ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ Archives - Editor Go https://editorgo.com/tag/ফ্রিল্যান্সিং-এর-ভবিষ্যৎ/ Explore Yourself in a Better Way Sun, 19 Jun 2022 17:38:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.5 https://editorgo.com/wp-content/uploads/2022/11/cropped-logo-32x32.png ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ Archives - Editor Go https://editorgo.com/tag/ফ্রিল্যান্সিং-এর-ভবিষ্যৎ/ 32 32 গ্রা‌ফিক্স ডিজাইনের ক্যারিয়ার, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চাহিদা | Graphic Designer Career https://editorgo.com/graphic-design-career/ https://editorgo.com/graphic-design-career/#respond Tue, 02 Nov 2021 19:02:40 +0000 https://editorgo.com/?p=1574 গ্রা‌ফিক্স ডিজাইনের ক্যারিয়ার, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চাহিদা সাধারণত বর্তমান যুগে গ্রাফিক্স ডিজাইনারদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বিপুল চাহিদা রয়েছে। আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখে খুব সহজেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ নিতে পারেন এবং হাজার হাজার ডলার আয় করতে পারেন। আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন টা ঠিক মত শিখতে পারেন তাহলে …

The post গ্রা‌ফিক্স ডিজাইনের ক্যারিয়ার, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চাহিদা | Graphic Designer Career appeared first on Editor Go.

]]>
গ্রা‌ফিক্স ডিজাইনের ক্যারিয়ার, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চাহিদা

সাধারণত বর্তমান যুগে গ্রাফিক্স ডিজাইনারদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বিপুল চাহিদা রয়েছে। আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখে খুব সহজেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ নিতে পারেন এবং হাজার হাজার ডলার আয় করতে পারেন। আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন টা ঠিক মত শিখতে পারেন তাহলে আপনার কাজের অভাব হবেনা অনলাইনে যেকোন ফ্রিল্যান্সিং সাইটে আপনি প্রচুর  কাজ পেয়ে যাবেন।আর আজকে আমি আপনাদের সাথে এই গ্রাফিক্স ডিজাইন নিয়ে আলোচনা করব। আপনাকে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আয় করতে হলে প্রথমে জানতে হবে গ্রাফিক্স ডিজাইনের সম্পর্কেঃ

gore bose freelancing course

গ্রাফিক্স ডিজাইন কি?

সাধারণত গ্রাফিক্স ডিজাইন হল কোন একটি ডিজাইন বা আকৃতি কে কম্পিউটারের মাধ্যমে তার নির্দিষ্ট রূপ দেওয়া। আর সহজভাবে যেতে বলা যায় যেমন- ধরুন কোন ব্যানার, বিজ্ঞাপন, টি-শার্ট, ফ্যাশন ডিজাইন, ফার্নিচার ডিজাইন, এবং প্রোডাক্ট ডিজাইন এসব কাজ অনন্ত কম্পিউটারের মাধ্যমে নিখুঁতভাবে ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে নতুন করে করাই হলো গ্রাফিক্স ডিজাইন। 

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে আপনাকে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে হলে কি কি শিখতে হবে? 

আপনাকে যদি গ্রাফিক্স ডিজাইন এ কাজটা শিক্ষায় তাহলে আপনাকে কি কি শিখতে হবে।প্রথমেই আপনার যে জিনিসটা থাকতে হবে সেটি হচ্ছে আপনার নিজস্ব সৃজনশীল আইডিয়া । কোন কিছু অংকন করার মন-মানসিকতা এবং আপনার অঙ্কন করা দৃশ্যটি কম্পিউটারের মাধ্যমে কোন সফটওয়্যার দিয়ে ফুটিয়ে তোলাই হচ্ছে সাধারণত গ্রাফিক্স ডিজাইন এর মূল উদ্দেশ্য।আর আপনাকে যদি এই দৃশ্যটি সঠিকভাবে তৈরি করতে হয় তাহলে আপনাকে এক্ষেত্রে বিশেষ কিছু সফটওয়্যার এর শরণাপন্ন হতে হবে। 

গ্রাফিক্স ডিজাইনের জন্য জনপ্রিয় কিছু সফটওয়্যার 

আপনাকে যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আপনার সফটওয়্যার প্রয়োজন পড়বে আর এর জন্য ভালো কিছু সফটওয়্যার বা জনপ্রিয় কিছু সফটওয়্যার হলোঃ

★করেল ড্র 

★থ্রিডি ডিজাইন মাক্স 

★এডোবি ইনডিজাইন

★এডোবি ফটোশপ

★এডোবি ইলাস্ট্রেটর। 

সাধারণত এছাড়াও অনলাইনে আপনারা আরও অসংখ্য সফটওয়্যার পাবেন গ্রাফিক্স ডিজাইন করার জন্য কিন্তু এই সফটওয়্যার গুলো অনেক জনপ্রিয় সফটওয়্যার সাধারণত গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে।আর সাধারনত আপনি যদি এই সফটওয়্যার গুলোর কাজ শিখতে পারেন তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন এর সমস্ত কাজই করতে পারবেন। 

গ্রাফিক্স ডিজাইন আপনি কোথায় থেকে শিখতে পারবেন? 

