা হয়েছে, যার মূলত ইল্যান্সকে ক্যারীয়ার হিসেবে গ্রহণ করতে চান। এই লিংক থেকে ফ্রিল্যান্সিংয়ের সম্পূর্ণ গাইডলাইনটি ডাউনলোড করুন এবং আল আমিন কবিরের ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করবেন তা পড়ুন।

৫. ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেট আয়

ফ্রিল্যান্সিং শেখার আরেকটি দারুণ ও সময়োপযোগী বই হচ্ছে ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেট আয়। এ বইটির সবচেয়ে দারুণ একটি বৈশিষ্ট হচ্ছে, একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য এটি আপনাকে গাইডলাইন দেবে। পাশাপাশি কোন কোন ক্ষেত্রে ফ্রিল্যান্সিং পেশা আপনার জন্য নেয়া উচিত হবে না, তাও ব্যাখা করবে। যা সাধারণত অন্য কোন বইতে আমি পাইনি।

আপনাকে ফ্রিল্যান্সার হতে হবে এমন কথা নেই । হয়তো অন্য কাজে আপনি আরো ভাল করবেন। আর সে জন্য জানা প্রয়োজন হতে পারে ফ্রিল্যান্সিং কেন আপনার জন্য উপযোগি না । অন্য কাজ কেন আপনার উপযোগি ৷

►► আরো দেখুন: ইমোশনাল মার্কেটিং : মুনির হাসান PDF Book Download

আর যদি ফ্রিল্যান্সার হতেই চান , তাহলে কিভাবে শুরু করবেন বা কিভাবে উন্নতির দিকে যাবেন কি কি সমস্যার সম্মুখিন হতে পারেন, কিভাবে সমস্যা মোকাবেলা করবেন ইত্যাদি তুলে ধরা হয়েছে এখানে ৷ সরাসরি অনুকরণ করার পরিবর্তে নিজের প্রয়োজনে পরিবর্তন করতে পারেন সেভাবেই উপস্থাপন করা হয়েছে বিষয়গুলি ।

বইটি ডাউনলোড করতে ক্লিক করুন

বিশেষ দ্রষ্টব্য: এই আর্টিকেলে ব্যবহৃত ডাউনলোড লিংকগুলো সম্পূর্ণই এক্সটার্নাল। সুতরাং লিংকগুলো কখনও কখনও সঠিকভাবে কাজ নাও করতে পারে। বইগুলো পড়তে কিংবা ডাউনলোড করতে কোনও সমস্যা হলে কমেন্ট করে জানান। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করবো।

পরিশেষে একটা কথা, ইন্টারনেট থেকে উপার্জন করার জন্য আপনাকে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করতে হবে। বইগুলো শুধু ডাউনলোড করাই শেষ কথা না, বরং নিয়মিত প্রাকটিস এই বইয়ে দেয়া দিক নির্দেশনাগুলো বাস্তব কাজে লাগাতে হবে। অনলাইনে কেউ আপনাকে এসে কাজ দিয়ে যাবে না। সুতরাং কাজ পেতে হলে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিতে হবে।

কখনো আত্মপ্রবঞ্চক হবেন না। আত্মপ্রবঞ্চনা ব্যক্তিকে তার লক্ষ্যবস্তু থেকে দূরে সরিয়ে দেয়। নিয়মিত কোর্সটিকা ভিজিট করুন। এখানে আমরা প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং জগতের সবকিছু যেমন: ওয়েবস ডিজাইন এবং ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং এবং ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিকস শেয়ার করে থাকি।


►► আরো দেখুন : ডাউনলোড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে
►► আরো দেখুন : ডাউনলোড করুন ওয়েব ডিজাইনের সকল বাংলা বই
►► আরো দেখুন : হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download
►► আরো দেখুন : গ্রাফিক্স ডিজাইন বই PDF Download 2021 Latest Version


আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নিয়মিত আমাদের টিপস সম্পর্কে আপডেট থাকুন। আমরা আছি ইউটিউবেও। ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই লিংক থেকে। আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে আজকের এই আর্টিকেলটি শেষ করছি। হ্যাপী ফ্রিংল্যান্সিং।

The post ডাউনলোড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/freelancing-bangla-book-pdf/feed/ 2
হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download https://editorgo.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf/ https://editorgo.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf/#comments Mon, 21 Dec 2020 05:26:21 +0000 https://editorgo.com/?p=637 এমন একটি সময়ে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি, যখন কিনা প্রোগ্রামিং শিখাটা আমাদের সবার জন্য জরুরী। কিন্তু আমাদের মত অনেক হাবলুই প্রোগ্রামিং এর বিষয়বস্তু ঠিকমত বুঝতে পারে না। তাই বল কি হাবলুদের প্রোগ্রামিং শেখা হবে না? একদমই তা নয়। হাবলুরা অর্থাৎ, তুলনামূলক দুর্বলরা যাতে তাদের মতো করেই প্রােগ্রামিং শিখতে পারে তার জন্য রয়েছে হাবলুদের জন্য প্রোগ্রামিং। …

The post হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download appeared first on Editor Go.

