Course - Editor Go https://editorgo.com/skill-development/course/ Explore Yourself in a Better Way Mon, 22 Nov 2021 18:33:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.5 https://editorgo.com/wp-content/uploads/2022/11/cropped-logo-32x32.png Course - Editor Go https://editorgo.com/skill-development/course/ 32 32 ফেসবুক মার্কেটিং কি? কিভাবে আপনি ‍নিজেকে একজন ফেসবুক মার্কেটিং এ এক্সপার্ট হিসেবে গড়ে তুলবেন ? https://editorgo.com/what-is-facebook-marketing/ https://editorgo.com/what-is-facebook-marketing/#respond Sat, 24 Jul 2021 13:23:50 +0000 https://editorgo.com/?p=1215 ফেসবুক মার্কেটিং কি? কিভাবে আপনি ‍নিজেকে একজন ফেসবুক মার্কেটিং এ এক্সপার্ট হিসেবে গড়ে তুলবেন ? বর্তমান সময় হচ্ছে প্রযুক্তির যুগ আর বিশেষ করে এই মহামারিতে এই প্রযুক্তির ব্যবহার কয়েকগুন বেড়ে গিয়েছে। তাই মানুষ ব্যবসা বানিজ্যতে আরো প্রসারিত করতে ঝুকছে ডিজিটাল মাকের্টিং দিকে। আর ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ হচ্ছে সোস্যাল মিডিয়া মার্কেটিং। আর আমাদের দেশের …

The post ফেসবুক মার্কেটিং কি? কিভাবে আপনি ‍নিজেকে একজন ফেসবুক মার্কেটিং এ এক্সপার্ট হিসেবে গড়ে তুলবেন ? appeared first on Editor Go.

]]>
ফেসবুক মার্কেটিং কি? কিভাবে আপনি ‍নিজেকে একজন ফেসবুক মার্কেটিং এ এক্সপার্ট হিসেবে গড়ে তুলবেন ?

বর্তমান সময় হচ্ছে প্রযুক্তির যুগ আর বিশেষ করে এই মহামারিতে এই প্রযুক্তির ব্যবহার কয়েকগুন বেড়ে গিয়েছে। তাই মানুষ ব্যবসা বানিজ্যতে আরো প্রসারিত করতে ঝুকছে ডিজিটাল মাকের্টিং দিকে। আর ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ হচ্ছে সোস্যাল মিডিয়া মার্কেটিং। আর আমাদের দেশের প্রক্ষাপটে সবচেয়ে বহুল ব্যবহৃত স্যোসাল মিডিয়া মধ্যম হচ্ছে ফেসবুক। আমরা দিনের অনেকটা সময় মানুষ ব্যয় করে ফেসবুকে। আর এই ফেসবুক ঘিরেই এখন অনেক মানুষ প্রসারিত করছে নিজেদের ব্যবসা। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে সারাদেশের ৪ কোটি ফেসবুক ইউজারের কাছে আপনি পৌঁছে যেতে পারেন আপনার প্রোডাক্ট নিয়ে। 10 minutes school facebook marketing course

ফেসবুক মার্কেটিং কি?

ফেসবুক মার্কেটিং সম্পর্কে বলার আগে আমরা আগে জেনে নেই মার্কেটিং টা আসলে কি ? সহজ কথায় বলতে গেলে  মার্কেটিং মানে হচ্ছে কোনো কিছু প্রচার করা যার মাধ্যমে সেই সেবা বা পণ্য সম্পর্কে জানতে পারে। আপনি কোন সে বাবা প্রোডাক্ট তৈরি করলে সেটা কিন্তু কোন মানুষ কিনবে না যতক্ষণ পর্যন্ত না আপনি মানুষকে সে প্রডাক্ট বা সেবা সম্পর্কে জানাচ্ছেন এ মানুষকে সে প্রোডাক্ট সেবা সম্পর্কে জানানোর প্রক্রিয়াটাই হচ্ছে মূলত মার্কেটিং । আর ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটি অংশ ।  আমাদের দেশের প্রেক্ষাপটে অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো আছে মানুষজন ফেসবুকে বেশি একটিভ থাকেন  যা সংখ্যা প্রায় 4 কোটি !  অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 28 শতাংশ !  তাই ফেসবুক মার্কেট এর মাধ্যমে নিজেকে  নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে  গ্রো  করা তুলনামূলক সহজ হয় । 

কেন ফেসবুক মার্কেটিং করবেন ?

 আগেই বলেছি বর্তমান সময় হচ্ছে গিয়ে প্রযুক্তির যুগ । আর করোনার কারণে এ ব্যবহার আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে ।  তাই ফলস্বরূপ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে প্রমোশনের জন্য  ব্যানার পোস্টার  তথা প্রিন্ট মিডিয়ার পাশাপাশি  ডিজিটাল  মার্কেটিং এর দিকে এগোচ্ছে ।  ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো শাখা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর যার মাধ্যমে সহজেই ক্রেতাদের কাছে পৌঁছানো যায় ।  সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর  একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক ।  আপনি ফেসবুক ব্যবহার করে খুব সহজেই আপনি  আপনার  নির্ধারিত অডিয়েন্স কাছে পৌঁছাতে পারবেন ।  যেমন ধরুন :  আপনি ঘড়ি বিক্রি করতে চাচ্ছেন ।  এখন ফেসবুক ব্যবহারের মধ্যে তো সবাই ঘড়ি  পছন্দ করবে এমনটা তো নয় ।  কেউ হয়তো ঘড়ি পছন্দ করবে আর কেউ এতো পছন্দ করবে না ।  এখন আপনি ফেসবুকের মাধ্যমে চাইলেই যারা ঘড়ি পছন্দ করে তাদের কাছে আপনার ঘড়ির  বিজ্ঞাপনটি দেখাতে পারেন। তবে শুধুমাত্র ফেসবুক হইতে  নির্ধারিত অডিয়েন্স সেট করা যাবে এমনটা নয় আপনি চাইলে অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো তো নির্ধারিত অডিয়েন্সের কাছে পৌছাতে পারবেন তবে আমাদের দেশের প্রেক্ষাপটে অন্যান্য সোশ্যাল মিডিয়া তুলনায় ফেসবুকে চাহিদা বেশি। 

ফেসবুক মার্কেটিং করার নিয়ম

আচ্ছা ফেসবুক মার্কেটিং করার নিয়ম সম্পর্কে জানার আগে আজ আমরা জেনে নেই ফেসবুক আমাদের থেকে কিভাবে বেনিফিটেড হচ্ছে । একটু ভাবুন তো আপনি ফ্রিতে ফেসবুক একাউন্ট খুলছেন  তাতে ফেসবুকে কি লাভ হচ্ছে ?  এ প্রশ্নের উত্তর যদি সহজ করে বলি ,  আপনাকে অ্যাড দেখিয়ে তারা মূলত লাভবান হচ্ছে ।  ফেসবুকে মূলত আমরা যখন একাউন্ট খুলে তখন আমরা আমাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি । এই ইনফরমেশন বা ডাটাকে কাজে লাগিয়ে আমাদের কাজ পর্যন্ত একটি বিজ্ঞাপনকে পৌঁছায় । মনে করুন, আপনি ঘড়ি লিখে ফেসবুকে সার্চ করলেন  এরপর দেখবেন কিছুক্ষণ বা কিছু দিনের মধ্যেই  আপনি বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পারবেন ।যে পেজ থেকে বিজ্ঞাপন এসেছে তা ঠিক নিচেই লিখা থাকবে স্পন্সর । যাইহোক এসব  অ্যাড বা বিজ্ঞাপন দেখিয়েই ফেসবুক মূলত  লাভবান হচ্ছে । আচ্ছা এবার ফেসবুক মার্কেটিং করার নিয়ম আসা যাক ।  আপনি ফেসবুক বিভিন্নভাবে করতে পারেন আমরা নিচে ফেসবুক মার্কেটিং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি সেখানে আমরা বিস্তারিত  বলবো। 

ফেসবুক মার্কেটিং  কত প্রকার ?