(১) সাধারণত আপনি চাইলে গুগোল বা ইউটিউব এর সাহায্যে ঘরে বসে বিভিন্ন ভিডিও দেখে বা কুয়েরি সার্চ করে ফ্রিতে শিখতে পারেন ইন্টারনেটের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনটা।সাধারণত এখন অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে যেখানে তারা গ্রাফিক্স ডিজাইনের কাজ ফ্রিতে শিখিয়ে থাকে এবং এসব বিষয় নিয়ে তাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে। আর আপনি চাইলে অনলাইনে ঘরে বসে এসব ভিডিওগুলো দেখে ও গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। 

(২)আর আপনি যদি এইভাবে না শিখতে চান তাহলে আপনার আশেপাশে কোন গ্রাফিক্স সেন্টার থাকলে আপনি সেখানে যোগ দিতে পারেন এবং তার মাধ্যমে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন।তবে এক্ষেত্রে আবার আপনাকে বেশ কিছু টাকা খরচ করতে হবে। আপনাকে যদি টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে হয় তাহলে ৫ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত ফি দেয়া লাগতে পারে। 

(৩) কোর্স বা যে রিসোর্চ থেকেই শিখেন না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্ন শিক্ষা তথা নিজ থেকে শিক্ষা। কোর্সের পাশাপাশি আপনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন রিসোর্চ দেখতে পারেন। অন্যের ডিজাইন গুলো বিশ্লেষণ করে দেখতে পারেন।  আর সবচেয়ে বড় কথা হলো আপনাকে প্রচুর পরিমাণে প্রাকটিস করতে হবে। দক্ষ হতে হলে প্রাকটিসের কোন বিকল্প নেই। 

গ্রাফিক্স শিখার জন্য কিছু রির্সোচ :

বর্তমানে অনেক ইউটিউটারই গ্রাফিক্স ডিজাইন শিখাচ্ছে । তবে ব্যাক্তিগত ভাবে আমার কাছে Graphic School এর ভিডিও গুলো ভালো লাগে। আপনি চাইলে তাদের ভিডিও গুলো দেখে আসতে পারেন। এছাড়াও বর্তমানে অনেক প্লাটফর্মই গ্রাফিক্স ডিজাইন শিখাচ্ছে। যেমন : ghoorilearning.com , instructory.net ইত্যাদি এরকম আরো অনেক সাইট রয়েছে। তাদের কাছ থেকে পেইড কোর্স গুলো করতে পারেন। এছাড়াও আপনি যদি ইংরেজি ভালো বুঝেন তাহলে udemy.com ,coursera.org ইত্যাদি থেকেও কোর্স করে নিতে পারবেন।  এছাড়াও এই বইটিও ( বইটি দেখতে ক্লিক করুন )দেখতে পারেন। 

গ্রাফিক্স ডিজাইনে  এর জনপ্রিয় কিছু ক্যাটাগরির নাম 

সাধারণত গ্রাফিক্স ডিজাইন এর ভিতর অনেক ভাগ রয়েছে আমি আস্তে আস্তে আপনাদেরকে সহজ ভাগ গুলো বুঝিয়ে দেয়ার পর তারপর কঠিন ক্যাটাগরি গুলোর দিকে নিয়ে যাব।

আর সাধারনত এই ক্যাটাগরি গুলোর বিষয়ে আপনি যদি জানতে পারেন তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন।আর এক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটাকে প্রধানমন্ত্রী হয়েছে সেটা হচ্ছে লোগো ডিজাইনঃ



learn graphic design

 

(১)লোগো ডিজাইনঃ

সাধারণত আপনি অনলাইনে অনেক ওয়েবসাইট বা কোম্পানি দেখেছেন। যেকোনো ওয়েবসাইট বা কোম্পানির পরিচয় বহন করে থাকে কিন্তু তাদের লোগো। তাহলে এতক্ষণে নিশ্চয়ই আপনার বুঝতে বাকি নেই যে লোগোর গুরুত্বটা আমাদের পৃথিবীতে ঠিক কতটা।আর এর জন্য সাধারণত কারো লোগোর দরকার হলে তারা অনলাইনে বিভিন্ন মার্কেটে অর্ডার দেই বা অফলাইনে বিভিন্ন দক্ষ  মানুষদের দিয়ে লোগো বানিয়ে নিয়ে থাকে আর এক্ষেত্রে তারা ৫০ ডলার থেকে শুরু করে ২০০ ডলার পর্যন্ত পেমেন্ট করে থাকে। 