]]>
এমন একটি সময়ে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি, যখন কিনা প্রোগ্রামিং শিখাটা আমাদের সবার জন্য জরুরী। কিন্তু আমাদের মত অনেক হাবলুই প্রোগ্রামিং এর বিষয়বস্তু ঠিকমত বুঝতে পারে না। তাই বল কি হাবলুদের প্রোগ্রামিং শেখা হবে না? একদমই তা নয়। হাবলুরা অর্থাৎ, তুলনামূলক দুর্বলরা যাতে তাদের মতো করেই প্রােগ্রামিং শিখতে পারে তার জন্য রয়েছে হাবলুদের জন্য প্রোগ্রামিং।

যারা পরীক্ষায় ভালো নম্বর পায় না, যাদের ভালো স্টুডেন্ট হিসেবে গণ্য করা হয় না। বরং তাদের পরোক্ষভাবে গাধা, বলদ বা হাবলু হিসেবে সম্বোধন করা হয়। এসব হাবলু পড়ালেখার মাঠে, চাকরির হাটে কিংবা প্রেমের ঘাটে, অনেকটাই পিছিয়ে থাকে। কিন্তু হাবলুরা পড়ালেখায় হাবলু হলেও, দুনিয়ার সবকিছুতে হাবলু না।


►► আরো দেখুন : ডাউনলোড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে
►► আরো দেখুন : ডাউনলোড করুন ওয়েব ডিজাইনের সকল বাংলা বই
►► আরো দেখুন : হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download
►► আরো দেখুন : গ্রাফিক্স ডিজাইন বই PDF Download 2021 Latest Version


ক্লাস ফাঁকি দেওয়ার ফন্দি, শর্টকাটে পাস করার পদ্ধতি, ফ্রেন্ডের পকেট থেকে টাকা খসানোর সিস্টেম, হাবলুদের চেয়ে ভালো কেউ জানে না। তাদের পড়ালেখা মনে না থাকলেও, টিভি সিরিয়ালের কাহিনি, সিনেমার ডায়ালগ, ইন্টারনেটের চিপা-চাপার খবর ঠিকই মনে থাকে। এমনকি এসব জিনিসে চাল্লুদেরও পেছনে ফেলে দেয় তারা। এই সকল হাবলুদের জন্য মজা করে করে লেখক চমৎকার এই বই খানা লিখেছেন। প্রোগ্রামিং এর ব্যাসিক জিনিসগুলো খুব সহজ করে লেখক ঝংকার মাহবুব এই বইটিতে বুঝিয়ে দিয়েছেন।

বিশেষ করে সেই সকল মানুষেরা যা প্রোগ্রামিং এর কিছুই বোঝে না, তাদেরকে হাবলুদের মতো করে, চায়ের দোকানের আড্ডার ভাষা দিয়ে প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়েছে। যাতে হাবলুরা হাবলু স্টাইলে প্রোগ্রামিংয়ের মজা পেয়ে এগিয়ে যেতে পারে। এটি অনুসরণের ফলে অপেক্ষাকৃত দুর্বলরা প্রোগ্রামিং শিখতে দারুণ অনুপ্রাণিত হবে।

হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি কাদের জন্য?

আগেই বলেছি, অপেক্ষাকৃত দুর্বলদের জন্য এই বইটি লেখা। পাশাপাশি যারা ভয়ের কারণে প্রোগ্রামিং শেখা শুরু করতেই পারে না৷ প্রোগ্রামিং কঠিন; সায়লের স্টুডেন্ট বা ম্যাথে ভালো না হলে প্রোগ্রামিং শিখতে পারবে না মনে করে মুখ লুকিয়ে রাখে। তাদের জন্য গল্প আর মজার ছলে, চায়ের আড্ডার মাধ্যমে প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্টগুলো উপস্থাপন করা হয়েছে৷