  এতক্ষণ পর্যন্ত আমরা মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানলাম ।  এবার জানব ফেসবুক মার্কেটিং এর প্রকারভেদ সম্পর্কে ।  ফেসবুক মার্কেটিং মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফ্রি ফেসবুক মার্কেটিং আর অন্যটি হচ্ছে পেইড ফেসবুক মার্কেটিং ।  ফেসবুক মার্কেটিং  এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত  জানা যাক । 

ফ্রি ফেসবুক মার্কেটিং  কি ? 

সহজ কথায় যে মার্কেটিং করতে কোন ব্যয় করতে হয় না সেটা হচ্ছে মূলত ফ্রি মার্কেটিং আর সেটা ফেসবুক করা যায় ।  ফেসবুকে ব্যবসা-বাণিজ্য প্রয়োজনে করার জন্য আপনার প্রথম শর্ত হচ্ছে কি আপনার একটা পেজ থাকতে হবে ।  এছাড়াও আপনি প্রোফাইল এর মাধ্যমে করতে পারেন । তবে সবচেয়ে এফেক্টিভ হচ্ছে ফেসবুক পেজ খুলে আপনার নিজের ব্র্যান্ডিং টা করা ।  প্রোফাইল দিয়ে করলে হয়তো আপনি নির্দিষ্ট কিছু অডিয়েন্সের কাছে যেতে পারবেন । কিন্তু যখন আপনি  ফেসবুক পেইজ করবেন তখন আপনি আনলিমিটেড অডিয়েন্স এর কাছে যেতে পারবেন ।  এবং পরবর্তীতে যখন আপনি পেইড মার্কেটিং করতে যাবেন তখন এই পেইজটি আপনাকে কাজে দিবে ।

মনে করুন, আপনি একটি বিজনেস ফেসবুক পেইজ  খুললেন এবং সেখানে আপনি আপনার প্রোফাইল থেকে আপনার শুভাকাঙ্ক্ষী বা আশেপাশের মানুষকে ইনভাইট করলেন ।  এবং  আপনি আপনার বিজনেস ফেসবুক পেইজে আপনার সেবা বা প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন প্রকার পোস্ট  শেয়ার করলেন ।  এর মাধ্যমে যারা আপনার প্রোডাক্ট বা সেবা সম্পর্কে আগ্রহী   তারা সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারবে ।  এছাড়া রয়েছে ফেসবুক গ্রুপ ।  আপনি চাইলে আপনার প্রোডাক্ট  প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত লিখে সেটা পোস্ট আকারে হোক বা ছবি আকারে হোক সেটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে আপনি আপনার প্রোডাক্ট বা সেবার প্রসার ঘটাতে পারবেন ।  বর্তমান আমাদের দেশে বিভিন্ন রকম গ্রুপ রয়েছে যার মাধ্যমে অনেকেই অনায়াসেই মাসের  লাখের উপরে অর্থ উপার্জন  করছে । 

পেইড  ফেসবুক মার্কেটিং কি ? 

এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম কেউবা আপনি ফ্রি ফেসবুক মার্কেটিং করতে পারেন ।  তবে আপনি এফেক্টিভ  নির্ধারিত অডিয়েন্সের কাছে পৌঁছাতে হলে  অথবা আপনার সেল বৃদ্ধি করতে হলে ফেসবুক  পেইড মার্কেটিং আবশ্যক ।  অর্থাৎ নির্দিষ্ট অর্থের  বিনিময় ফেসবুক মার্কেটিং করার  প্রক্রিয়াকে বলা হয় পেইড  ফেসবুক মার্কেটিং। 

ফেসবুক পেইড মার্কেটিং এর মাধ্যমে  আপনি সহজেই আপনার নির্ধারিত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন ।  এবং সেখানে আপনার চাহিদামত নির্দিষ্ট করে দিতে পারবেন এবং কতদিন পর্যন্ত আপনার অ্যাড চলবে কতজন মানুষের কাছ পর্যন্ত পৌঁছাবে এবং সব ধর্মের তথ্য পেয়ে যাবেন । 

যেমন ধরুন আপনি একই টি শার্ট বিক্রি করতে চাচ্ছেন ।  এবং টি-শার্টটি যাদের কাছে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্ম সাল হতে হবে হচ্ছে গিয়ে 2000 সাল ।  আপনি চাইলে ফেসবুক পেইড  মার্কেটিংয়ের মাধ্যমে সেই নির্ধারিত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন ।  কারণ আমরা আগেই বলেছি ফেসবুকের কাছে আমাদের সমস্ত ঢাকায় রয়েছে আমরা কবে জন্মগ্রহণ করেছি কোন কোন বিষয়ের প্রতি আমরা ইন্টারেস্ট কোন মাসে জন্মগ্রহণ করেছি  আমাদের এরিয়া কোথায়  ইত্যাদি ইত্যাদি । 

90% ছাড়ে ফেসবুক মার্কেটিং কোর্স

কোথা থেকে ফেসবুক মার্কেটিং শিখব ?

 আমরা আপনাদেরকে আজকে ফেসবুক মার্কেটিং সম্পর্কে একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি ।  আপনি ফেসবুক মার্কেটিং শিখতে চাইলে ইউটিউবে সহায়তা নিতে পারেন ।  তবে সবচেয়ে বেটার হয় আপনি যদি কোন একটি কোর্স করে কাজটি শিখেন ।  কারন ফেসবুক মার্কেটিং আদতে বলতে লাগলো ব্যাপারটা আসলে অতটা সহজ নয়।  আপনাকে ফেসবুক মার্কেটিং সঠিকভাবে করতে হলে ফেসবুকে বিভিন্ন পলিসি ফেসবুকের বিভিন্ন অ্যাড  নীতি,  কখন  অ্যাড করলে ভালো ফলাফল পাওয়া যাবে,  কিভাবে সেট করতে হবে,  কিভাবে  নির্ধারিত অডিয়েন্স পর্যন্ত পৌঁছানো যাবে  এবং ইত্যাদি নানা বিষয় জানতে হবে । তাই এসব সব বিষয়ে জানতে হলে  আমি মনে করি আপনার যে কোন একটি ফেসবুক মার্কেটিং কোর্স শেখা উচিত । 

টেন মিনিট স্কুলের ফেসবুক মার্কেটিং কোর্স বাই আয়মান সাদিক ও সাদমান সাদিক  

 

বর্তমানে আয়মান সাদিক ও সাদমান সাদিক এর ফেসবুক মার্কেটিং কোর্সটিতে চলছে 90 শতাংশ পর্যন্ত ছাড় ! যেখানে ফেসবুক মার্কেটিং সম্পর্কে  বিস্তারিত আলোচনা করা হয়েছে ।  বিগেনার থেকে শুরু করে একেবারে এডভান্স পর্যন্ত আলোচনা করা হয়েছে। 

90% ছাড়ে ফেসবুক মার্কেটিং কোর্স

ফেসবুক মার্কেটিং কোর্সটি থেকে কী শিখবো?