সাধারণত অনলাইনে বর্তমানে এখন লোগোর ডিজাইনার দের অনেক কম্পিটিশন তারপরও আপনি যদি চান তাও মাসে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা আয় করতে পারবেন খুব সহজেই।

লোগো ডিজাইন করে আয় করার জনপ্রিয় কিছু মাধ্যম হলোঃ

১.www.99design.com

২.www.freelauncer.com

৩.www.upwork.com

৪.www.fiverr.com

২. টি-শার্ট  ডিজাইন করে আয় 

আপনি যদি একজন ভাল ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি চাইলে টি শার্ট ডিজাইন এর কাজ করতে পারেন। কেননা অনলাইনে এবং অফলাইনে প্রতিনিয়ত হাজার হাজার টি শার্ট বিক্রি হচ্ছে নতুন নতুন ডিজাইনের কারণে। আর টি শার্ট ডিজাইন করে বিক্রি করার জনপ্রিয় কয়েকটি ওয়েব সাইটের নাম হলঃ

★ Redbubble

★ Treadless

★ Tespring

৩. বইয়ের কাভার ডিজাইন করে আয়

আপনার যদি ডিজাইন নিয়ে ক্রিয়েটিভ আইডিয়া থাকে , কোন অবজেক্ট এর কথা বললেই তা সহজেই কল্পনায় আকেঁতে পারেন। তাহলেই আপনার জন্য একটা ভালো আয়ের উৎস হেতে পারে বুক কাভার ডিজাইন। ক্ষেত্রবিশেষ পাচঁ ডলার থেকে শূরু হাজার ডলারেরও বেশি দামের বুক কাভার ডিজাইনের দাম রয়েছে। আপনি যেমন লোকার কায়েন্ট এরও কাজ করতে পারবেন তেমনি আপনি দেশের বাহিরেও ফ্রিল্যান্সিং মার্কেটের মাধ্যমেও কাজ করতে পারবেন।

৪. ব্যানার , পোস্টার,বিলবোর্ড, ফ্লায়ার ডিজাইন 

মার্কেটিং বা ব্যান্ডিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্যানার। দোকান পাট থেকে শুরু করে যেকোনো ব্যান্ডই তাদের পণ্য প্রচারের জন্য ব্যবহার করে ব্যানার , পোস্টার,বিল বোর্ড, ফ্লায়ার ডিজাইন ইত্যাদি।

৫.ফন্ট ডিজাইন করে আয় 

সাধারণত আপনি যদি বিভিন্ন ডিজাইনের লিখতে পারেন তাহলে আপনার লেখাগুলো আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করে সেটা ফন্ট আকারে  ডিজাইন করে আপনি অনলাইনে বিক্রি করে দিতে পারেন।

ফোন বিক্রি করার জনপ্রিয় একটি ওয়েব সাইট হল Etsy আপনি এখানে যেকোনো ধরনের ফন্ট  ডিজাইন করে বিক্রি করতে পারবেন এবং আপনার বিক্রি যত বাড়বে তত আপনার আরও বাড়বে এখানে। 

৬. ভিডিও টিউটোরিয়াল বিক্রি করে আয়ঃ

আপনি যদি একজন ভালো ডিজাইনার হয়ে থাকেন বা ক্রিয়েটিভ ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ আইডিয়া কে কাজে লাগিয়ে সেই বিষয়ে টিউটোরিয়াল  ভিডিও তৈরি করতে পারেন এবং সেই ভিডিওগুলো অনলাইনে বিক্রি করতে পারেন। 

এছাড়াও রয়েছে আরো অনেক কিছু্ যা আপনি শিখতে শিখতে ও রিসার্চ করেই জানতে পারবেন। তবুও আমি আরো নাম বলছি : 

  • Art & Illustration – (Illustration, Pattern Design, Portraits & Caricatures, Cartoons & Comics, Tattoo Design ইত্যাদি )
  • Visual Design – (Photoshop Editing, Presentation Design, Infographic Design, Vector Tracing, Resume Design )
  • Print Design – ( Flyer Design, Brochure Design, Signage Design, Poster Design, Catalog Design, Menu Design, Postcard Design)
  • Icon Designlearn graphic design
  • Architecture & Interior Design
  • Fashion Design
  • Social Media Design
  • Packaging & Labels
  • Character Modeling ইত্যাদি ।

