Books Review Archives - Editor Go https://editorgo.com/books-review/ Explore Yourself in a Better Way Sat, 15 Oct 2022 16:02:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.5 https://editorgo.com/wp-content/uploads/2022/11/cropped-logo-32x32.png Books Review Archives - Editor Go https://editorgo.com/books-review/ 32 32 ইমোশনাল ইন্টিলিজেন্স PDF Download | ইমোশনাল ইন্টিলিজেন্স রিভিউ  https://editorgo.com/emotional-intelligence-bangla-pdf/ https://editorgo.com/emotional-intelligence-bangla-pdf/#respond Thu, 09 Sep 2021 14:41:11 +0000 https://editorgo.com/?p=1311 ইমোশনাল ইন্টিলিজেন্স PDF Download | ইমোশনাল ইন্টিলিজেন্স রিভিউ  আসসালামু আলাইকুম।  আশা করছি সবাই ভালো আছে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি  ইমোশনাল ইন্টেলিজেন্স বইটির রিভিউ নিয়ে। ড্যানিয়েল গোল্ডম্যান এর ইমোশনাল ইন্টিলিজেন্স  বইটি পড়লে এটি আপনার চিন্তাধারাকে অন্য এক ধাপে নিয়ে যাবে।চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :  ইমোশনাল ইন্টিলিজেন্স রিভিউ  ইমোশনাল ইন্টিলিজেন্স এর সাহায্যে আমরা …

The post ইমোশনাল ইন্টিলিজেন্স PDF Download | ইমোশনাল ইন্টিলিজেন্স রিভিউ  appeared first on Editor Go.

]]>
ইমোশনাল ইন্টিলিজেন্স PDF Download | ইমোশনাল ইন্টিলিজেন্স রিভিউ 

আসসালামু আলাইকুম।  আশা করছি সবাই ভালো আছে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি  ইমোশনাল ইন্টেলিজেন্স বইটির রিভিউ নিয়ে। ড্যানিয়েল গোল্ডম্যান এর ইমোশনাল ইন্টিলিজেন্স  বইটি পড়লে এটি আপনার চিন্তাধারাকে অন্য এক ধাপে নিয়ে যাবে।চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক : 

ইমোশনাল ইন্টিলিজেন্স রিভিউ 

ইমোশনাল ইন্টিলিজেন্স এর সাহায্যে আমরা আরেকজনের ইমোশন কে সহজে বুঝতে পারি। আমরা মূলত এই বইয়ের ৭টি সাইন নিয়ে আজ জানবো।

১) ইমোশনাল ইন্টিলিজেন্স লোকেরা সমালোচনা থেকে শিখে, যদিও আমাদের কারো নেগেটিভ ফিডব্যাক পছন্দ না। কিন্তু ইন্টিলিজেন্স লোকেরা এইটা জানে যে কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে তাহলে সেইটা সুযোগ নিজেকে ইমপ্রুভ করার।

২) নিজের করা কোনো ভুলে ইমোশনাল ইন্টিলিজেন্সের লোকেরা Sorry বলতে জানে। সাধারণ কেও যখন তার প্রিয় মানুষের সাথে কোনো ভুল করে তখন Sorry কথাটি বলতে সাহস পায় না। কিন্তু ইমোশনাল ইন্টিলিজেন্স লোকেরা সাথে সাথে কোনো ভুল এর জন্য sorry বলে দেয়। আর এইটার জন্য তার আসে পাশের লোকটা তাকে বেশি পছন্দ করে থাকে, এবং তার সাথে সম্পর্ক করতে চায়। অর্থাৎ এটি আপনাকে এটা বুঝায় যে sorry বলার মানে এটা না যে আপনি ভুল করেছেন, বরং এর দ্বারা এইটা বুঝায় যে আপনি আপনার Ego থেকে আপনার সম্পর্ককে বেশি প্রাধান্য দেন।

৩)এই ধরনের লোক মাফ করে দেয়, ভুলে যায় এবং সামনের দিকে এগিয়ে যায়। এমন অনেক মানুষ আছে যারা তার অতীতের ঘটে যাওয়া কোনো ঝামেলা নিয়ে বার বার ভাবতে থাকে। তারা যে লোকের সাথে ঝামেলা হয়েছে তাকে পারেনা মাফ করতে, পারেনা ভুলে যেতে। 