তাছাড়া স্মার্টফোনে এক্সট্রা কোন এ্যাপ ইনস্টল না করেই প্রোগ্রামিং প্রাকটিস করতে পারবে এমন ধারণা এই বইয়ে দেয়া হয়েছে। আর যারা প্রোগ্রামিং শিখে কিছুটা এগিয়ে আছে, তারাও বইটি পড়ে প্রোপ্রামিংয়ের বেসিক কনসেপ্টগুলো আরো ধারালো করে নিতে পারবে।

বইটি ঝংকার মাহবুবের লেখা সাধারণ মানুষকে প্রোগ্রামিং বোঝার জন্য একটি হাতিয়ার স্বরুপ। এখানে প্রোগ্রাম লেখার বেসিক আইডিয়াগুলাে অত্যান্ত সুনিপুণভাবে আলোচনা করা হয়েছে। একটি ছোট বাচ্চাও এই বই পড়ে বেসিক কন্সেপ্টগুলো ধরতে পারবে।

এই বইয়ে variable, array, while and for loop, basic logic এবং functionএর মতো জটিল ও প্যাচালো বিষয়গুলো সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আপনি এই বইটিকে সাহিত্যিক রসের একটি ভাণ্ডারও বলতে পারেন। যদিও ঝংকার মাহবুবের লেখা সবগুলো বইতেই তিনি চমৎকার হাস্যরসের মাধ্য তার কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেন।

তার এই বইতে ছোট ছোট মজার যুগোপযোগী হাস্যরসাত্মক সংলাপ এবং ঘটনা পাঠকদেরকে আনন্দ দিতে যথেষ্ট। যদিও বইটিতে প্রোগ্রামিং যা দেখানো হয়েছে তা একদমই বেসিক লেভেলের। যেটি যতদূর মনে হয় টার্গেট অডিয়েন্স বাচ্চা কিংবা যার একদমই ধারণা নেই তাদের সুবাদেই। যাদের প্রোগ্রামিং নিয়ে ধারণা নেওয়ার একদম সহজ সাবলীল বই খুঁজছেন তাদের জন্য এই বইটি একটি ভাল মাধ্যম হতে পারে।

এই বইটি আপনাকে মূলত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ শিখাবে না। বরং গল্পের তালে তালে প্রোগ্রামিং এর মূল বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে ভালো ধারণা দেবে। এটি পড়ার পরে পরে আপনার নিজেকে ভাবতে হবে, আপনি আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ শিখতে চান। যারা একদম জিরো থেকে শিখতে চায় তাদের জন্য এটি দুর্দান্ত রকমের ভালো একটি বই হবে।

বইটি সম্পর্কে বুয়েটের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ কায়কোবাদ বলেন, “ঝংকার মাহবুবের বইটি পড়ে আমি খুবই অবাক এবং আশাঙ্কিত হয়েছি যে আমাদের পরবর্তী প্রজন্ম নানা বিষয়ে যথেষ্ট দক্ষতা অর্জন করেই বড় হচ্ছে। বইয়ের নামকরণ থেকে শুরু করে ব্যবহৃত ভাষা এবং ঢং সবই ভিন্ন ও আকর্ষণীয়। বইয়ের নাম ‘হাবলুদের জন্য প্রোগ্রামিং’ হলেও লেখক সন্দেহাতীতভাবে বিশ্বাস করেন যে, আমাদের যেকোনো তরুণের জন্য প্রোগ্রামিং শেখা তেমন কোনো কঠিন কাজ নয়৷”

সবশেষে ভিন্ন প্রকাশ ভঙ্গি আর অসাধারণ উদাহরণ দিয়ে হাবলুদের বোঝানো হয়েছে এই বইতে। যারা প্রোগ্রামিংকে ভয় পান বা জানতে অথবা শিখতে আগ্রহী তারা বইটি নির্দ্বিধায় বেছে নিন। ভালোমত প্রাকটিস করলে প্রোগ্রামিং এর মৌলিক বিষয়গুলো সম্মন্ধে আপনার ধারণা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। বইটি শেষ করেই নিজেকে প্রোগ্রামার বলতে পারবেন না। কিন্তু এটুকু বলতে পারবেন প্রোগ্রামিং কি, কিভাবে করে বা করা লাগে। আরো বলতে পারবেন রিয়েল লাইফের সাথে প্রোগ্রামিং কিভাবে জড়িত, আর সেটা কিভাবে কাজ করে আর।

হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download


►► আরো দেখুন : ডাউনলোড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে
►► আরো দেখুন : ডাউনলোড করুন ওয়েব ডিজাইনের সকল বাংলা বই
►► আরো দেখুন : হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download
►► আরো দেখুন : গ্রাফিক্স ডিজাইন বই PDF Download 2021 Latest Version