গ্রাফিক্স ডিজাইনের জন্য কিছু জনপ্রিয় মার্কেটপ্লেস : 



গ্রাফিক্স ডিজাইনারদের ভবিষ্যৎ 

আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজটা ভালোমতো রপ্ত করতে পারেন তাহলে আপনাকে আর ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে না।আপনি অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে গ্রাফিক্স ডিজাইনের হাজার হাজার কাজ পেয়ে যাবেন তখন। আর আপনি যদি কাজটা ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি এখান থেকে এত পরিমানে আয় করবেন তা আপনার কল্পনারও বাইরে। ফ্রিল্যান্সিং করে আপনি যে পরিমাণ আয় করতে পারবেন তাও কল্পনার বাহিরে। এছাড়াও আপনি যদি বিভিন্ন কোম্পানির দিকে লক্ষ করলেই দেখতে পারবেন। যেমন : আমাদের দেশের দারাজ, ইভ্যালি , আজকের ডিল ইত্যাদিেএ ধরনের প্রতিষ্ঠান গুলোতেও কিন্তু প্রচুর গ্রাফিক্স ডিজাইন এর কাজ রয়েছে। আপনি তাদের সাইট, পেইজ দেখলেই তা বুঝতে পারবেন।আপনি তাদের সাইট, পেইজ দেখলেই তা বুঝতে পারবেন।আপনি একটু আপনার আশে-পাশের দোকান পাঠে দিকে লক্ষ করে দেখুন । সেখানেও কিন্তু গ্রাফিক্স এর কাজ রয়েছে। দোকানের লোগো হতে শুরু করে ব্যনার , বিসনেস কার্ড ,প্রোডাক্টের প্যাকেজ ইত্যাদি সব কিছুতেই গ্রাফিক্স এর  ব্যবহার রয়েছে। এছাড়া দেশের বাহিরে তো এর চাহিদা আরো ব্যাপক। এবং দিন দিন এর চাহিদা আরো বৃদ্ধি পাবেই। নতুন নতুন বিজনেস যত আসবে প্রাফিক্স এর চাদিহা তত বাড়বে। কথায় আছে প্রচারেই প্রসার । তো প্রচার করতে হলে অবশ্যই আগে গ্রাফিক্স এর মাধ্যমে তা ফুটিয়ৈ তুলতে হবে গ্রাহেকের কাছে পৌছানোর জন্য। যাইহোক, একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কখনোই শর্টকাট কিছু করতে যাবেন না। আগে বুঝুন, শিখুন , তারপর মার্কেটপ্লেস এ নামুন। 

 

gore bose freelancing course

যদি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন তাহলে অবশ্যই আপনার  ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

গ্রাফিক্স ডিজাইন এমন একটি সফটওয়্যার যেখানে কাজের চাহিদা দিন দিন বাড়বে।  পৃথিবী যত উন্নয়নশীল হবে যত আধুনিকতা দেখা দিবে সে আদরের সাথে তাল মিলিয়ে এর চাহিদা দিন দিন বাড়বে।  তাই একটা সম্ভাবনা বলতে গেলে অনেক।  আপনাকে যে সবগুলো সেক্টরে এক্সপার্ট হতে হবে এমন কোন কথা নেই।  আপনি মার্কেট রিসার্স করে বিশেষ কিছু সেক্টর নিয়ে আপনি কাজ করতে পারেন ।

ধন্যবাদ । আশা করছি লিখা টি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। কোন জিজ্ঞাসা বা জানার থাকলে অবশ্যই আমাদের জানতে ভুলবেন না। 

The post গ্রা‌ফিক্স ডিজাইনের ক্যারিয়ার, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চাহিদা | Graphic Designer Career appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/graphic-design-career/feed/ 0
সেরা ৫ টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের তালিকা -২০২১ https://editorgo.com/top-5-marketplace-for-freelancertop-5-marketplace-for-freelancer/ https://editorgo.com/top-5-marketplace-for-freelancertop-5-marketplace-for-freelancer/#respond Mon, 26 Apr 2021 07:52:31 +0000 https://editorgo.com/?p=886 বর্তমানে  ফ্রিল্যান্সিং একটি বড় আয়ের উৎস হয়ে দাড়িয়েঁছে। বিশেষ করে এই মহামারির সময় ফ্রিল্যান্সিং এর দিকে মানুষ আরো আগ্রহী হয়ে উঠছে। ফ্রিল্যান্সিং হচ্ছে মূলত একটি মুক্ত পেশা। আপনি যে কোন একটি বিষয়ে দক্ষ হয়ে কাজ করতে পারেন বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট তথা মার্কেটপ্লেসে। আমাদের ফ্রিল্যান্সিং এর চাহিদা দিন তে দিন বেড়েই যাচ্ছে । বর্তমানে ফ্রিল্যান্সিং এর …

The post সেরা ৫ টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের তালিকা -২০২১ appeared first on Editor Go.