  • একদম গোড়া থেকে শুরু করেও কীভাবে ফেসবুকে একটি পাওয়ারফুল ব্র‍্যান্ড তৈরি করা যায় তার উপায়।
  • বিভিন্ন প্রাসঙ্গিক এবং প্রমাণিত সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র‍্যাটেজি যা আপনার অনলাইন উপস্থিতি আরও শক্ত করে তুলবে। 
  • কাস্টমারদের আরও আকর্ষন করার জন্য কীভাবে সোশ্যাল মিডিয়া কনটেন্ট প্ল্যান করা যায়। 
  • ফেসবুকে আরও বেশি ফলোয়ার, রিচ এবং এংগেইজমেন্ট বাড়ানোর জন্য কীভাবে আপনার কনটেন্ট প্রমোট করবেন তার প্রমাণিত স্ট্র‍্যাটেজি।
  • কীভাবে এমন কনটেন্ট তৈরি করা যায় যার জন্য সবাই আপনার ব্যান্ডটি  নিয়ে কথা বলবে।
  • কীভাবে নতুন নতুন মানুষের কাছে পৌঁছানো যায় এবং তাদেরকে আপনার ব্র্যান্ড এর সাথে যুক্ত করা যায়। 
  • ফেসবুক পোস্ট বুস্ট করার উপায়।
  • ফেসবুক অ্যাড ম্যানেজার-এর মাধ্যমে অ্যাড তৈরি করা এবং এর স্ট্র‍্যাটেজি। 
  •  অনলাইন শিক্ষকতা, পোশাকের ব্র্যান্ড, ক্রিয়েটিভ কাজের প্রচার, স্টাইলিশ ব্র্যান্ডিং-সহ আরও অনেক ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং-এর টিপস ও ট্রিকস। 

কোর্স টি বর্তমানে প্রায় 2600 জনেরও অধিক মানুষ ক্রয় করেছে ।  এবং  ফেসবুক মার্কেটিং কোর্স টি প্রায় 35 ঘণ্টাব্যাপী ।  এছাড়াও রয়েছে 34 টি ভিডিও 34 টি কুইজ এবং 34 টি নোট । 

ফেসবুক মাকের্টিং কোর্স

 

 আশা করছি একজন ফেসবুক মার্কেটিং হিসেবে আপনাকে যদি নিজেকে গড়ে তুলতে চান তাহলে করছে আপনার জন্য আবশ্যক। আর আপনার এই ফেসবুক মার্কেটিং-এর কাজটি সফলভাবে করার জন্য যা যা জানা প্রয়োজন সবকিছু নিয়ে টেন মিনিট স্কুল চলে এসেছে ‘ফেসবুক মার্কেটিং’ কোর্স নিয়ে।  90 শতাংশ ছাড় পেতে দেরি না করে আজই এনরোল করুন কোর্স ! 

facebook marketing course by 10 minutes schools

90% ছাড়ে ফেসবুক মার্কেটিং কোর্স

এছাড়াও যেকোনো ধরণের প্রশ্ন থাকলে আমাদের বলতে পারেন।  আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক পেইজ ও গ্রুপের মাধ্যমে । আপনাদের যেকোন বই লাগলে আমাদের অবশ্যই জানাবেন। আমরা যথাসাধ্য দেয়ার চেষ্টা করবো।

The post ফেসবুক মার্কেটিং কি? কিভাবে আপনি ‍নিজেকে একজন ফেসবুক মার্কেটিং এ এক্সপার্ট হিসেবে গড়ে তুলবেন ? appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/what-is-facebook-marketing/feed/ 0
জাভাস্ক্রিপ্ট বই এবং কোর্স ফ্রি পিডিএফ ডাউনলোড |JavaScript Bangla PDF Books & Course Download https://editorgo.com/javascript-pdf-books-download/ https://editorgo.com/javascript-pdf-books-download/#respond Tue, 06 Jul 2021 12:11:18 +0000 https://editorgo.com/?p=1182 জাভাস্ক্রিপ্ট বই ফ্রি পিডিএফ ডাউনলোড | javascript bangla book pdf free download জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হল ক্রস-প্ল্যাটফর্ম object-oriented স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ছোট ছোট প্রোগ্রামের সাহায্যে অনেক বড় ধরনের প্রোগ্রাম করা যায় । তাছাড়া জাভাস্ক্রিপ্ট হলো একটি ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ।  পূর্ববর্তী কোন কম্পাইলেশন প্রয়োজন হয় না । এছাড়াও জাভাস্ক্রিপ্ট হলো একটি ক্লায়েন্ট …

The post জাভাস্ক্রিপ্ট বই এবং কোর্স ফ্রি পিডিএফ ডাউনলোড |JavaScript Bangla PDF Books & Course Download appeared first on Editor Go.

]]>
জাভাস্ক্রিপ্ট বই ফ্রি পিডিএফ ডাউনলোড | javascript bangla book pdf free download

জাভাস্ক্রিপ্ট কি?

জাভাস্ক্রিপ্ট হল ক্রস-প্ল্যাটফর্ম object-oriented স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ছোট ছোট প্রোগ্রামের সাহায্যে অনেক বড় ধরনের প্রোগ্রাম করা যায় । তাছাড়া জাভাস্ক্রিপ্ট হলো একটি ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ।  পূর্ববর্তী কোন কম্পাইলেশন প্রয়োজন হয় না । এছাড়াও জাভাস্ক্রিপ্ট হলো একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ স্ক্রিপটিং অর্থাৎ যে ওয়েব ব্রাউজ করবে ব্রাউজারে সে  স্ক্রিপ্ট গুলোকে রান বা এক্সিকিউশন করতে পারবে ।  মূলত  স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এর হল প্রোগ্রামিং  ল্যাঙ্গুয়েজ এর  সহজ ও সংক্ষিপ্ত রূপ । আপনি যদি ওয়েব এপ্লিকেশন তৈরী করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে এছাড়া ওয়েব এপ্লিকেশন তৈরি করা প্রায় অসম্ভব ।  এই জাভাস্ক্রিপ্টের জন্মই সি /সি প্লাস প্লাস ও জাভা ল্যাঙ্গুয়েজ থেকে । তবে জাভাস্ক্রিপ্টে সিনট্যাক্স সি / সি++/  জাভার মতো হলেও এখানে তাদের মত ওতো জটিলতা নেই  ।

প্রোগ্রামিং ক্যারিয়ার গড়তে ৫টি টিপস্ 

জাভাস্ক্রিপ্ট এর সংক্ষিপ্ত ইতিহাস

জাভাস্ক্রিপ্ট উদ্ভাবন করেছেন নেটস্কেপ  কমিউনিকেশন কর্পোরেশন এর প্রোগ্রামার Brendan Eich 1995 সালের সেপ্টেম্বর মাসে LiveScript  নামে প্রথমবারের মতো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর আত্মপ্রকাশ পায় । এরপর হাজার 995 সালের 4 ই ডিসেম্বর এর নাম পরিবর্তন করে জাভাস্ক্রিপ্ট রাখা হয় যদিও তখনো জাভাস্ক্রিপ্টের অফিশিয়ালি নাম জাভাস্ক্রিপ্ট ছিলনা, তখন ছিল EcmaScript ।  তখন EcmaScript  তখন ডেভলপ ও নিয়ন্ত্রণ করত ECMA নামক একটি আন্তর্জাতিক সংগঠন । ECMA  এর পূর্ণরূপ হল (European Computer Manufacturers Association) ।



জাভাস্ক্রিপ্ট এর সাহায্যে কি ধরনের কাজ করা যায় 

  • ওয়েবসাইটে ঘরে তৈরি
  •  মাউস এর মাধ্যমে সৃষ্ট এনিমেশন
  •  ওয়াইফাই পাসওয়ার্ড প্রদান
  •  ব্রাউজারের নাম আইএসপি যে নেতা ইউজারকে জানানো
  •  সময়ের সাথে অভিবাদন জানানো
  •  সময়ের সাথে পরিবর্তন
  •  পরিবেশের কিছু সময় পর অন্য লোকেশনে নিয়ে যাওয়া
  •  বিভিন্ন কন্ডিশন এর উপর ভিত্তি করে অন্য পেজে প্রবেশের সুযোগ দেওয়া
  •  গেম তৈরি ইনপুট ও এনভারমেন্ট অনুযায়ী সাড়া দেওয়া
  •  ডায়নামিক ড্রপডাউন মেনু
  •  মেসেজ
  •  পপআপ উইন্ডো
  •  ফর্ম ভ্যালিডেশন
  •  সহ আরো নানা ধরনের কাজ করা যায় জাভাস্ক্রিপ্ট সাহায্যে আপনি যখন কাজ শিখবেন যখন কাজ করবেন তখন আপনি আরো জানতে পারবেন 

প্রোগ্রামিং ক্যারিয়ার গড়তে ৫টি টিপস্ 

জাভাস্ক্রিপ্ট কেন প্রয়োজনীয় ?