প্রিয় পাঠক, কোর্সটিকায় আপনি কোন বিষয়ে লেখা চান, তা জানিয়ে নিচে কমেন্ট করুন। ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং শিখতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই লিংক থেকে।

The post হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf/feed/ 2
Download Recharge Your Down Battery PDF by Jhankar Mahbub https://editorgo.com/download-recharge-your-down-battery-pdf/ https://editorgo.com/download-recharge-your-down-battery-pdf/#respond Mon, 21 Dec 2020 05:21:03 +0000 https://editorgo.com/?p=633 কাজ করতে করতে ব্যটারি ডাউন হয়ে যায়? আপনার জন্য সমাধান হতে পারে ঝংকার মাহবুবের Recharge Your Down Battery বইটি। পড়েছেন কি এই বই? না পড়লে আজ চলুন এই বইটি সম্পর্কে জানি। কোর্সটিকায় এর আগে ঝংকার মাহবুবের প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি উদ্ধার করা হয়েছে। এখনও যারা সেটি পড়তে পারেননি, লিংক থেকে পড়ে আসুন। “First they ignore you, …

The post Download Recharge Your Down Battery PDF by Jhankar Mahbub appeared first on Editor Go.

]]>
কাজ করতে করতে ব্যটারি ডাউন হয়ে যায়? আপনার জন্য সমাধান হতে পারে ঝংকার মাহবুবের Recharge Your Down Battery বইটি। পড়েছেন কি এই বই? না পড়লে আজ চলুন এই বইটি সম্পর্কে জানি। কোর্সটিকায় এর আগে ঝংকার মাহবুবের প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি উদ্ধার করা হয়েছে। এখনও যারা সেটি পড়তে পারেননি, লিংক থেকে পড়ে আসুন।

“First they ignore you, then they laugh at you, then they fight you,then you win.” কথাটি বোঝা গেছে কি? জীবনে চলার পথে ঝামেলা আসবেই। ব্যার্থতা পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দেবেই। আটকে গেলে আপনার শুধু প্রয়োজন সুযোগ বুঝে জোড়েসোরে একটি “ঠ্যালা” যে “ঠ্যালার” প্রভাবে চলে যাবে সব ঝামেলা।

Recharge Your Down Battery বইটি মূলত আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ঝামেলা বা স্ট্রেসকে কীভাবে মোকাবেলা করতে হয়, সেই শিক্ষা দেয়। পুরো বইটিতে লেখক ঝংকার মাহবুব যথাক্রমে মাসুম ভাই এবং আবির নামক দুই জনের সংলাপনির্ভর কথাবার্তার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের বিভিন্ন সমস্যা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় লুকিয়ে আছে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। যেখানে একজন বড় ভাই তার ছোট ভাইকে ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দিয়েছেন। বইটিতে বলা হয়েছে, জীবনে সমস্যা থাকবেই, কিন্তু সমস্যাগুলো দেখে ঘাবড়ে গেলে চলবেনা, বরং ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে।

Download Recharge Your Down Battery PDF Book Free

রিজার্চ ইয়োর ডাউন ব্যাটারি বইটির প্রতিটি অধ্যায়ই বেশ রোমাঞ্চকর। আপনি যদি সম্পূর্ণ বইটি পড়েন, বেশকিছু চমৎকার লাইন পাবেন। চলুন লাইনগুলো দেখে নেই।

১। আসলে দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিছু নেই। পরিশ্রমী পোলাপান দিনের পর দিন সাধনা করে যে দক্ষতা, যে জ্ঞান অর্জন করে, আইলসা পোলাপান সেটাকেই ট্যালেন্ট বলে।

২। তিন চারবার ব্যর্থ হয়ে ছেড়ে দিলে একটা বাংলাদেশের জন্ম হতো না! দুনিয়ায় কেউ শর্টকাটে সফল হতে পারেনাই, তুইও পারবি না।

৩। সার্টিফিকেট পাওয়ার আগে পড়ালেখা করে ভালো পরীক্ষা দিতে পারলেই কনভোকেশনের দিন ক্যাপ আকাশে ছুড়ে ছবি তুলতে পারবি। নিশেঃষ হওয়ার ইচ্ছে নিয়ে ঝাপিয়ে পড়তে পারলেই আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসতে পারবি। তখন টিটকারি মারা বন্ধুরাও তোকে কনগ্রাটস জানানোর লাইনে দাঁড়াবে।