কিন্তু ইমোশনাল ইন্টিলিজেন্স মানুষ এগুলো ভুলে যায়, আর মনে রেখে দেয় এই ভুল থেকে হওয়া শিক্ষাটি।

৪) প্রতিজ্ঞা সবসময় পূরণ করে তারা। ইন্টিলিজেন্স মানুষ কাওকে দেওয়া কথা ভেঙে ফেলে না, বরং সেটি পূরণ করে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ছোট খাটো দেওয়া কথা ভেঙে ফেলে আর ভাবে ছোট খাটো প্রতিজ্ঞা ভঙ্গ করলে কি আর হবে। এমনটা করতে করতে আপনার খারাপ অভ্যাস হবে যা আপনাকে সব মানুষ থেকে দূরে ঠেলে দেয়।

৫) ইন্টিলিজেন্স লোকেরা সবার জন্য সহানুভূতি রাখে। এর মানে এই না আপনি তার সকল বিষয়ে সহানুভূতি দেখবেন। এটির মানে হলো আপনি তার সমস্যার বিষয়ে জেনে তার প্রতি সহানুভূতি দেখাবেন।

৬)ইমোশনাল ইন্টিলিজেন্স লোকেরা একটু ভেবে চিন্তে রিয়েক্ট করে থাকেন। সাধারণত দেখা যায় আমাদের সাথে কোনো ঝামেলা হলে আমরা অনেক সময় না বুঝে অনেক বাজে ব্যবহার বা খারাপ কিছু করি, কিন্তু ইন্টিলিজেন্স লোকেরা সমস্ত ব্যাপার বুঝে তারপর বলে।

৭)তারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে থাকেন। ভুল করে হেরে গিয়ে চুপ করে বসে থাকেন না। বরং চিন্তা করেন কিভাবে সামনে এগিয়ে যাবেন। 



এসব ইমোশন বুঝে নিতে পারলেই আপনার জন্য জীবন বেশ সুন্দর হয়ে উঠবে। তাই আপনাদের রিকোয়েস্ট করবো এই বইটি একবার পড়ার জন্য।

কপিরাইট ইস্যু কারণ আমরা বইটির বাংলা পিডিএফ দিতে পারছিনা। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদের কাছে ইংলিশ ভার্শন টি রয়েছে ইংলিশ ভার্শন এর লিংকটি আমরা নিচে দিয়ে দিচ্ছি ।  রকমারি থেকে ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

ইমোশনাল ইনটেলিজেন্স (হার্ডকভার)

Emotional intelligence English pdf

The post ইমোশনাল ইন্টিলিজেন্স PDF Download | ইমোশনাল ইন্টিলিজেন্স রিভিউ  appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/emotional-intelligence-bangla-pdf/feed/ 0
জাভাস্ক্রিপ্ট বই এবং কোর্স ফ্রি পিডিএফ ডাউনলোড |JavaScript Bangla PDF Books & Course Download https://editorgo.com/javascript-pdf-books-download/ https://editorgo.com/javascript-pdf-books-download/#respond Tue, 06 Jul 2021 12:11:18 +0000 https://editorgo.com/?p=1182 জাভাস্ক্রিপ্ট বই ফ্রি পিডিএফ ডাউনলোড | javascript bangla book pdf free download জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হল ক্রস-প্ল্যাটফর্ম object-oriented স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ছোট ছোট প্রোগ্রামের সাহায্যে অনেক বড় ধরনের প্রোগ্রাম করা যায় । তাছাড়া জাভাস্ক্রিপ্ট হলো একটি ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ।  পূর্ববর্তী কোন কম্পাইলেশন প্রয়োজন হয় না । এছাড়াও জাভাস্ক্রিপ্ট হলো একটি ক্লায়েন্ট …

The post জাভাস্ক্রিপ্ট বই এবং কোর্স ফ্রি পিডিএফ ডাউনলোড |JavaScript Bangla PDF Books & Course Download appeared first on Editor Go.

]]>
জাভাস্ক্রিপ্ট বই ফ্রি পিডিএফ ডাউনলোড | javascript bangla book pdf free download

জাভাস্ক্রিপ্ট কি?