ডায়নামিক ওয়েব পেজের মূল চালিকা শক্তি হচ্ছে স্ক্রিপ্ট । এইচটিএমএল সিএসএস দিয়ে আপনি একটি সাইট তৈরী করলেন কিন্তু তাকে গতিময়, ইন্টারেক্টিভ করতে পারবেন না । ইন্টারেক্টিভ, এক্সিকিউটেবল, গতিময় করতে ওয়েব পেজে প্রোগ্রামিং । আর ওয়েবপেজে এ প্রোগ্রামিং এর কাজ করা হয় স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন । স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে তুলনামূলক সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কিজাভাস্ক্রিপ্ট । 

Download JavaScript Free PDF

এছাড়া :

 

অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি, কোর্স এবং বইটিগুলো আপনাদের কিছুটা হলেও শিখতে সাহায্য করবে। কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাস করতে পারেন। কোনো জিজ্ঞাসা বা জানার থাকলে আমাদের নতুন যুক্ত হওয়া “আপনার জিজ্ঞাসা” তে প্রশ্ন করতে পারবেন । আমাদের টিম আপনার প্রশ্নের উত্তর দিতে সর্বদাই প্রস্তুত।  আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক পেইজ ও গ্রুপের মাধ্যমে । আপনাদের যেকোন বই লাগলে আমাদের অবশ্যই জানাবেন। আমরা যথাসাধ্য দেয়ার চেষ্টা করবো।

The post জাভাস্ক্রিপ্ট বই এবং কোর্স ফ্রি পিডিএফ ডাউনলোড |JavaScript Bangla PDF Books & Course Download appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/javascript-pdf-books-download/feed/ 0
Download ঘরে বসে Spoken English Book PDF ৫০% ছাড়ে ! https://editorgo.com/download-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-spoken-english-book-pdf-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87/ https://editorgo.com/download-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-spoken-english-book-pdf-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87/#respond Thu, 24 Jun 2021 15:35:54 +0000 https://editorgo.com/?p=1129 মুনজেরিন শহীদের ঘরে বসে Spoken English বই ৫০% ছাড়ে ! আস সালামুয়াইকুম । আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুনজেরিন শহীদের ঘরে বসে Spoken English বই । বর্তমান বিশ্বে ইংরেজির কিরূপ চাহিদা সেটা আ নতুন করে বলতে হবে বলে আমি করি না। এখন স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় ইংরেজির …

The post Download ঘরে বসে Spoken English Book PDF ৫০% ছাড়ে ! appeared first on Editor Go.

]]>
মুনজেরিন শহীদের ঘরে বসে Spoken English বই ৫০% ছাড়ে !

আস সালামুয়াইকুম । আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুনজেরিন শহীদের ঘরে বসে Spoken English বই । বর্তমান বিশ্বে ইংরেজির কিরূপ চাহিদা সেটা আ নতুন করে বলতে হবে বলে আমি করি না। এখন স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় ইংরেজির প্রয়োজনীয়তা রয়েছে ।

বইটি কাদের জন্য?

  • কোথা থেকে ইংরেজি শিখবেন বুঝছেন না যারা।
  • মুখে ইংরেজি শুনলে বন্ধুরা হাসাহাসি করে যাদের।
  • গ্রুপ প্রেজেন্টেশনে কেউ দলে নিতে চায় না যাদের।
  • গ্রামার শেখার ধৈর্য্য নেই যাদের।
  • অবসরে টুকটাক ইংরেজি শিখতে চান যারা।
  • IELTS স্পিকিং টেস্টে ভাল করতে চান যারা।

 

বইটির উল্লেখিত মূল্য হচ্ছে 150 টাকা কিন্তু বর্তমানে টেন মিনিট স্কুলে সীমিত সময়ের জন্য 50% ছাড়ের অফার চলছে । তাই আপনি ব্মইট মাত্র 75 টাকায় পাচ্ছেন। নিচে দেওয়া লিংকে মাধ্যমে আপনি বইটি ক্রয় করতে পারেন ।

GHORE BOSE SPOKEN ENGLISH BOOK

যেকোনো ধরনের সমস্যায় পড়লে অবশ্যই আমাদের জানাবেন । আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে এখানে ক্লিক করুন

The post Download ঘরে বসে Spoken English Book PDF ৫০% ছাড়ে ! appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/download-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-spoken-english-book-pdf-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87/feed/ 0
ঘরে বসে Spoken English কোর্স by মুনজেরিন শহীদ https://editorgo.com/ghore-bose-spoken-english/ https://editorgo.com/ghore-bose-spoken-english/#respond Thu, 17 Jun 2021 16:00:18 +0000 https://editorgo.com/?p=1112 মুনজেরিন শহীদের ঘরে বসে Spoken English কোর্স  বর্তমান সময়ে ইংরেজি ছাড়া এক মুহূর্ত কল্পনার করা যায় না। পড়াশোনার থেকে শুরু করে চাকরি ক্ষেত্র  সবক্ষেত্রেই ইংরেজির প্রয়োজনীয়তা আকাশচুম্বী । তাই আপনাদের জন্য এবার নিয়ে মুনতাসির শহীদের  ঘরে বসে Spoken English কোর্সটি। আপনার জন্য একটা ঘরে বসে ইংরেজি শেখার জন্য  10 Minute School এর  ঘরে বসে Spoken …

The post ঘরে বসে Spoken English কোর্স by মুনজেরিন শহীদ appeared first on Editor Go.

]]>
মুনজেরিন শহীদের ঘরে বসে Spoken English কোর্স 

বর্তমান সময়ে ইংরেজি ছাড়া এক মুহূর্ত কল্পনার করা যায় না। পড়াশোনার থেকে শুরু করে চাকরি ক্ষেত্র  সবক্ষেত্রেই ইংরেজির প্রয়োজনীয়তা আকাশচুম্বী । তাই আপনাদের জন্য এবার নিয়ে মুনতাসির শহীদের  ঘরে বসে Spoken English কোর্সটি। আপনার জন্য একটা ঘরে বসে ইংরেজি শেখার জন্য  10 Minute School এর  ঘরে বসে Spoken English কোসটি হতে যাচ্ছে একটা কার্যকরি কোর্স। 

ঘরে বসে Spoken English কোর্সটি কাদের জন্যে? 

মূলত যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য এই কোর্সটি ।যারা গ্রামার ছাড়াই ইংরেজি শিখতে চান তাদের জন্য কোর্সটি হতে যাচ্ছে অনেক আকর্ষণীয় কারণ এখানে কোন গ্রামের মুখস্থ করার প্রয়োজন হচ্ছে না, জাস্ট বাস্তব উদাহরণ দিয়ে  কোর্সটি কে সাজানো হয়েছে ফলে আপনি সহজেই আয়ত্ত্ব করতে পারবেন । এছাড়াও যারা IELTS  এর Speaking Test ভালো করতে চান তাদের জন্য পোস্টটি অনেক উপকার হবে । উল্লেখ্য যে  মুনজেরিন শহীদ  IELTS পরীক্ষায় 8.5 (9)পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন ।



ঘরে বসে spoken English  কোর্স

ঘরে বসে spoken English কোর্সটিতে কি আছে?

