
Books Review
বিলিয়ন ডলার স্টার্টআপ – মুনির হাসান
আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মনির হাসান স্যারের বিলিয়ন ডলার স্টার্টআপ বইটি নিয়ে।
মুনির হাসান সম্পর্ক জানতে ঘুরে আসতে পারেন মুনির হাসান ডট কম থেকে ।
নাম শুনেই বুঝতে পারছেন কি নিয়ে লিখা! বিলিয়ন টাকা হলেও হতো গুনতে পারতাম কিন্তু এগুলো তো বিলিয়ন ডলারের গল্প! মুনির স্যারের মত আমিও ডলার গুনতে শুরু করলাম। আগে বই অর্ডার দিয়ে তারপর ডলারের হিসাব করতে বসে পড়েছিলাম। যদিও পরবর্তীতে দেখলাম বইতে সহজ ভাষায় তা দেয়া আছে। কিছু কিছু বই আছে যেগুলো আপনাকে গল্প শোনাবেও সাথে বুঝতে, শিখতে ও চিন্তা করতেও সাহায্য করবে। আপনি যদি নিচক গল্প প্রেমিকও হোন তাহলে গল্প যেমন নিতে পারবেন সাথে ফ্রি নোটও পেয়ে যাবেন।
Table of Contents
বিলিয়ন ডলার স্টার্টআপ বইটি কি নিয়ে লিখা?
মূলত বইটিতে ১৩ টি ভিন্নধর্মী স্টার্টআপ সর্ম্পকে বলা হয়েছে। যাদের মার্কেট ভেল্যু বিলিয়ন ডলারেও উপরে! প্রত্যেক টি গল্পই আপনাকে নতুন নতুন কিছু বুঝতে , ভাবতে শিখাবে। প্রত্যেকটি গল্পেরই রয়েছে ভিন্নতা। আপনি যদি ভেবে থাকেন , বিলিওনিয়ার প্রতিষ্ঠান শুরু করতে অনেক অনেক অর্থের প্রয়োজন তাহলে বইটা পড়লে আপনার ভুলটা ভাঙ্গবে। অর্থের প্রয়োজন হবে সেটা ঠিক , তবে সবচেয়ে বড় হচ্ছে আত্নবিশ্বাস ,মনোবল, কাজ করার ইচ্ছা। শুধু পরিকল্পনাই করে গেলেন আর মাঠে নামলেন না, তাহলে ফলাফল শূণ্যই থাকবে। সমস্যা থেকেই প্রয়োজনীয়তার সৃষ্টি হবে। বইয়ের শেষাংশে “পাচঁ মাসেই কোটিপতি” গল্প থেকে বুঝতে পারবেন সমস্যা থেকে সমাধানের উপায় বের করার রহস্য।
- ►► আরো দেখুন: ইমোশনাল মার্কেটিং : মুনির হাসান PDF Book Download
- ►► আরো দেখুন: HSC ICT books Free Pdf Download
- ►► আরো দেখুন: জাভা প্রোগ্রামিং বই pdf download
- ►► আরো দেখুন: English grammar rules free pdf download (update edition)
সম্পূর্ণ বইটির রিভিউ পড়তে এখানে ক্লিক করুন।