জাভাস্ক্রিপ্ট হল ক্রস-প্ল্যাটফর্ম object-oriented স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ছোট ছোট প্রোগ্রামের সাহায্যে অনেক বড় ধরনের প্রোগ্রাম করা যায় । তাছাড়া জাভাস্ক্রিপ্ট হলো একটি ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ।  পূর্ববর্তী কোন কম্পাইলেশন প্রয়োজন হয় না । এছাড়াও জাভাস্ক্রিপ্ট হলো একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ স্ক্রিপটিং অর্থাৎ যে ওয়েব ব্রাউজ করবে ব্রাউজারে সে  স্ক্রিপ্ট গুলোকে রান বা এক্সিকিউশন করতে পারবে ।  মূলত  স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এর হল প্রোগ্রামিং  ল্যাঙ্গুয়েজ এর  সহজ ও সংক্ষিপ্ত রূপ । আপনি যদি ওয়েব এপ্লিকেশন তৈরী করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে এছাড়া ওয়েব এপ্লিকেশন তৈরি করা প্রায় অসম্ভব ।  এই জাভাস্ক্রিপ্টের জন্মই সি /সি প্লাস প্লাস ও জাভা ল্যাঙ্গুয়েজ থেকে । তবে জাভাস্ক্রিপ্টে সিনট্যাক্স সি / সি++/  জাভার মতো হলেও এখানে তাদের মত ওতো জটিলতা নেই  ।

প্রোগ্রামিং ক্যারিয়ার গড়তে ৫টি টিপস্ 

জাভাস্ক্রিপ্ট এর সংক্ষিপ্ত ইতিহাস

জাভাস্ক্রিপ্ট উদ্ভাবন করেছেন নেটস্কেপ  কমিউনিকেশন কর্পোরেশন এর প্রোগ্রামার Brendan Eich 1995 সালের সেপ্টেম্বর মাসে LiveScript  নামে প্রথমবারের মতো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর আত্মপ্রকাশ পায় । এরপর হাজার 995 সালের 4 ই ডিসেম্বর এর নাম পরিবর্তন করে জাভাস্ক্রিপ্ট রাখা হয় যদিও তখনো জাভাস্ক্রিপ্টের অফিশিয়ালি নাম জাভাস্ক্রিপ্ট ছিলনা, তখন ছিল EcmaScript ।  তখন EcmaScript  তখন ডেভলপ ও নিয়ন্ত্রণ করত ECMA নামক একটি আন্তর্জাতিক সংগঠন । ECMA  এর পূর্ণরূপ হল (European Computer Manufacturers Association) ।



জাভাস্ক্রিপ্ট এর সাহায্যে কি ধরনের কাজ করা যায় 

  • ওয়েবসাইটে ঘরে তৈরি
  •  মাউস এর মাধ্যমে সৃষ্ট এনিমেশন
  •  ওয়াইফাই পাসওয়ার্ড প্রদান
  •  ব্রাউজারের নাম আইএসপি যে নেতা ইউজারকে জানানো
  •  সময়ের সাথে অভিবাদন জানানো
  •  সময়ের সাথে পরিবর্তন
  •  পরিবেশের কিছু সময় পর অন্য লোকেশনে নিয়ে যাওয়া
  •  বিভিন্ন কন্ডিশন এর উপর ভিত্তি করে অন্য পেজে প্রবেশের সুযোগ দেওয়া
  •  গেম তৈরি ইনপুট ও এনভারমেন্ট অনুযায়ী সাড়া দেওয়া
  •  ডায়নামিক ড্রপডাউন মেনু
  •  মেসেজ
  •  পপআপ উইন্ডো
  •  ফর্ম ভ্যালিডেশন
  •  সহ আরো নানা ধরনের কাজ করা যায় জাভাস্ক্রিপ্ট সাহায্যে আপনি যখন কাজ শিখবেন যখন কাজ করবেন তখন আপনি আরো জানতে পারবেন 

প্রোগ্রামিং ক্যারিয়ার গড়তে ৫টি টিপস্ 

জাভাস্ক্রিপ্ট কেন প্রয়োজনীয় ?