]]>
বর্তমানে  ফ্রিল্যান্সিং একটি বড় আয়ের উৎস হয়ে দাড়িয়েঁছে। বিশেষ করে এই মহামারির সময় ফ্রিল্যান্সিং এর দিকে মানুষ আরো আগ্রহী হয়ে উঠছে। ফ্রিল্যান্সিং হচ্ছে মূলত একটি মুক্ত পেশা। আপনি যে কোন একটি বিষয়ে দক্ষ হয়ে কাজ করতে পারেন বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট তথা মার্কেটপ্লেসে। আমাদের ফ্রিল্যান্সিং এর চাহিদা দিন তে দিন বেড়েই যাচ্ছে । বর্তমানে ফ্রিল্যান্সিং এর দিক থেকে  বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং যার প্রথম স্থানে আছে ভারত। 

আসুন, এবার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো সম্পর্কে জানা যাক। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখবেন বা করছেন অনেকেই মনে করেন যে , ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যন্সার ই সবচেয়ে বেশি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মাকের্টপ্লেস। কথা কিছুটা সত্য হলেও সর্ম্পণরূপে সত্যও বলা যায় না। বর্তমানে সময়ের সাথে তাল মিলিয়ে অনেক গুলো মার্কেটপ্লেস জনপ্রিয় হয়ে উঠেছে। 

অনলাইন থেকে আয় করার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে নিচের আর্টিকেল টি পড়তে পারেন।

অনলাইন থেকে আয় করবেন যে সব উপায়ে ২০২১ সালে

সেরা 5 টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে জানা যাক।

১. আপওয়ার্ক ডট কম (upwork.com)

 

আপওয়ার্ক এর পুরাতন নাম ছিলো মূলত ওডেক্স । যারা ১৯৯৮ সালে সর্বপ্রথম ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া নিয়ে আসে। এরপর ২০০৩ সাথে ওডেক্স কে প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ২০১৫ সালে দেয়া হয় আপওয়ার্ক। আপওয়ার্ক হলো বহুল জনপ্রিয় একিটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। upwork মার্কেট প্লেসে বর্তমানে ১৮ মিলিয়ন বা ১.৮ কোটি+ ফ্রিল্যান্সার রয়েছে এবং ৫ মিলিয়ন বা ৫০ লক্ষ+ ক্লায়েন্ট রয়েছে। দিন দিন এর ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সার সংখ্যা বেড়েই চলছে। 

best freelancing 2021

  • Development & IT,
  • Design & Creative,
  • Sales & Marketing,
  • Writing & Translation,
  • Admin & Customer Support,
  • Finance & Accounting এবং  আরো নানা বিষয়ে আপওয়ার্ক এ কাজ করার সুযোগ রয়েছে।  আপওয়ার্ক থেকে সাধারণত ফিক্সড বা ঘন্টাভিত্তিক রেটে কাজ করা যায়। এবং পেমেন্ট জন্য আপনি পেপাল পেওনিয়ার অথবা ব্যাংক ট্র্যান্সফারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। 

 

২. ফাইবার ডট কম(fiverr.com)

বর্তমান সময়ের আরেকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হচ্ছে ফাইবার। যা ২০১০ সালে যাত্রা শুরু করে। দিনকে দিন এরও চাহিদা বেড়েই চলেছে। ফাইবার মার্কেটপ্লেস এর কাজের পরিমাণ এতই বেশি যে এখানে প্রতি ৫ মিনিটে একটি করে নতুন গিগ পাওয়া যায়। এ মার্কেট প্লেস এর আপনি সর্বনিম্ন ৫ ডলার হতে শুরু করে সর্বোচ্চ ১০০০০ ডলারের কাজ পেতে পারেন। তবে এটাতে আপওয়ার্ক এর মক ঘন্টা ভিত্তিক কাজের সুবিধা নেই ।এখানে গিগের মাধ্যমে বা কাস্টম ভাবে অর্ডার দিয়ে কাজ করতে পারেন। 

সেরা ৫ টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

  • Graphics & Design ,
  • Digital Marketing ,
  • Writing & Translation,
  • Video & Animation ,Music & Audio ,
  • Programming & Tech ,
  • Data,
  • Business এবং এছাড়াও আরো নানা বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে। পেমেন্ট এর জন্য এখানেও  আপনি পেপাল ,পেওনিয়ার অথবা ব্যাংক ট্র্যান্সফারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। 