➡ ৮৩+ দৈনন্দিন জীবনের নানান রকম পরিস্থিতি নিয়ে বানানো ভিডিও টিউটোরিয়াল।

➡ ৮৩+ দৈনন্দিন জীবনের কথোপকথন নিয়ে অডিওবুক

➡ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ড

➡নতুন পড়া গুলো রিভিশন করুন ট্রান্সক্রিপ্টের সাথে। এছাড়াও সংক্ষেপে হ্যাকস গুলো জেনে নিন নোটসের সাথে।

➡ প্রতিটি ভিডিও এর পর কুইজ

➡গ্রামার মুখস্থ ছাড়াই ইংরেজি শেখা

➡ বাস্তব জীবনের পরিস্থিতির সাথে উদাহরণ দিয়ে বুঝানো

➡ নিজেকে যাচাই করার জন্য কুইজ

➡ কোর্স শেষে সার্টিফিকেট

ঘরে বসে স্পোকেন ইংলিশ

ইউনিভার্সিটির নানান প্রেজেন্টেশন বা কম্পিটিশনে, মাল্টি ন্যাশনাল কম্পানিতে স্বপ্নের চাকররিটির জন্যে অথবা বিদেশে পাড়ি জমাটে IELTS করার খাতিরে – স্পোকেন ইংলিশ দরকার সবখানে। কিন্তু প্রতিদিনের ব্যাস্ততায় কোচিং এ দৌড়ে বা কঠিন গ্রামারের নিয়ম মুখস্থ করার সময় বা ইচ্ছা কার কাছেই বা থাকে? আপনার রুমের চার দেয়ালের স্বাচ্ছন্দ্যেই শিখুন স্পোকেন ইংলিশ “ঘরে বসে স্পোকেন ইংলিশ” কোর্সের সাথেই।

ঘরে বসে spoken English কোর্সটি আপনার কেন করা উচিত ?

 আপনি যদি বর্তমান বিশ্ব দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে ইংরেজি ছাড়া এক প্রকার চলায় কঠিনই। আপনি দেশের গণ্ডি পেরিয়ে একটু বাইরে পা রাখেন তাহলে দেখেন কথা বলার জন্য আপনি কিন্তু বাংলার ব্যবহার করতে পারবেন না তাই বাংলার পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে আপনার ইংরেজী শিখা এক প্রকার আবশ্যিকই।এছাড়াও স্কুল-কলেজে প্রেজেন্টেশন হতে শুরু করে ব্যবসায়ী কথোপকথন বাইরে বায়ার সাথে কথা বলা ইত্যাদি সব ক্ষেত্রেই আপনার ইংরেজি প্রয়োজন । আর ঘরে বসে spoken english কোর্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে বাস্তব উদাহরণ কে কাজে লাগিয়ে শেখানোর চেষ্টা করা হয়েছে । ফলে আমরা সহজেই দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ইংরেজি কথোপকথন গুলো এখান থেকে সহজেই শিখতে পারব ।

 কোর্সটির মূল্য কত ?

 কোর্সটির উল্লেখিত মূল্য হচ্ছে 4500 টাকা কিন্তু বর্তমানে টেন মিনিট স্কুলে সীমিত সময়ের জন্য 90% ছাড়ের অফার চলছে । তাই আপনি কোর্সটি মাত্র 450 টাকায় পাচ্ছেননিচে দেওয়া লিংকে মাধ্যমে আপনি কোর্সটি ক্রয় করতে পারেন ।

ঘরে বসে spoken English  কোর্স

যেকোনো ধরনের সমস্যায় পড়লে অবশ্যই আমাদের জানাবেন । আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে এখানে ক্লিক করুন

The post ঘরে বসে Spoken English কোর্স by মুনজেরিন শহীদ appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/ghore-bose-spoken-english/feed/ 0
ঘরে বসে আয় করুন PDF DOWNLOAD – জয়িতা ব্যানার্জী https://editorgo.com/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-pdf-download/ https://editorgo.com/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-pdf-download/#respond Sat, 12 Jun 2021 15:57:27 +0000 https://editorgo.com/?p=1081 ঘরে বসে আয় করুন  – জয়িতা ব্যানার্জী  আসসালামু আলাইকুম । আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে গিয়ে ঘরে বসে আয় করুন PDF DOWNLOAD  জয়িতা ব্যানার্জী বইটি নিয়ে। বইটি কেন পড়বেন? আমাদের মাঝে অনেকেই ঘরে বসে আয় করার জন্য বিভিন্ন গণমাধ্যমে ফ্রিল্যান্সিং এর উপায় খুঁজে থাকে। অনেক সময় …

The post ঘরে বসে আয় করুন PDF DOWNLOAD – জয়িতা ব্যানার্জী appeared first on Editor Go.

]]>
ঘরে বসে আয় করুন  – জয়িতা ব্যানার্জী

 আসসালামু আলাইকুম । আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে গিয়ে রে বসে আয় করুন PDF DOWNLOAD  জয়িতা ব্যানার্জী ইটি নিয়ে।

বইটি কেন পড়বেন?

আমাদের মাঝে অনেকেই ঘরে বসে আয় করার জন্য বিভিন্ন গণমাধ্যমে ফ্রিল্যান্সিং এর উপায় খুঁজে থাকে। অনেক সময় অনেকে খুব বেশি তথ্য না নিয়েই বিভিন্ন কাজে যুক্ত হয়ে যায় এবং প্রতারণার শিকার হয়।

এসকল ঘটনা থেকে রক্ষা পেতে দরকার ফ্রিল্যান্সিং নিয়ে একটি স্বচ্ছ ধারণা, যা পাওয়া সম্ভব ‘ঘরে বসে আয় করুন’ বইটি থেকে।

বইটি কাদের জন্য?

মূলত যারা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী প্রার্থী সম্পর্কে জানতে আগ্রহী তাদের কেন্দ্র করে বইটি লিখেছেন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে আগ্রহী হন এবং প্রতারণার হাত থেকে রক্ষা পেতে চান তাহলে আপনার বইটি পড়া উচিত বলে আমি মনে করি। আমি নিজে বইটি পড়ে দেখেছি সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে । আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে বইটি আপনাকে আত্মবিশ্বাস জোগাবে এবং আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নানাভাবে সহায়তা করবে বলে আমি মনে করি।

 বইটিতে কি কি রয়েছে?

 আগেই বলেছি বইটিতে মূলত ফ্রীলান্সিং বিষয় নিয়ে লেখা। এতে মোট 12 টি অধ্যায় রয়েছে । প্রত্যেকটি অধ্যায়ে গুরুত্বসহকারে নিয়ে নানা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে । বইয়ের শেষের পাতা কিছু গুরুত্বপূর্ণ স্কিল তথা গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে এছাড়াও বইটিতে আলোচনা করা হয়েছে ফ্রিল্যান্সিংয়ের হাতে খড়ি নানা বিষয় সম্পর্কে যেমন মার্কেটপ্লেস কি record-breaking কি কিভাবে মার্কেট রিচার্জ করে এবং ইত্যাদি আরও নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।



এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে

– একদম শুরু থেকে Freelancing এর Details Idea

– Market Place সম্পর্কে বিস্তারিত আলোচনা।

– Graphics Design এর Basic Idea

– Web Development এর ধারণা

– Inshot ব্যবহার করে ভিডিও এডিটিং এর ধারণা

– Marketplace ও Payment Method এর Idea

ghore bose aay korun pdf download

বইটির মূল্য কত?