ডায়নামিক ওয়েব পেজের মূল চালিকা শক্তি হচ্ছে স্ক্রিপ্ট । এইচটিএমএল সিএসএস দিয়ে আপনি একটি সাইট তৈরী করলেন কিন্তু তাকে গতিময়, ইন্টারেক্টিভ করতে পারবেন না । ইন্টারেক্টিভ, এক্সিকিউটেবল, গতিময় করতে ওয়েব পেজে প্রোগ্রামিং । আর ওয়েবপেজে এ প্রোগ্রামিং এর কাজ করা হয় স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন । স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে তুলনামূলক সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কিজাভাস্ক্রিপ্ট । 

Download JavaScript Free PDF

এছাড়া :

 

অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি, কোর্স এবং বইটিগুলো আপনাদের কিছুটা হলেও শিখতে সাহায্য করবে। কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাস করতে পারেন। কোনো জিজ্ঞাসা বা জানার থাকলে আমাদের নতুন যুক্ত হওয়া “আপনার জিজ্ঞাসা” তে প্রশ্ন করতে পারবেন । আমাদের টিম আপনার প্রশ্নের উত্তর দিতে সর্বদাই প্রস্তুত।  আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক পেইজ ও গ্রুপের মাধ্যমে । আপনাদের যেকোন বই লাগলে আমাদের অবশ্যই জানাবেন। আমরা যথাসাধ্য দেয়ার চেষ্টা করবো।

The post জাভাস্ক্রিপ্ট বই এবং কোর্স ফ্রি পিডিএফ ডাউনলোড |JavaScript Bangla PDF Books & Course Download appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/javascript-pdf-books-download/feed/ 0
Download ঘরে বসে Spoken English Book PDF ৫০% ছাড়ে ! https://editorgo.com/download-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-spoken-english-book-pdf-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87/ https://editorgo.com/download-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-spoken-english-book-pdf-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87/#respond Thu, 24 Jun 2021 15:35:54 +0000 https://editorgo.com/?p=1129 মুনজেরিন শহীদের ঘরে বসে Spoken English বই ৫০% ছাড়ে ! আস সালামুয়াইকুম । আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুনজেরিন শহীদের ঘরে বসে Spoken English বই । বর্তমান বিশ্বে ইংরেজির কিরূপ চাহিদা সেটা আ নতুন করে বলতে হবে বলে আমি করি না। এখন স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় ইংরেজির …

The post Download ঘরে বসে Spoken English Book PDF ৫০% ছাড়ে ! appeared first on Editor Go.

]]>
মুনজেরিন শহীদের ঘরে বসে Spoken English বই ৫০% ছাড়ে !

আস সালামুয়াইকুম । আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুনজেরিন শহীদের ঘরে বসে Spoken English বই । বর্তমান বিশ্বে ইংরেজির কিরূপ চাহিদা সেটা আ নতুন করে বলতে হবে বলে আমি করি না। এখন স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় ইংরেজির প্রয়োজনীয়তা রয়েছে ।

বইটি কাদের জন্য?

  • কোথা থেকে ইংরেজি শিখবেন বুঝছেন না যারা।
  • মুখে ইংরেজি শুনলে বন্ধুরা হাসাহাসি করে যাদের।
  • গ্রুপ প্রেজেন্টেশনে কেউ দলে নিতে চায় না যাদের।
  • গ্রামার শেখার ধৈর্য্য নেই যাদের।
  • অবসরে টুকটাক ইংরেজি শিখতে চান যারা।
  • IELTS স্পিকিং টেস্টে ভাল করতে চান যারা।

 

বইটির উল্লেখিত মূল্য হচ্ছে 150 টাকা কিন্তু বর্তমানে টেন মিনিট স্কুলে সীমিত সময়ের জন্য 50% ছাড়ের অফার চলছে । তাই আপনি ব্মইট মাত্র 75 টাকায় পাচ্ছেন। নিচে দেওয়া লিংকে মাধ্যমে আপনি বইটি ক্রয় করতে পারেন ।

GHORE BOSE SPOKEN ENGLISH BOOK

যেকোনো ধরনের সমস্যায় পড়লে অবশ্যই আমাদের জানাবেন । আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে এখানে ক্লিক করুন

The post Download ঘরে বসে Spoken English Book PDF ৫০% ছাড়ে ! appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/download-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-spoken-english-book-pdf-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87/feed/ 0
ঘরে বসে আয় করুন PDF DOWNLOAD – জয়িতা ব্যানার্জী https://editorgo.com/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-pdf-download/ https://editorgo.com/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-pdf-download/#respond Sat, 12 Jun 2021 15:57:27 +0000 https://editorgo.com/?p=1081 ঘরে বসে আয় করুন  – জয়িতা ব্যানার্জী  আসসালামু আলাইকুম । আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে গিয়ে ঘরে বসে আয় করুন PDF DOWNLOAD  জয়িতা ব্যানার্জী বইটি নিয়ে। বইটি কেন পড়বেন? আমাদের মাঝে অনেকেই ঘরে বসে আয় করার জন্য বিভিন্ন গণমাধ্যমে ফ্রিল্যান্সিং এর উপায় খুঁজে থাকে। অনেক সময় …

The post ঘরে বসে আয় করুন PDF DOWNLOAD – জয়িতা ব্যানার্জী appeared first on Editor Go.

