
চেষ্টার জিমনেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম By ঝংকর মাহবুব
চেষ্টার জিমনেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম By ঝংকর মাহবুব
আস সালামুয়লাইকুম, প্রিয় পাঠকগণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝংকর মাহবুব এর লিখিত চেষ্টার জিমনেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম বইটি । চলুন কথা না বাড়িয়ে বইটি সম্পর্কে জানা যাক।
বইটি কাদের জন্য ?
ইন্টার উঠারে পরের সময়টা কমবেশি প্রায় অনেক এর জীবনেই অনেকটাই ক্রিটিক্যাল। এর সময় অনেক নতুন নতুন মানুষের সাথে দেখা হয় , নতুন নতুন পরিবেশ এ যেতে হয় , অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তও নিতে হয়। ফলে ঐ সময় আমরা অনেকেই এক প্রকার হতাশায় ভুগি । হতাশা বললে ঠিক হবে না আসলে ভুগি সিদ্ধান্তহীনতায় । কোন সময়ে কোন টা করবো , কি করা উঠিত , কার সাথে আড্ডা দেয়া উঠিত ইত্যাদি নিয়েই সিদ্ধান্তহীনতার সমস্যায় ভুগি। ঐসব ভুক্তভুগিদের জন্য মূলত বইটি। সবইটি সহজ প্রত্যকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
বইয়ের মুল চরিত্রসমূহ
চেষ্টার জিমনেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম এর মূল চরিত্র হতে শাবাব। তাকে কেন্দ্র করেই লিখা বইটি। শাবাব তার পড়াশুনা ক্যারিয়া সবকিছু নিয়ে একপ্রকার হতাশার মধ্যে দিয়ে যায় । তার ঐ মূহুর্তে তার এক বড় ভাইর কাছ থেকে পরার্মশ দেয়। ওনার নাম ছিলো ফাহিম। শাবাব কে তার নানা বিষয়ে বাস্তববাদী অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে জ্ঞান দেয় এবং সে গুলোকে কাজে লাগিয়ে শাবাব সফলও হয়।
বইটি মূলত তরুণদের কে কেন্দ্র করেই লিখা হয়েছে। বইতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যা ছিলো সময় উপযোগী । বইতে একটি ইন্টারেস্টিং বিষয় ছিলো সেটা ক্যাপাবেলেটি পরিক্ষা করার জন্য একটি মেরুদন্ড এবং কিছু প্রশ্ন । যেগুলো উত্তর দেয়ার মাধ্যমে জানা যাবে নিজের অবস্থান কোন অবস্থায় আছে। দেরি না করে আজই পড়া শুরু করুন।

বইটির কপিরাইট থাকায় আমরা বইটির পিডিএফ দিতে পারছিনা। রকমারি থেকে সংগ্রহ করতে ক্লিক করুন।