 বইটির পিডিএফ ভার্সন আপনি চাইলে নিতে পারবেন এরমধ্যে মূল্য হচ্ছে পিডিএফ এর মুদ্রিত মূল্য হচ্ছে 150 টাকা তবে আপনি যদি আমাদের দেওয়া লিঙ্ক থেকে নেন 50% ছাড় অর্থাৎ 75 টাকায় আপনি পেয়ে যাবেন তাই আর দেরি না করে বইটি  নিয়ে ফেলুন  এবং আপনার ক্যারিয়ারকে প্রসারিত করুন ।

ঘরে বসে আয় করুন – জয়িতা ব্যানার্জী

বইটি ডাউনলোড করে এখন আপনি সঠিক ভাবে শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং এর যাত্রা। এছাড়াও বইয়ের পাশাপাশি ঘরে বসে Freelancing কোর্স টি করে নিতে পারেন যা আপনার ক্যারিয়ার গঠনে আরো এক ধাপ এগিয়ে নিবে। কোর্সটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্কিল তৈরি করে ঘরে বসে আয় করুন নিশ্চিন্তে আর্টিকেলটি পড়তে পারেন।

 

এছাড়াও যেকোন ধরনের জিজ্ঞাসা থাকলে আমাদের কে জিজ্ঞাস করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে এড হতে চাইলে এখানে ক্লিক করুন।

The post ঘরে বসে আয় করুন PDF DOWNLOAD – জয়িতা ব্যানার্জী appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-pdf-download/feed/ 0
(update edition)Adobe Illustrator Bangla Free PDF Book & Course(CC 2021) https://editorgo.com/adobe-illustrator-bangla-free-pdf-book/ https://editorgo.com/adobe-illustrator-bangla-free-pdf-book/#respond Thu, 03 Jun 2021 13:33:34 +0000 https://editorgo.com/?p=1054 সাধারণত বর্তমান যুগে গ্রাফিক্স ডিজাইনারদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বিপুল চাহিদা রয়েছে। আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখে খুব সহজেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ নিতে পারেন এবং হাজার হাজার ডলার আয় করতে পারেন। আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন টা ঠিক মত শিখতে পারেন তাহলে আপনার কাজের অভাব হবেনা অনলাইনে যেকোন ফ্রিল্যান্সিং …

The post (update edition)Adobe Illustrator Bangla Free PDF Book & Course(CC 2021) appeared first on Editor Go.

]]>
সাধারণত বর্তমান যুগে গ্রাফিক্স ডিজাইনারদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বিপুল চাহিদা রয়েছে। আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখে খুব সহজেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ নিতে পারেন এবং হাজার হাজার ডলার আয় করতে পারেন। আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন টা ঠিক মত শিখতে পারেন তাহলে আপনার কাজের অভাব হবেনা অনলাইনে যেকোন ফ্রিল্যান্সিং সাইটে আপনি প্রচুর  কাজ পেয়ে যাবেন। তার জন্য আপনাদের শিখাকে আরো সহজ করে দিতে আপনাদের জন্য নিয়ে এলাম Adobe Illustrator Bangla Free PDF Book এবং কোর্স । এছাড়াও গ্রাফিক্স ডিজাইনের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইলে নিচের বাটনে ক্লিক করে আর্টিকেল টি পড়তে পারেন।

গ্রা‌ফিক্স ডিজাইনের ক্যাারিয়ার কথন

গ্রা‌ফিক্স ডিজাইনের জন্য মৌলিক যতগুলো টুল রয়েছে তার মধ্যে Illustrator অন্যতম। একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন হতে হলে মাস্টবি আপনাকে  Illustrator শিখতে হবে। প্রথম অবস্থায় Illustrator এর বিভিন্ন টুল সম্পর্কে ধারা না থাকাটাই স্বাভাবিক । তাই বিভিন্ন টুল সম্পর্কে ধারণা ও টুল এর কাজ সম্পর্কে জানতে Adobe Illustrator Bangla Free PDF Book টি আপনাকে সহায়তা করবে। বইটি ডাউনলোড করতে নিচে বাটনে  ক্লিক করুন।

Adobe Illustrator Bangla Free PDF Book



বইয়ের পাশাপাশি যদি আপনি কোন কোর্স করেন তাহলে দ্রুত স্কিল ডেভেলপমেন্ট এ অনেক সহায়তা করবে। ফ্রি Adobe Illustrator শিখার জন্য আপনি গ্রাফিক্স স্কুলের এই কোর্স টি দেখতে পারেন।

এছাড়াও পেইড কোর্স করতে চাইলে আপনি লানিং বাংলাদেশের গ্রাফিক্স ডিজাইনের কোর্স গুলো দেখতে পারেন। বর্তমানে কোর্স গুলোতে ৫৫% ছাড় চলছে !

GRAPHIC DESIGN COURSE

The post (update edition)Adobe Illustrator Bangla Free PDF Book & Course(CC 2021) appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/adobe-illustrator-bangla-free-pdf-book/feed/ 0
এসইও গুরুত্ব ও প্রয়োজনীয়তা (The importance and necessity of SEO) https://editorgo.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%87%e0%a6%93-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a7%9f/ https://editorgo.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%87%e0%a6%93-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a7%9f/#respond Wed, 02 Jun 2021 16:33:32 +0000 https://editorgo.com/?p=1031 এসইও গুরুত্ব ও প্রয়োজনীয়তা (The importance and necessity of SEO) যেকোনো অনলাইন ব্যবসার সফলতার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক ওয়েব মাস্টার এর বোঝা উচিত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও জিনিসটা আসলে কি?  এটি কিভাবে কাজ করে এবং প্রত্যেক ওয়েবসাইটে জন্য এটা কি ধরনের ট্রাফিক নিয়ে আসে সেটা। আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি …

The post এসইও গুরুত্ব ও প্রয়োজনীয়তা (The importance and necessity of SEO) appeared first on Editor Go.

]]>
এসইও গুরুত্ব ও প্রয়োজনীয়তা (The importance and necessity of SEO)

যেকোনো অনলাইন ব্যবসার সফলতার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক ওয়েব মাস্টার এর বোঝা উচিত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও জিনিসটা আসলে কি?  এটি কিভাবে কাজ করে এবং প্রত্যেক ওয়েবসাইটে জন্য এটা কি ধরনের ট্রাফিক নিয়ে আসে সেটা। আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি এসইও বা ইঞ্জিন অপটিমাইজেশন এর গুরুত্ব। এজন্য প্রথমে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কি সেটা ভালোভাবে বুঝতে হবে। তো চলুন জেনে নেয়া যাক এসইও জিনিসটা কি আসলে?                        

এসইও কী?

এসইও জিনিসটা হল আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। যাকে আমরা সংক্ষেপে এসইও নামে চিনে থাকি।  এটি হলো আপনার ওয়েবসাইটের অপটিমাইজেশন এর কিছু নিয়মের সমষ্টি যেটির ফলে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে ভালো একটা অবস্থানে রেঙ্ক করবে। এটি এমন একটি প্রক্রিয়া যেটি আপনি অনুসরণ করলে আপনার ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক বৃদ্ধি পাবে যাতে করে আপনার উদ্দেশ্য অর্জনে খুব দ্রুত সফলতা লাভ করবেন। 

এসইওর মূল উদ্দেশ্য প্রধানত দুটি থাকে। প্রথমটি হলো কি ধরনের ইউজার সার্চ ইঞ্জিনে সার্চ করছে সেটা বুঝে সে অনুযায়ী কনটেন্ট তৈরি করে আপলোড করা। আর দ্বিতীয়ত উদ্দেশ্য হল আপনার ওয়েবসাইটটি যেন গুগলের সার্চ ইঞ্জিনে অথবা যে কোন সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় এবং এটির পোস্টগুলো ইনডেক্স হয়। 

এছাড়া ভালো এসইও অনুশীলন করার ফলে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি বৃদ্ধি পাবে এবং আপনার ওয়েবসাইটটা আরো ইউজার ফ্রেন্ডলি হবে যাতে আপনার নেভিগেট করতে সুবিধা হবে।



এসইও প্রকারভেদ

প্রথমত কাজের ধরনের উপর নির্ভর করে এসইও কে ২ ভাগে ভাগ করার যেতে পারে । 

১. অফপেজ এসইও 

২. অনপেজ এসইও

এসইওর লানিং অংশে আমরা এ নিয়ে বিসাদ আলোচনা করবো। 

বি: দ্র: এসইও তে নিজেকে এক্সপার্ট করে নিতে মাত্র ৩৫০ টাকায় (অফার প্রাইজ) লানিং বাংলাদেশের এর Professional SEO (গুগল টপ র‍্যাঙ্কিং) কোর্সটি করে নিতে পারেন।

Professional SEO (গুগল টপ র‍্যাঙ্কিং)

এসইও জন্য যে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনাকে করতে হবে: 

১. প্রথমে আপনাকে শনাক্ত করতে হবে ইউজাররা কোন ধরনের জিনিস সার্চ ইঞ্জিনে সার্চ করছে এবং সেগুলো আপনার ওয়েবসাইটের পণ্য বা সেবার সাথে সম্পর্কিত কিনা ।

২. এমন ধরনের কনটেন্ট তৈরি করবেন যেগুলো ভিজিটরদের জন্য উপকারী হবে।

৩. আপনাকে প্রথমে আপডেটেড এসইও টেকনিক গুলো জানতে হবে। 

এসইওকে একটা কমপ্লিট ফ্রেমওয়ার্কের সাথে তুলনা করা যেতে পারে, যে প্রক্রিয়াটি কিছু নিয়মের, কিছু ধাপের এবং কিছু নিয়ন্ত্রণের সমষ্টি। 
what is seo?