]]>
ঘরে বসে আয় করুন  – জয়িতা ব্যানার্জী

 আসসালামু আলাইকুম । আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে গিয়ে রে বসে আয় করুন PDF DOWNLOAD  জয়িতা ব্যানার্জী ইটি নিয়ে।

বইটি কেন পড়বেন?

আমাদের মাঝে অনেকেই ঘরে বসে আয় করার জন্য বিভিন্ন গণমাধ্যমে ফ্রিল্যান্সিং এর উপায় খুঁজে থাকে। অনেক সময় অনেকে খুব বেশি তথ্য না নিয়েই বিভিন্ন কাজে যুক্ত হয়ে যায় এবং প্রতারণার শিকার হয়।

এসকল ঘটনা থেকে রক্ষা পেতে দরকার ফ্রিল্যান্সিং নিয়ে একটি স্বচ্ছ ধারণা, যা পাওয়া সম্ভব ‘ঘরে বসে আয় করুন’ বইটি থেকে।

বইটি কাদের জন্য?

মূলত যারা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী প্রার্থী সম্পর্কে জানতে আগ্রহী তাদের কেন্দ্র করে বইটি লিখেছেন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে আগ্রহী হন এবং প্রতারণার হাত থেকে রক্ষা পেতে চান তাহলে আপনার বইটি পড়া উচিত বলে আমি মনে করি। আমি নিজে বইটি পড়ে দেখেছি সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে । আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে বইটি আপনাকে আত্মবিশ্বাস জোগাবে এবং আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নানাভাবে সহায়তা করবে বলে আমি মনে করি।

 বইটিতে কি কি রয়েছে?

 আগেই বলেছি বইটিতে মূলত ফ্রীলান্সিং বিষয় নিয়ে লেখা। এতে মোট 12 টি অধ্যায় রয়েছে । প্রত্যেকটি অধ্যায়ে গুরুত্বসহকারে নিয়ে নানা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে । বইয়ের শেষের পাতা কিছু গুরুত্বপূর্ণ স্কিল তথা গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে এছাড়াও বইটিতে আলোচনা করা হয়েছে ফ্রিল্যান্সিংয়ের হাতে খড়ি নানা বিষয় সম্পর্কে যেমন মার্কেটপ্লেস কি record-breaking কি কিভাবে মার্কেট রিচার্জ করে এবং ইত্যাদি আরও নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।



এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে

– একদম শুরু থেকে Freelancing এর Details Idea

– Market Place সম্পর্কে বিস্তারিত আলোচনা।

– Graphics Design এর Basic Idea

– Web Development এর ধারণা

– Inshot ব্যবহার করে ভিডিও এডিটিং এর ধারণা

– Marketplace ও Payment Method এর Idea

ghore bose aay korun pdf download

বইটির মূল্য কত?

 বইটির পিডিএফ ভার্সন আপনি চাইলে নিতে পারবেন এরমধ্যে মূল্য হচ্ছে পিডিএফ এর মুদ্রিত মূল্য হচ্ছে 150 টাকা তবে আপনি যদি আমাদের দেওয়া লিঙ্ক থেকে নেন 50% ছাড় অর্থাৎ 75 টাকায় আপনি পেয়ে যাবেন তাই আর দেরি না করে বইটি  নিয়ে ফেলুন  এবং আপনার ক্যারিয়ারকে প্রসারিত করুন ।

ঘরে বসে আয় করুন – জয়িতা ব্যানার্জী

বইটি ডাউনলোড করে এখন আপনি সঠিক ভাবে শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং এর যাত্রা। এছাড়াও বইয়ের পাশাপাশি ঘরে বসে Freelancing কোর্স টি করে নিতে পারেন যা আপনার ক্যারিয়ার গঠনে আরো এক ধাপ এগিয়ে নিবে। কোর্সটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্কিল তৈরি করে ঘরে বসে আয় করুন নিশ্চিন্তে আর্টিকেলটি পড়তে পারেন।

 

