EducationFree eBooksGraphics DesignLearn TechLearning BangladeshSkill Development

(update edition)Adobe Illustrator Bangla Free PDF Book & Course(CC 2021)

সাধারণত বর্তমান যুগে গ্রাফিক্স ডিজাইনারদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বিপুল চাহিদা রয়েছে। আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখে খুব সহজেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ নিতে পারেন এবং হাজার হাজার ডলার আয় করতে পারেন। আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন টা ঠিক মত শিখতে পারেন তাহলে আপনার কাজের অভাব হবেনা অনলাইনে যেকোন ফ্রিল্যান্সিং সাইটে আপনি প্রচুর  কাজ পেয়ে যাবেন। তার জন্য আপনাদের শিখাকে আরো সহজ করে দিতে আপনাদের জন্য নিয়ে এলাম Adobe Illustrator Bangla Free PDF Book এবং কোর্স । এছাড়াও গ্রাফিক্স ডিজাইনের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইলে নিচের বাটনে ক্লিক করে আর্টিকেল টি পড়তে পারেন।

গ্রা‌ফিক্স ডিজাইনের ক্যাারিয়ার কথন

গ্রা‌ফিক্স ডিজাইনের জন্য মৌলিক যতগুলো টুল রয়েছে তার মধ্যে Illustrator অন্যতম। একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন হতে হলে মাস্টবি আপনাকে  Illustrator শিখতে হবে। প্রথম অবস্থায় Illustrator এর বিভিন্ন টুল সম্পর্কে ধারা না থাকাটাই স্বাভাবিক । তাই বিভিন্ন টুল সম্পর্কে ধারণা ও টুল এর কাজ সম্পর্কে জানতে Adobe Illustrator Bangla Free PDF Book টি আপনাকে সহায়তা করবে। বইটি ডাউনলোড করতে নিচে বাটনে  ক্লিক করুন।

Adobe Illustrator Bangla Free PDF Book



বইয়ের পাশাপাশি যদি আপনি কোন কোর্স করেন তাহলে দ্রুত স্কিল ডেভেলপমেন্ট এ অনেক সহায়তা করবে। ফ্রি Adobe Illustrator শিখার জন্য আপনি গ্রাফিক্স স্কুলের এই কোর্স টি দেখতে পারেন।

এছাড়াও পেইড কোর্স করতে চাইলে আপনি লানিং বাংলাদেশের গ্রাফিক্স ডিজাইনের কোর্স গুলো দেখতে পারেন। বর্তমানে কোর্স গুলোতে ৫৫% ছাড় চলছে !

GRAPHIC DESIGN COURSE

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button