৪। পড়ালেখা বাদ দিয়ে বার্সার উনিং মোমেন্ট দেখার জন্য সারারাত কাটিয়ে দিবি না।কারণ, বার্সাকে তুই সময় দিলেও, বার্সা এসে তোর স্বপ্ন পূরণের কাজগুলো করে দিবে না। তাদের ট্রফি দিয়ে তোর ঘর সাজাবে না। তোর ইনবক্সে চাকুরী বা হায়ার স্টাডির অফার সেন্ড করে দিবে না! তোর লক্ষ্য অর্জনের জন্য তোকেই মাঠে নামতে হবে। তোর বাসার দেয়ালে ঝোলানোর মেডেল, তোর ড্রয়িং রুমের শোকেইস সাজানোর ট্রফি, তোকেই অর্জন করতে হবে। তোকেই চেষ্টা করতে হবে।বুঝস না ব্যাপারটা?

৫। The biggest risk is not taking any risk!

৬। আমাদের লাইফ কন্ট্রোল করে তিনটা জিনিস। হয় অতীতের কষ্ট, না হয় বর্তমানের আনন্দ অথবা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার স্বপ্ন।

৭। কোনো প্রেমই জীবনের সর্বস্ব হবে না। তোর জীবন তোর চিন্তার চাইতেও বড়। তোর ইমোশনের চাইতেও বড়।

৮। আজকের সকালটা, আজকের দিনটা তোর জন্য ইফেক্টিভ বানাতে না পারলে, এই মাসটা, এই বছরটাও তোর জন্য ইভেক্টিভ বানাতে পারবিনা।

৯। আট-দশ বছর বয়স থেকে শুরু করে দিনের পর দিন, মাসের পর মাস, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে সাধনা করতে করতেই একজন বিশ্বসেরা খেলোয়াড়ের জন্ম হয়!

১০। বারে বারে লাথি দিলে তালা ঠিকই ভাঙবে, স্বপ্নের দরজাটা একদিন খুলবে।

১১। তোর মন কন্ট্রোল করার সুইচ তোর হাতে। দুনিয়ার অন্য কারো হাতে না!

১২। পিছিয়ে পড়ার মানেই নিঃশেষ হয়ে যাওয়া নয়। এক দরজা থেকে ফিরিয়ে দেওয়ার মানেই সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। কারণ, জীবনের খেলায় কেউ দু-চার দিনে অলআউট হয় না। লাইফের টিভি সিরিয়াল ৮-১০টা এপিসোড হয়েই বন্ধ হয়ে যায় না।

১৩. First they ignore you, then they laugh at you, then they fight you,then you win.
১৪. দশজন হতাশ ফ্রেন্ডের সাথে থেকে হতাশ হওয়ার চাইতে বন্ধুহীন থাকা শ্রেয়!

১৫. ফেসবুকিং, মোবাইল, গেমস খেলার সময় বেশি যাচ্ছে? প্রেম পিরিতির ক্যাচাল উদয় হইছে? আড্ডার পরিমাণ বাড়ছে? একটু খেয়াল করলেই বুঝতে পারবি, সময় যেটাতে বেশি যাচ্ছে, মনোযোগ সেখানেই হারিয়ে যাচ্ছে।

১৬. মোখলেস বা হোপলেস না হয়ে টার্গেট এচিভ করার মিশনে লেগে থাক। দেখা হবে বিজয়ে!

Recharge Your Down Battery বইটি কাদের জন্য?

দিনে কয়বার মোবাইলের চার্জ চেক করেন? চার্জের লাল বাতি জ্বলার আগেই চার্জার নিয়ে বসে পড়েন। অথচ কখনো কি চেক করেছেন আপনার লাইফের চার্জ কতটুকু অবশিষ্ট আছে? জীবন সম্পর্কে যারা দ্বিধাগ্রস্থ তাদের কিছুটা আশার আলো দেখানোর জন্যই এই বইটি।

যারা লাইফের চার্জ কতটুকু আছে চেক করতে চায় বা দরকার হলে নিজেকে রিচার্জ করে নিতে চায়। মরা ইঞ্জিন নিয়েও কেরামতি দেখাতে চায়। বন্ধুত্বের ভাইরাস, ছুতার জং ভালো না লাগার রোগ সেরে ফেলতে চায় তাদের জন্য এই বই। যাতে তারা সময়মতো কনফিডেন্সের বড়ি গিলতে পারে, কোপা শামসু স্টাইলে ফাইট দিয়ে জীবন ঝাক্কাস বানাতে পারে।

Recharge Your Down Battery বইটির উদ্দেশ্য কি?