এছাড়াও যেকোন ধরনের জিজ্ঞাসা থাকলে আমাদের কে জিজ্ঞাস করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে এড হতে চাইলে এখানে ক্লিক করুন।

The post ঘরে বসে আয় করুন PDF DOWNLOAD – জয়িতা ব্যানার্জী appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-pdf-download/feed/ 0
বিলিয়ন ডলার স্টার্টআপ – মুনির হাসান https://editorgo.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%86%e0%a6%aa/ https://editorgo.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%86%e0%a6%aa/#respond Tue, 01 Jun 2021 07:36:03 +0000 https://editorgo.com/?p=1004 আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মনির হাসান স্যারের বিলিয়ন ডলার স্টার্টআপ বইটি নিয়ে। মুনির হাসান সম্পর্ক জানতে ঘুরে আসতে পারেন  মুনির হাসান ডট কম থেকে । নাম শু‌নেই বুঝতে পার‌ছেন কি নি‌য়ে লিখা! বি‌লিয়ন টাকা হ‌লেও হ‌তো গ‌ুন‌তে পারতাম কিন্তু এগুলো তো বি‌লিয়ন ডলারের গল্প! মু‌নির স্যা‌রের মত আ‌মিও ডলার গুন‌তে …

The post বিলিয়ন ডলার স্টার্টআপ – মুনির হাসান appeared first on Editor Go.

]]>
আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মনির হাসান স্যারের বিলিয়ন ডলার স্টার্টআপ বইটি নিয়ে।
মুনির হাসান সম্পর্ক জানতে ঘুরে আসতে পারেন  মুনির হাসান ডট কম থেকে ।
নাম শু‌নেই বুঝতে পার‌ছেন কি নি‌য়ে লিখা! বি‌লিয়ন টাকা হ‌লেও হ‌তো গ‌ুন‌তে পারতাম কিন্তু এগুলো তো বি‌লিয়ন ডলারের গল্প! মু‌নির স্যা‌রের মত আ‌মিও ডলার গুন‌তে শুরু করলাম। আ‌গে বই অর্ডার দি‌য়ে তারপর ডলারের হিসাব কর‌তে ব‌সে প‌ড়েছিলাম। য‌দিও পরবর্তী‌তে দেখলাম বই‌তে সহজ ভাষায় তা দেয়‌া আ‌ছে। কিছু কিছু বই আ‌ছে যেগু‌লো আপনা‌কে গল্প শোনা‌বেও সাথে বুঝ‌তে, শিখতে ও চিন্তা করতেও সাহায্য কর‌বে। আপ‌নি য‌দি নিচক গল্প প্রে‌মিকও হোন তাহলে গল্প যেমন নি‌তে পার‌বেন সা‌থে ফ্রি নোটও পে‌য়ে যা‌বেন।

বিলিয়ন ডলার স্টার্টআপ বইটি কি নিয়ে লিখা?

মূলত বই‌টি‌তে ১৩ টি ভিন্নধর্মী স্টার্টআপ সর্ম্প‌কে বলা হ‌য়ে‌ছে। যাদের মা‌র্কেট ভেল্যু বি‌লিয়ন ডলা‌রেও উপ‌রে! প্র‌ত্যেক টি গল্পই আপনা‌কে নতুন নতুন কিছু বুঝ‌তে , ভাব‌তে শিখা‌বে। প্র‌ত্যেক‌টি গ‌ল্পেরই রয়ে‌ছে ভিন্নতা। আপ‌নি য‌দি ভেবে থা‌কেন , বি‌লিওনিয়ার প্র‌তিষ্ঠান শুরু কর‌তে অ‌নেক অ‌নেক অ‌র্থের প্রয়োজন তাহ‌লে বইটা পড়‌লে আপনার ভুলটা ভাঙ্গবে। অ‌র্থের প্র‌য়োজন হ‌বে সেটা ঠিক , ত‌বে সবচে‌য়ে বড় হ‌চ্ছে আত্ন‌বিশ্বাস ,ম‌নোবল, কাজ করার ইচ্ছা। শুধু প‌রিকল্পনাই ক‌রে গে‌লেন আর মা‌ঠে নাম‌লেন না, তাহ‌লে ফলাফল শূণ্যই থাক‌বে। সমস্যা থে‌কেই প্র‌য়োজনীয়তার সৃ‌ষ্টি হ‌বে। বই‌য়ের শেষাং‌শে “পাচঁ মা‌সেই কো‌টিপ‌তি” গল্প থে‌কে বুঝ‌তে পার‌বেন সমস্যা থে‌কে সমাধা‌নের উপায় বের করার রহস্য।