কেন এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ ?

বর্তমানে বাজারে প্রতিযোগিতা চলছে, এসইও মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সার্চ ইঞ্জিন প্রতিদিন লক্ষ লক্ষ ভিজিটর দিয়ে থাকে তাদের খোজা প্রশ্ন বা সমস্যার উত্তর  ও সমাধান খোঁজার জন্য। আপনার যদি কোন ওয়েবসাইট, ব্লগ সাইট অথবা কোন অনলাইন স্টোর থেকে থাকে তবে আপনি এসইও করে টার্গেটকৃত ট্রাফিক খুব সহজে আপনার ওয়েবসাইটে আনতে পারবেন । আপনি যদি নিজে এসইও শিখতে পারেন তবে আপনি ফ্রিতে আপনার কাঙ্খিত গ্রাহকদের আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আনতে পারবেন। 

 

এসইও যে সব কারণে গুরুত্বপূর্ণ তা নিচে উল্লেখ করা হলো : 

 ১. সার্চ ইঞ্জিনের অধিকাংশ ভিজিটর বা ইউজার সার্চ ইঞ্জিনের সার্চ করে যে ফলাফল প্রদর্শিত করে তাদের মধ্যে থেকে টপ ৫টি পেজ তারা ভিজিট করে থাকে।  আপনি যদি এ ধরনের সুবিধা আপনার ওয়েবসাইটে বা অনলাইন স্টোরে নিতে চান, তবে আপনার ওয়েবসাইটটি অবশ্যই সার্চ ইঞ্জিনের প্রথম পাঁচটি সেরা পেজ তালিকার মধ্যে অবস্থান থাকতে হবে। যেটি করতে অবশ্যই আপনার ওয়েবসাইটটি এসইও অপটিমাইজেশন করে নিতে হবে। 

২. এসইও শুধু সার্চ ইঞ্জিন সম্পর্কে না এটি আপনার ওয়েবসাইটের ইউজার এক্সপেরিয়েন্স উন্নতি করে থাকে যার জন্য আপনার ভালো এসইও অনুশীলন করতে হবে। 

৩. যারা সাধারণত সার্চ ইঞ্জিনগুলোকে বিশ্বাস করে থাকে। গুগলের সার্চ ইঞ্জিনের সাইটগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলতে এসইও চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 

৪. আপনার ওয়েবসাইটের সামাজিক প্রমোশনের জন্য এসইও খুব ভালো। লোকজন যারা আপনার ওয়েবসাইট গুগল ইয়াহু ও সার্চ ইঞ্জিন ব্যবহার করে খুজে পাওয়ার ফলে আপনার ওয়েবসাইটটি সামাজিক প্রমোশন হবে। সামাজিক ওয়েবসাইট গুলোর মধ্যে অন্যতম হলো ফেসবুক, টুইটার ইত্যাদি। 

৫. একটা বড় ধরনের ওয়েবসাইট স্মুথভাবে চলার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটের লেখকগণ প্রত্যক্ষ-পরোক্ষভাবে এসইও থেকে উপকৃত হতে পারে। সরাসরি যে উপকৃত হবে সেটা হল ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক পাওয়া এবং পরোক্ষভাবে যে উপকারী হবে সেটি হল একটি সাধারণ কাঠামো রাখতে যেটি ব্যবহার করতে ওয়েব সাইটের কনটেন্ট পাবলিশের পূর্বে। 

৬. এসইও আপনার ওয়েবসাইটি প্রতিযোগিতায় এগিয়ে রাখতে সাহায্য করবে। যদি কোন দুটি ওয়েবসাইটে কি ধরনের পণ্য বা সেবা ক্রয় করে থাকে তবে সার্চ ইঞ্জিন সবসময় চেষ্টা করবে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা ওয়েবসাইট প্রথমে দেখাতে। যার ফলে ওয়েবসাইটটি আরো বেশি কাস্টমার পাবে এবং বিক্রি বেশি হবে।



সারকথা, 

তো এই হলো বন্ধুরা এসইও কী এবং এসইও কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আজকের আর্টিকেলটা আপনার অনেক ভালো লেগেছে। আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর গুরুত্ব আপনি ভালভাবে বুঝতে পারবেন। 

 

The post এসইও গুরুত্ব ও প্রয়োজনীয়তা (The importance and necessity of SEO) appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%87%e0%a6%93-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a7%9f/feed/ 0
বি পাওয়ারপয়েন্ট এক্সপার্ট ইউথ সাদমান সাদিক (৯০% ছাড়ে ক্রাস কোর্স!) https://editorgo.com/%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/ https://editorgo.com/%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/#respond Wed, 02 Jun 2021 04:17:27 +0000 https://editorgo.com/?p=1021 বি পাওয়ারপয়েন্ট এক্সপার্ট ইউথ সাদমান সাদিক (৯০% ছাড়ে ক্রাস কোর্স!)   অ্যাকাডেমিক লাইফের প্রেজেন্টেশন থেকে শুরু করে বিজনেসে ক্লায়েন্ট মিটিং, যেকোনো কম্পিটিশন  কিংবা অফিসের উইকলি মিটিং মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের দক্ষ ব্যবহার গড়ে দিতে পারে বিশাল পার্থক্য। তাই তো অ্যাকাডেমিক লাইফ হোক কিংবা প্রফেশনাল, আপনার পাওয়ার পয়েন্টের দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে অন্যের চেয়ে।   Powerpoint pro course কোর্সটি …

The post বি পাওয়ারপয়েন্ট এক্সপার্ট ইউথ সাদমান সাদিক (৯০% ছাড়ে ক্রাস কোর্স!) appeared first on Editor Go.

]]>
বি পাওয়ারপয়েন্ট এক্সপার্ট ইউথ সাদমান সাদিক (৯০% ছাড়ে ক্রাস কোর্স!)

 

অ্যাকাডেমিক লাইফের প্রেজেন্টেশন থেকে শুরু করে বিজনেসে ক্লায়েন্ট মিটিং, যেকোনো কম্পিটিশন  কিংবা অফিসের উইকলি মিটিং মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের দক্ষ ব্যবহার গড়ে দিতে পারে বিশাল পার্থক্য। তাই তো অ্যাকাডেমিক লাইফ হোক কিংবা প্রফেশনাল, আপনার পাওয়ার পয়েন্টের দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে অন্যের চেয়ে। 

 Powerpoint pro course

কোর্সটি কাদের জন্যে?

মূলত কোর্স সকল পেশার মানুষদের জন্য। আর পাওয়ারপয়েন্টের এমনি একটি টুলস যা স্টুডেন্ট থেকে শুরু করে , বিসনেজ মিনিং ইত্যাদি কাজে লাগে। এ কোর্স টিতে ব্যাসিক থেকে শুরু করে অ্যাডভান্স এবং পাওয়ারপয়েন্টের এর প্রতিটি টুলস সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর কোর্সটি আপনাকে ক্যম্পাস, কম্পিটিশন এবং ক্যারিয়ার, এই তিন জায়গাতেই অন্যদের চেয়ে একটা বাড়তি Advantage-এ থাকবে। 

 

কোর্সটি কেন করবেন এবং বাড়তি কোন বিষয় গুলো জানতে পারবেন?