এই বইটির উদ্দেশ্য হচ্ছে আপনার লাইফ, স্বপ্ন ও অর্জনের জন্য একটি চার্জার দেয়া। যাতে যখনই দরকার পড়বে তখনই Recharge Your Down Battery বই দিয়ে নিজেই নিজেকে রিচার্জ করে নিতে পারেন। এইটা জীবনের বিভিন্ন সিচুয়েশনে হাল কিভাবে ধরবে সেই গাইডলাইনের একটি বই। একটু পিছিয়ে পড়ার পর, লাইফে কামব্যাক করার বই। স্কুল কলেজ ভার্সিটিতে গিয়ে কিছু ভুল করে ফেলার পর আবারো লাইনে ফেরত আসার উপায় নিয়ে আলোচনা করা বই।

বইটি পড়ে যা শিখবেন

Recharge Your Down Battery বইটি মূলত একটি আত্মোন্নয়নমূক বই। নিজেকে সকল ব্যর্থতার বাধা কাটিয়ে কিভাবে উন্নতির চরম শেখরে নিয়ে যাবেন, তাই এই বইয়ে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এক নজরে দেখে নিন বইটিতে পড়লে আপনি কি কি শিখবেন।

১। প্রথমত, বইটির নামেই রয়েছে চমৎকৃত হওয়ার ওষুধ। Recharge Your Down Battery আহা!! এই বইয়ের নামটা খুবই ব্যতিক্রম। বইয়ের নামটি দেখেই বইটি পড়ার ইচ্ছে মনে জাগে।

২। একটি ভুল ধারণা পাল্টে যাবে। ট্যালেন্ট বলে কিছুই হয় না। পরিশ্রমী ছেলেমেয়েরা দিনের পর দিন সাধনা করে যে দক্ষতা অর্জন করে, যে জ্ঞান অর্জন করে অলসরা সেটাকেই ট্যালেন্ট বলে।

৩। সাবজেক্ট নিয়ে আমরা অনেকেই ভয় পাই। আমাদের মধ্যে অনেকেই আছে যারা পছন্দের সাবজেক্ট না পেলেই মনে করে তার স্বপ্নের সেক্টরে ক্যারিয়ার গড়তে পারবে না। সাবজেক্ট ক্যারিয়ারের জন্য বাধা না৷

৪। এমন অনেকেই আছে যারা রিলেটেড সাবজেক্টে পড়ালেখা না করেও সেই সেক্টরে কাজ করে যাচ্ছে। আপনি যদি আপনার সাবজেক্টের বাইরে অন্য কোন ফিল্ডে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে নিজের পড়ালেখা ঠিক রাখতে হবে।

►► আরো দেখুন: Download প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free

৫। সাধারণত, মোটিভেশনাল বইগুলো একটু গন্তীর টাইপের হয়। কিন্ত Recharge Your Down Battery বইটি সম্পূর্ণ বিপরীত। লেখক শুধু সমস্যা গুলোই তুলে ধরেননি, এগুলোর সমাধানও দিয়েছেন মজার ছলে। বইয়ের প্রতিটা পৃষ্ঠায় এত মজা করে হাস্যরসের সাথে তিনি আমাদের তরুণ সমাজের ভুলগুলোকে তুলে ধরেছেন, এর আগে কোন মোটিভেশনাল বইতে যা আমি পাইনি।

৬। আমরা অন্যের কথার ভয়ে অনেক সময় আমরা আমাদের স্বপ্নের পথ থেকে সরে আসি। কিংবা বন্ধুর ভাইরাসে জীবনে কিভাবে জং ধরিয়ে ফেলি। এসবকিছু সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে বইটিতে।

৭। সবচেয়ে ভালো লাগবে বইয়ের শেষের দিকটায় এসে। সেখানে ব্যাটারি চার্জ মাপার জন্য সত্যি সত্যি একটি
ব্যাটারি দিয়ে দেয়া হয়েছে। তারপর কিভাবে লাইনে আনতে হবে। কী কী স্টেপে কাজ করতে হবে তা বর্ণিত হয়েছে।

৮। এই বইয়ে ব্যবহার করা প্রতিটি ছবিই দারুণ মজার। বইটি পড়তে মজার একটি বিষয় সৃষ্টি হয়েছে যা বইটিকে নতুন একটি রূপ দিয়েছে।

Download Recharge Your Down Battery PDF

প্রিয় পাঠক, কোর্সটিকায় আপনি কোন বিষয়ে লেখা চান, তা জানিয়ে নিচে কমেন্ট করুন। ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং শিখতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই লিংক থেকে।

