
গেরিলা মার্কেটিং কী ?
আপনি যদি মার্কেটিং দুনিয়ায় প্রথম বা মাকের্টিং দুনিয়ার কেউ না হয়ে থাকেন তাহলে আপনি ’গেরিলা মার্কেটিং’ নাম টি না শুনাই স্বাভাবিক । মূলত গেরিলা মার্কেটিং হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আজকে আমরা গেরিলা মার্কেটিং সম্পর্কে জানবো।
গেরিলা মার্কেটিং কী?
গেরিলা নামটি মূলত এসেছে গেরিলা যুদ্ধ কৌশল হতেই। গেরিয়া যুদ্ধের ক্ষেত্রে যেমন প্রথাগত যুদ্ধের নিয়ম-নীতি না মেনে বিভিন্ন ঝটিকা আক্রমণের মাধ্যমে বিপরীত বাহিনীকে কাবু করে পেলে তেমনি গেরিলা মার্কেটিং এর ক্ষেত্রেও বিভিন্নভাবে গ্রাহকের মাঝে মার্কেটিং করে সেল বৃদ্ধি করে। গেরিলা মাকের্টিংয়ে সাইকোলজি , ইমোশনের নানা ব্যবহার করা হয়ে থাকে। যা একজন সাধারণ ক্রেতা সহজেই বুঝতে পারে না। গ্রাহকের মনে দীর্ঘ দিন গেরিলা মার্কেটিং এর প্রভাব বিস্তার করা এবং আগ্রহ তৈরি করাই এ ধরনের মার্কেটিং এর মূল লক্ষ্য । গেরিলা মার্কেটিং এর প্রবর্তক
গেরিলা মার্কেটিং এর প্রবর্তক হলেন আশির দশকের লিও বার্নেট এজেন্সির ক্রিয়েটিভ ডিরেক্টর তথা জে কনরাড লেভিন্সন। তিনি মূলত ১৯৮৪ সালে গেরিলা এডভাইজিং নামে একটি বই প্রকাশ করেন। ঐবই হতেই মূলত গেরিলা মার্কেটিং এর আত্নপ্রকাশ পায়। বর্তমান সময়ে পণ্য মার্কেটিং এর অন্যতম হাতিয়ার হচ্ছে এই গেরিলা মার্কেটিং।
আরো পড়ুন – মার্কেটিং এর সাত পি (7P) : ডিজিটাল মার্কেটিং
আরো পড়ুন – ইমোশনাল মার্কেটিং : মুনির হাসান