স্টুডেন্ট হোক আর প্রফেশনাল লাইফ হোক আপনি যদি বাড়তি একটি স্কিল তৈরি করতে পারেন , তাহলে সাধারণ ঐ আট-দশ জন মানুষ থেকে আপনিই এগিয়ে থাকবেন। কোর্সটির মাধ্যমে আপনি যে স্কিল গুলো আরো ভালোভাবে রপ্ত করতে পারবেন। 

  • Presentation এবং Slide making এ হাত আরো পাকা করে ফেলবেন। 
  • Data Visualization, Conceptualization এর দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। 
  • যারা Business Pitch Deck করে, Fundraising করে কিংবা উদ্যোক্তা, তারা এই কোর্সটি করে তাদের নিজেদের এবং নিজেদের কাজকে আরও অনেক দারুনভাবে উপস্থাপন করতে পারবেন।

পাওয়ারপয়েন্ট প্রো কোর্সটিতে কি কি থাকছে ? 

⚡ ৫০+ ভিডিও লেকচার

⚡ ৫০+ কুইজ

⚡ ৫০+ PPT Files

⚡ অ্যানিমেশনের কনসেপ্ট

⚡ গ্রাফিক্স ডিজাইন কনসেপ্ট

⚡ Data Visualization এর কনসেপ্ট।

⚡ ছোট ছোট ভিডিওতে পাওয়ার পয়েন্টের খুঁটিনাটি প্রতিটি কন্সেপ্টের আলোচনা।

⚡ ফুল টাইম সাপোর্ট।



যেভাবে কোর্স টি কমপ্লিট করবেন এবং সার্টিফিকেট পাবেন:

সম্পূর্ণ কোর্সে ভিডিও, কুইজ, রিসোর্সেস এই ৩ ধরণের কনটেন্ট রয়েছে। কোর্সটি কমপ্লিট করে সার্টিফিকেট পেতে হলে একজন শিক্ষার্থীকে সবগুলো ভিডিও দেখে সবগুলো কুইজে অংশ নিতে হবে। রিসোর্সেস শিক্ষার্থীর শেখার সুবিধার্থে দেওয়া হয়েছে।

 

পাওয়ারপয়েন্ট প্রো কোর্সটির দাম কত?

পাওয়ারপয়েন্ট প্রো কোর্সটির নির্ধারিত মূল্য হচ্চে ৪৫০০ টাকা । তবে বর্তমানে কোর্সটিতে ৯০% ছাড় চলছে অর্থাৎ ৪৫০০ টাকার কোর্সটি পাচ্ছেন মাত্র ৪৫০ টাকায় ! কোর্সটি কিনতে ও কোর্স সম্পর্কে আরো জানতে বাটনে ক্লিক করুন।

 Powerpoint pro course

The post বি পাওয়ারপয়েন্ট এক্সপার্ট ইউথ সাদমান সাদিক (৯০% ছাড়ে ক্রাস কোর্স!) appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
স্কিল তৈরি করে ঘরে বসে আয় করুন নিশ্চিন্তে https://editorgo.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a7%9f-%e0%a6%95/ https://editorgo.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a7%9f-%e0%a6%95/#respond Fri, 28 May 2021 10:39:18 +0000 https://editorgo.com/?p=981 বর্তমানে  ফ্রিল্যান্সিং একটি বড় আয়ের উৎস হয়ে দাড়িয়েঁছে। বিশেষ করে এই মহামারির সময় ফ্রিল্যান্সিং এর দিকে মানুষ আরো আগ্রহী হয়ে উঠছে। ফ্রিল্যান্সিং হচ্ছে মূলত একটি মুক্ত পেশা। আপনি যে কোন একটি বিষয়ে দক্ষ হয়ে কাজ করতে পারেন বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট তথা মার্কেটপ্লেসে। আমাদের ফ্রিল্যান্সিং এর চাহিদা দিন তে দিন বেড়েই যাচ্ছে । বর্তমানে ফ্রিল্যান্সিং এর …

The post স্কিল তৈরি করে ঘরে বসে আয় করুন নিশ্চিন্তে appeared first on Editor Go.

]]>
বর্তমানে  ফ্রিল্যান্সিং একটি বড় আয়ের উৎস হয়ে দাড়িয়েঁছে। বিশেষ করে এই মহামারির সময় ফ্রিল্যান্সিং এর দিকে মানুষ আরো আগ্রহী হয়ে উঠছে। ফ্রিল্যান্সিং হচ্ছে মূলত একটি মুক্ত পেশা। আপনি যে কোন একটি বিষয়ে দক্ষ হয়ে কাজ করতে পারেন বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট তথা মার্কেটপ্লেসে। আমাদের ফ্রিল্যান্সিং এর চাহিদা দিন তে দিন বেড়েই যাচ্ছে । বর্তমানে ফ্রিল্যান্সিং এর দিক থেকে  বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং যার প্রথম স্থানে আছে ভারত। 

তবে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অবশ্যই যেকোনো বিষয়ে দক্ষ হতে হবে। দক্ষতা বিহীন আপনি কোন দিনও সফল হতে পারবেন না।  তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্স টি।

ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্স টি কেন করবেন ?

10 minute school course

আমরা অনেকেই নিজের মত করে আয় করে সুন্দর ও স্বাধীন জীবনযাপনের স্বপ্ন দেখি। কিন্তু পর্যাপ্ত মূলধনের অভাবে অনেকেরই স্বপ্ন পূরণটা আর হয়ে ওঠেনা। একদম শূন্য থেকে আয় শুরু করার অসাধারণ একটি মধ্যম হলো ফ্রিল্যান্সিং। আর এই কাজটি আপনি করতে পারেন একদম নিজের ঘরে বসেই হাতে থাকা ডিভাইসটির সাহায্যে ।

আপনাকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ‘ঘরে বসে Freelancing’ কোর্সটি। বেসিক থেকে অ্যাডভান্সড, ফ্রিল্যান্সিং এর খুঁটিনাটি শিখতে পারবেন এই কোর্সটির মাধ্যমে।💯

৯০% ছাড়ে কোর্সটি কিনতে এখানে ক্লিক করুন

 ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটির সুবিধা কি ?

 

✅ কম খরচে ঘরে বসে শেখার সুযোগ

✅ফ্রিল্যান্সিং এর সম্পূর্ণ গাইডলাইন

✅মার্কেট ডিমান্ড নিয়ে খুঁটিনাটি

✅ওয়েবসাইটস ও টুলস সম্পর্কিত ধারণা

✅ ফ্রিল্যান্সিং এর বেসিক সম্পর্কে ধারণা

✅পোর্টফোলিও মেকিং নিয়ে আলোচনা

✅ফ্রিল্যান্সার প্রোফাইল বিল্ডিং এর ধারণা

✅মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং সম্পর্কিত ধারণা

 

ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটির তে কি কি রয়েছে?

ghore bose freelancing

✅ মোট ৭৮ টি ভিডিও লেকচার 

✅ ক্লাস হতে প্রাপ্ত ধারণা যাচাই করার জন্য থাকছে ৭৩ টি কুইজ 

✅ ক্লাস পরিবর্তী অনুশীলনের জন্য থাকছে ৮ টি নোট ও ২ টি পূর্ণাঙ্গ অনুশীলনী 

✅ ১টি পিডিএফ বই ,

✅ ফুল টাইম সাপোর্ট

 

ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটির মূল্য কত?

আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং ৪৫০০ টাকার কোর্সটি পাচ্ছেন ৯০% ছাড়ে মাত্র ৪৫০ টাকা শুধুমাত্র আমাদের দেয়া লিংক থেকে ক্লিক করে। অফারটি সীমিত সময়ের জন্য দেরি না করে আজই কিনে ফেলুন এবং আপনার ক্যারিয়ার গড়ে তুলুন। 

৯০% ছাড়ে কোর্সটি কিনতে এখানে ক্লিক করুন

The post স্কিল তৈরি করে ঘরে বসে আয় করুন নিশ্চিন্তে appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a7%9f-%e0%a6%95/feed/ 0