The post Download Recharge Your Down Battery PDF by Jhankar Mahbub appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/download-recharge-your-down-battery-pdf/feed/ 0
Download প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free https://editorgo.com/download-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%97%e0%a7%81/ https://editorgo.com/download-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%97%e0%a7%81/#respond Mon, 21 Dec 2020 05:15:32 +0000 https://editorgo.com/?p=630 প্রোগ্রামিং নিয়ে যারা কনফিউজড হয়ে আছেন তাদের জন্য দুর্দান্ত একটি বই হচ্ছে প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি। যেটি লিখেছেন জনপ্রিয় প্রোগ্রামার ও ডেভেলপার ঝংকার মাহবুব। অনেকেই আছেন যারা প্রোগ্রামিং শিখবো বা শুরু করবো করবো বলে কিছুই শেখা হচ্ছে না, বা প্রোগ্রামিং এর স্বপ্ন দেখে নাকে তেল দিয়ে যারা ঘুমিয়ে যান, তাদের জন্য আজ রয়েছে প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি …

The post Download প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free appeared first on Editor Go.

]]>
প্রোগ্রামিং নিয়ে যারা কনফিউজড হয়ে আছেন তাদের জন্য দুর্দান্ত একটি বই হচ্ছে প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি। যেটি লিখেছেন জনপ্রিয় প্রোগ্রামার ও ডেভেলপার ঝংকার মাহবুব। অনেকেই আছেন যারা প্রোগ্রামিং শিখবো বা শুরু করবো করবো বলে কিছুই শেখা হচ্ছে না, বা প্রোগ্রামিং এর স্বপ্ন দেখে নাকে তেল দিয়ে যারা ঘুমিয়ে যান, তাদের জন্য আজ রয়েছে প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি বইটির দারুণ একটি রিভিউ। আর রিভিউ শেষে ডাউনলোড লিংক তো থাকছেই।

প্রতিটি প্রোগ্রামিং ভাষারই সাধারণ ও মৌলিক কিছু বিষয় থাকে। আপনি যদি প্রোগ্রামিং করতে চান, তাহলে সেগুলো সম্পর্কে সম্মুখ ধারণা রাখতে হবে। প্রোগ্রামিং শিখতে হলে কোন ল্যাঙ্গুয়েজ আগে শিখবো বা কি দিয়ে শুরু করবো এসব ভাবতে ভাবতেই যারা তাদের মূল্যবান সময় শহীদ করে দিচ্ছেন, তাদের জন্যই মূলত প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি বইটি লেখা হয়েছে।

এ বইয়ে প্রোগ্রামিং এর একদম বেসিক বিষয়গুলো দেখানোর চেষ্টা করা হয়েছে, যা মূলত একজন বিগিনারের খুব বেশি প্রয়োজন। আপনি যদি বিগিনার হয়ে থাকেন আর বেসিক সম্পর্কে মোটামুটি ধারণা থাকে তাহলে প্রোগ্রামিং ল্যাংঙ্গুয়েজ শেখা আপনার জন্য অনেকাংশেই ইজি হয়ে যাবে। আপনিও হয়ে যেতে পারেন প্রোগ্রামিং এর বস। কে জানে? এক সময় আপনিও এমন একটি বই রচনা করতে পারেন?

প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি বইটি কি নিয়ে লেখা?

অবশ্যই প্রোগ্রামিং নিয়ে? কিন্তু তাই বলে কি বেরসিক প্রোগ্রামিং এর বিভিন্ন কোড নিয়ে? অবশ্যই না। নতুন যারা প্রোগ্রামিং এর হাতেখড়ি নিচ্ছেন, তাদের মনে লুকিয়ে থাকা প্রশ্নগুলো নিয়েই এই বইটির রচনা। আপনি দীর্ঘদিন ধরে প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসগুলাে শিখলেন। এখন টুকটাক প্রোগ্রামিংও পারেন। কিন্তু এরপরে কি করবেন? আপনার আর কী কী জানলে একজন পরিপূর্ণ প্রোগ্রামার হতে পারবেন?