৩. ফ্রিল্যান্সার ডট কম (freelancer.com)

আরেক টি বহুল জনপ্রিয় মার্কেটপ্লেস হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম।  ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস করে যাত্রা  শুরু হয় ২০০৯ প্রায় শেষের দিক থেকে । এ মার্কেটপ্লেসে প্রায় ৩২ মিলিয়ন তথা ৩.২ কোটি ফ্রিল্যান্সার রয়েছে। এই ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস এ প্রায় ১৩০০ এর অধিক ক্যাটাগরিতে কাজ করার সুযোগ রয়েছে। 

 

best freelancing site 2021

Read More : ফ্রিলান্সিং : কিভাবে বিড করবেন?

Read More :ডাউনলোJNewsড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে

অনলাইন থেকে আয় করার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে নিচের আর্টিকেল টি পড়তে পারেন।

অনলাইন থেকে আয় করবেন যে সব উপায়ে ২০২১ সালে

৪.গুরু ডট কম(guru.com)

শুরু ডটকম মূলত একটি আমেরিকার ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান যার যাত্রা শুরু হয় ২০০১ সালে। বর্তমানে গুরু ডট কমে প্রায় ১.৫ মিলিয়ন + তথা ১৫ লক্ষ মত ফ্রিল্যান্সার রয়েছে । এখানেও আপওয়ার্ক এর মত প্রজেক্ট এবং ঘন্টা ভিত্তিক কাজ করা যায় । পেপাল ,পেওনিয়ার অথবা ব্যাংক ট্র্যান্সফারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। 

top freelancing marketplace

  • Programming & Development
  • Writing & Translation
  • Design & Art
  • Administrative & Secretarial
  • Sales & Marketing
  • Business & Finance
  • Engineering & Architecture
  • Legal
  • Education & Training  । এছাড়াও আরো অনেক ক্যাটাগরিতে কাজ করার সুযোগ রয়েছে। 

 

৫. পিপল পার আওয়ার(peopleperhour.com)

অন্যান্য মার্কেটপ্লেস গুলোর সাথে তাল মিলিয়ে ’পিপল পার আওয়ার’ মার্কেট প্লেস ও এগিয়ে যাচ্ছে। এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এর যাত্রা শুরু হয় ২০০৭ সারে এবং বর্তমানে এখানে প্রায় ১৫ লক্ষের অধিক ফ্রিল্যান্সার রয়েছে। এর মার্কেটপ্লেসটার নাম যেরকম কাজ ও সেরকম ,মানে এখানে ঘন্টা ভিত্তিক কাজ করা হয়।  তবে এ মার্কেটপ্লেসে কাজ পাওয়াটাও তুলনামূলক কঠিন । তবে আপনি মার্কেট এনালাইসিস করে যদি সঠিক প্রাইজ , সার্ভিস দিতে পারেন তাহলে কাজ পাওয়াটা সোজা হবে।  অন্যান্যদের মত এখানেও পেপাল ,পেওনিয়ার অথবা ব্যাংক ট্র্যান্সফারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। 

top 5 freelancing site in bangladesh

  • Technology & Programming
  • Writing & Translation
  • Design
  • Digital Marketing
  • Video, Photo & Image Business
  • Music & Audio
  • Marketing, Branding & Sales
  • Social Media এছাড়াও আরো নানা বিষয় নিয়ে কাজ করার সুযোগ রয়েছে এখানে।

 

বোনাস : 

এরকম আরো কিছূ জনপ্রিয় মার্কেট প্লেস রয়েছে।

  • toptal :আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে একজন ভালো ডেভেলপার হয়ে থাকেন তাহলে Toptal আপনার জন্য একটি ভালো কাজের সাইট। অন্যান্য সাইটগুলোতে সাধারনত বিভিন্ন ধরনের কাজ থাকে । কিন্তু এখানে শুধু ডেভেলপারদের উপর ফোকাস করা হয়।
  • 99 Designs : এটি একটি ফ্রিল্যান্স সাইট যেখানে ডিজাইনাররা তাদের বিশেষত্ব সম্পর্কে সবকিছু খুঁজে পেতে পারে।বর্তমানে ডিজাইনের জন্য সবচেয়ে আলোচিত ফ্রিল্যান্সিং সাইট হচ্ছে ৯৯ডিজাইনস।
  • Truelancer : আপওয়ার্ক এর মতো একটি ওয়েবসাইট। অনলাইন ফ্রিল্যান্স সব প্রজেক্ট পাওয়া যায়।
  •  flexjobs : ফ্লেক্স জবস শুধু যে simple পেশাগত কাজের অনুসন্ধান এবং flexible কাজের বিকল্পগুলির উপর মনোযোগ দেয় তা নয় এটি সুযোগগুলির সাথে বৈধতা এবং গ্যারান্টী সরবরাহ করে।

 

The post সেরা ৫ টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের তালিকা -২০২১ appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/top-5-marketplace-for-freelancertop-5-marketplace-for-freelancer/feed/ 0
ফ্রিলান্সিং : কিভাবে বিড করবেন? https://editorgo.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%95/ https://editorgo.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%95/#respond Sun, 21 Feb 2021 11:07:28 +0000 https://editorgo.com/?p=724 আপনি যদি ফ্রিলান্সিং করতে চান, তাহলে বিড শব্দটির সাথে আপনাকে পরিচিত হতে হবে। বিড হচ্ছে বায়ারের দেয়া কোন প্রোপোজালের বিপরীতে কাজ করার জন্য নিজের আগ্রহ প্রকাশ করা। বিড সাবমিট করা ফ্রিলান্সারদের মধ্য থেকেই একজন ব্যক্তিকে বায়ার তার কাজের জন্য বেছে নেয়। আজ আমরা শিখবো ফ্রিলান্সিং মার্কেটপ্লেসগুলোতে কিভাবে বিভিন্ন প্রজেক্টে বিড করতে হয়। পাশাপাশি বিড করার …

The post ফ্রিলান্সিং : কিভাবে বিড করবেন? appeared first on Editor Go.

]]>
আপনি যদি ফ্রিলান্সিং করতে চান, তাহলে বিড শব্দটির সাথে আপনাকে পরিচিত হতে হবে। বিড হচ্ছে বায়ারের দেয়া কোন প্রোপোজালের বিপরীতে কাজ করার জন্য নিজের আগ্রহ প্রকাশ করা। বিড সাবমিট করা ফ্রিলান্সারদের মধ্য থেকেই একজন ব্যক্তিকে বায়ার তার কাজের জন্য বেছে নেয়।

আজ আমরা শিখবো ফ্রিলান্সিং মার্কেটপ্লেসগুলোতে কিভাবে বিভিন্ন প্রজেক্টে বিড করতে হয়। পাশাপাশি বিড করার পরবর্তী কাজগুলো এবং প্রজেক্ট জমা দিয়ে পেমেন্ট নেয়ার সবকিছু বিস্তারিত জানবো।


►► আরো দেখুন : ডাউনলোড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে
►► আরো দেখুন : ডাউনলোড করুন ওয়েব ডিজাইনের সকল বাংলা বই
►► আরো দেখুন : হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download
►► আরো দেখুন : গ্রাফিক্স ডিজাইন বই PDF Download 2021 Latest Version


I need a website

Hey! I need a website. The website will be an E-Commerce Website. If you want to know about the structure, demo or layout. It’s simple. It will be similar to Amazon.com or Daraz.com. | need this done within 14 days. Thanks

  • Budget: $1500
  • Duration: 2 Weeks

ঠিক এ ধরনের একটি করে প্রতিদিন লাখ লাখ টাইটেল এবং ডেনক্রিপশন ফ্রিল্যান্সিং মাকেটপ্লেসে স্ট্যাটাসের মতো পোস্ট হতেই থাকে। এবার এ ধরনের পোস্ট দেখে একজন ফ্রিল্যান্সার সেখানে আবেদন করার একটি অপশন পান এবং সেই অপশনে গিয়ে আবেদন লিখেন। আবেদনটির একটি নমুনা দেওয়া হলো।

যে আবেদনটি দেওয়া হয়েছে এটি পুরোপুরি কপি ব্যবহার করা যাবে না। কারণ ফ্রিল্যান্সিং মার্কেটপ্রেসে এক একটি আবেদনের জন্য এক-এক রকমভাবে লিখতে হবে । তবে এখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি কারো কাজ করে দিতে ইচ্ছুক এবং আপনার কী কী অভিজ্ঞতা আছে এসব সম্মানের সাথে লিখে আবেদন করলেই হবে । যেমন:

Dear Hiring Manager,
Thanks for posting the project. I have gone through your description and I believe that my skills are ideal for this project.

Over the last 8 years, I have been working as a Senior Web Developer and developed many E-Commerce websites.

| have the following skills: PHP, JAVASCRIPT, JQUERY, HTML5, CSS3, BOOTSTRAP, WORDPRESS THEME & PLUGIN DEVELOPMENT ETC.

On the other hand, I can speak in English fluently which will make our communication easy. Looking forward to hearing from you soon.