অথবা, কী কী করলে প্রোগ্রামিংয়ের চাকরির জন্য এ্যাপ্লাই করা যাবে? কতদিন লাগবে? গুগল, মাইক্রোসফট কিংবা ফেইসবুকের মতো বড় বড় কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য কি কি করা লাগবে? এ্যাপ্লাই করে যাচ্ছেন, কিন্তু ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না, কি করবেন? এই প্রশ্নগুলোর যাদের মাথা দীর্ঘদিন ধরে এলোমেলো করে দিয়ে যাচ্ছে তাদের জন্যই এই বই প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী।

লেখকের মতে এই বইয়ের ৩ টি উদ্দেশ্য

১। যারা প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসগুলো শিখার পরে কি করতে হবে তা জানেন না, তাদেরকে আরো ভালো গাইডলাইন দিয়ে পরবর্তী লেভেলে নিয়ে যাওয়া।

২। যারা প্রোগ্রামিং শিখে চাকরি পেতে চান, তাদের জন্য স্বয়ংসম্পূর্ণ একটি গাইডলাইন দেয়া এবং তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা।

৩। প্রোপ্রামিংয়ের ইন্টারিভিউতে যেকোন কোম্পানি যেকোন ভাবেই প্রশ্ন করুক না কেনো, তার উত্তর দিতে পারার মতো করে প্রস্তুত করে নেয়া। হোক সেটি ছোট, মাঝারি এমনকি গুগল, মাইক্রোসফট বা ফেসবুকের মতো বড় কোম্পানি।

বইটি কাদের জন্য লেখা?

আর্টিকেলের শুরুতেই বলেছিলাম, আপনি যদি বিগিনার হয়ে থাকেন আর বেসিক সম্পর্কে মোটামুটি ধারণা থাকে তাহলে ধরে নিন এই বইটি আপনার জন্যই লেখা। যারা একটু-আধটু প্রোগ্রমিং জানেন, বেসিক কনসেপ্টগুলো বোঝেন বা কমপক্ষে ভেরিয়েবল, 475, লুপ, 19155 এই জিনিসগুলো বুঝেন তাদের জন্যই এই বইটি লেখা।

তবে যারা একদমই প্রোগ্রামিং সম্পর্কে কিছুই জানেন না, তাদের পড়তে একটু কষ্ট হবে। তবে লেখক ঝংকার মাহবুব এই বইয়ে যেভাবে সহজ করে প্রোগ্রামিংয়ের জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে এতে করে তারা পড়া চালিয়ে যেতে পারেন। এই বই পড়ে আপনি প্রোগ্রামিং এর জন্য যথেষ্ট প্রারম্ভিক ধারণা পেতে পারেন।

►► আরো দেখুন: ইমোশনাল মার্কেটিং : মুনির হাসান PDF Book Download

আপনি যদি প্রোগামিং এর প্রতি যথেষ্ট আবেগি হয়ে থাকেন বা গুগল, মাইক্রোসফট এবং ফেসবুকের মতো জায়ান্ট কোম্পানিতে চাকরি পাওয়ার ইচ্ছে পোষণ করেন, তাহলে আপনার প্রোগ্রামিং দক্ষতাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। একটি প্রফেশনাল সফটওয়্যার বানানোর সব এরিয়া সম্পর্কে ধারণা নিতে হবে৷ প্রবলেম সলভিং, এ্যালগরিদম, টাইম কমপ্রেক্সিটি ইত্যাদি বুঝতে হবে।

আপনাকে আরো জানতে হবে রিকারসন, ডাটাবেজ ও এ্যাপের আর্কিটেকচার। ইন্টারভিউতে ডাক পাওয়ার পরে স্পেশাল প্রিপারেশন নিতে হবে। ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন কর্তা আপনাকে যে এ্যাঙ্গেলেই প্রশ্ন করুক না কেন, নিজেকে প্রস্তুত করতে হবে। দারুণ এই বইটি আপনাকে সেই গাইডলাইনই প্রদর্শন করাবে।

শেষ কথা

মোদ্দাকথা হলো, প্রোগ্রামিং এর এই চৌদ্দগোষ্ঠীর কথা শুনলেই যাদের গলা শুকিয়ে যায়, মাথায় ঝিম ধরে তাদের জন্যই চায়ের দোকানের গল্প, আড্ডা আর মাস্তির মাধ্যমে প্রোপ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠীকে উপস্থাপন করা হয়েছে এই বইয়ে ৷ প্রোগ্রামিংকে এত সহজ-সরল ভাষায় বোঝানোর বই সম্ভব আপনি আর পাবেন না। বইটি ডাউনলোড করুন এই লিংক থেকে।

প্রিয় পাঠক, কোর্সটিকায় আপনি কোন বিষয়ে লেখা চান, তা জানিয়ে নিচে কমেন্ট করুন। ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং শিখতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই লিংক থেকে।

The post Download প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/download-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%97%e0%a7%81/feed/ 0