Sincerely
Your Name

মোটামুটি এভাবে গুছিয়ে সম্মানের সাথে লিখে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফ্রিল্যান্সাররা সেই সার্কুলার বা প্রজেক্টে আবেদন, করেন। এই আবেদনকে বলা হয় “বিড” অর্থাৎ ফ্রিল্যান্সাররা সেই প্রজেক্টে বিড করেন।

এরপর যিনি প্রজেক্ট পোস্ট করেছেন তিনি যদি হন নিউইয়র্ক থেকে আর বাকি ফিল্যান্সাররা যদি হয় অন্যান্য দেশ থেকেন। তখন সময় না মিলার কারণে অনেকেই ঘুমিয়ে: থাকেন। তো যারা জেগে থাকেন তারা আবেদন করেন। বায়ারটি কিছুক্ষণ পরে বা কয়েক ঘণ্টা পরে বা একদিন পরে হলেও আবেদনগুলো চেক করেন। ঠিক আমরা যেভাবে ফেসবুকে নোটিফিকেশন চেক করি অনেকটা সেরকমই।

বায়ারটি চেক করার সময়ে যদি কারো আবেদন পড়ে ভালো লাগে, বিশ্বস্ত মনে হয়, তখন তাকে মেসেজ করেন। এক্ষেত্রে বায়ারের আগে কোন ফ্রিলান্সার তাকে মেসেজ করতে পারবে না। অপশনটি সেখানে থাকে না। নয় তো সবাই মেসেজ দিয়ে ইনবক্স ফুল করে ফেলবেন। তাই ওয়েবসাইট কর্তৃপক্ষ এই সুযোগ রাখেননি।

বায়ার ম্যাসেজ দেওয়ার পরে যদি দেখেন যে সেই ফ্রিল্যান্সার এখন অনলাইনে নেই তাহলে হয়তো তিনি উক্ত ফ্রিলান্সারের জন্য অপেক্ষা করবেন অথবা অন্য কোন ফ্রিলান্সারকে মেসেজ দিবেন, যিনি এই মুহুর্তে অনলাইনে রয়েছেন।

আর এ কারণেই বাংলাদেশের ফ্রিল্যান্সাররা একটু রাত বেশি জাগে প্রজেক্টের আশায়। এরপরে বায়ার ও ফ্রিল্যান্সার মিলে বিস্তারিত কথাবার্তা বলেন মেসেজে । সবকিছু ঠিক থাকলে বায়ার প্রজেক্টটি ফিল্যান্সারের কাছে হ্যান্ডওভার করে দেন সেই মােটপ্লেসের মাধ্যমে।

পাশাপাশি প্রজেক্টের টাকা জামানোত হিসেবে মার্কেটপ্লেসের কর্তৃপক্ষকে দিয়ে দেন। তবে প্রতারণার ভয় থাকে না এবং সেখানে বাকি ফ্রিল্যান্সারদের কাছে নোটিফিকেশন চলে যায় যে প্রজেক্টটি অন্য কোন ফ্রিলান্সারের কাছে হ্যান্ডওভার করা হয়েছে।

বায়ার যে সময় দেয় ফ্রিল্যান্সার চাইলে সেই সময়ের মধ্যেই কাজ শেষ করে ফেলতে পারে বা তার আরও সময় প্রয়োজন হলে চেয়ে নিতে পারে। কিন্তু বায়ারের খুব আর্জেন্ট হলে আর কিছু করার থাকে না; ফ্রিল্যান্সারকে সে কাজটি সম্পন্ন করতেই হবে, অন্যথায় প্রজেক্ট ক্যান্সেল হবে এবং মাকেটপ্লেস কর্তৃপক্ষ জামানোতের টাকা বায়ারকে ফেরত দিয়ে দেবেন

কাজ শেষ হওয়ার পরে ফ্রিলান্সারকে বায়ার সেই মার্কেটপ্লেসের মাধ্যমে ডলার দিয়ে দেন। মার্কেটপ্লেস থেকে সেই টাকা ট্রান্সফার করতে হলে ফ্রিলান্সারকে তার ব্যাংক একাউন্ট সাবমিট দিতে হয়। ৪৮ ঘন্টার মধ্যেই সেই ডলার টাকায় কনভার্ট হয়ে ফ্রিলান্সারের দেয়া ব্যাংক একাউন্টে ডিপোজিট হয়ে যায়।


►► আরো দেখুন : ডাউনলোড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে
►► আরো দেখুন : ডাউনলোড করুন ওয়েব ডিজাইনের সকল বাংলা বই
►► আরো দেখুন : হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download
►► আরো দেখুন : গ্রাফিক্স ডিজাইন বই PDF Download 2021 Latest Version


ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং শিখতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই লিংক থেকে।

The post ফ্রিলান্সিং : কিভাবে বিড করবেন? appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%95/feed/ 0