পাচঁ মাসে মিলিয়নিয়ার হওয়ার গল্প টি পড়তে এখানে ক্লিক করুন

 

সম্পূর্ণ বইটির রিভিউ পড়তে এখানে ক্লিক করুন। 

The post বিলিয়ন ডলার স্টার্টআপ – মুনির হাসান appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%86%e0%a6%aa/feed/ 0
প্যারাসাই‌কোল‌জি মায়াস্বর্গ – ‌মোশতাক আহমেদ। https://editorgo.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e2%80%8c%e0%a6%95%e0%a7%87%e0%a6%be%e0%a6%b2%e2%80%8c%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b8/ https://editorgo.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e2%80%8c%e0%a6%95%e0%a7%87%e0%a6%be%e0%a6%b2%e2%80%8c%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b8/#respond Tue, 04 May 2021 18:21:38 +0000 https://editorgo.com/?p=923 মায়‌াস্বর্গ বই‌টি মূলত প্যারাসাই‌কোল‌জির উপন্যা‌সের বই। প্যারাসাইকল‌জি আস‌লে টেলিপ্যাথি থেকে শুরু করে ভবিষ্যতের জিনিস দেখতে পাওয়া,সাইকোকাইনেসিস বা বিশেষ ক্ষমতার বলে মানুষের শরীরকে প্রভাবিত করার ক্ষমতা,পুনর্জন্ম বা আদৌ পুনর্জন্ম বলে কিছু হয় কিনা,এমনকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ যে সমস্ত অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়—সেটাই প্যারাসাইকোলজির বিষয়বস্তু। ত‌বে বলা রাখা ভা‌লো বিজ্ঞান এ প্যারাসাই‌কোল‌জি বিষয়‌কে অস্বীকার ক‌রে। য‌দিও …

The post প্যারাসাই‌কোল‌জি মায়াস্বর্গ – ‌মোশতাক আহমেদ। appeared first on Editor Go.

]]>

মায়‌াস্বর্গ বই‌টি মূলত প্যারাসাই‌কোল‌জির উপন্যা‌সের বই। প্যারাসাইকল‌জি আস‌লে টেলিপ্যাথি থেকে শুরু করে ভবিষ্যতের জিনিস দেখতে পাওয়া,সাইকোকাইনেসিস বা বিশেষ ক্ষমতার বলে মানুষের শরীরকে প্রভাবিত করার ক্ষমতা,পুনর্জন্ম বা আদৌ পুনর্জন্ম বলে কিছু হয় কিনা,এমনকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ যে সমস্ত অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়—সেটাই প্যারাসাইকোলজির বিষয়বস্তু। ত‌বে বলা রাখা ভা‌লো বিজ্ঞান এ প্যারাসাই‌কোল‌জি বিষয়‌কে অস্বীকার ক‌রে। য‌দিও কাককা‌লীয় এরকম অ‌নেক বিষয়ই মি‌লে যায়।

এবার মূল উপন্যাসে আশা যাক, প্যারাসাই‌কোল‌জি মায়াস্বর্গ – ‌মোশতাক আহমেদ এর উপন্যাসে

আজাদ ও শারমী‌রের সু‌খের সংসার ত‌বে সন্তান না হওয়ায় কিছুটা দু:খ তা‌দের ম‌ধ্যে বিরাজ ক‌রেই। ত‌বে আজাদ বিশ্বাস ক‌রে তা‌দের আজ হোক বা কাল হোক সন্তান আস‌বেই। ত‌বে তা‌দের এ সুখের সংসা‌রে হানা দেয় মায়াস্বর্গ নামক একটা কাল্প‌নিক জগ‌তের । যেটা‌তে শার‌মিন যায় মা‌ঝে মা‌ঝে । দিন যতই বাড়‌তে থা‌কে শার‌মি‌নের মায়াস্ব‌র্গের প্র‌তি ততই মোহ বাড়‌তে থা‌কে। ফ‌লে‌ সৃ‌ষ্টি হয় পা‌রিবা‌রিক কলাহল‌।

আজাদ ম‌নে ক‌রে ছি‌লো এটা মান‌সিক সমস্যা । তাই এ সংকট থে‌কে মু‌ক্তি পে‌তে আজাদ শরণাপন্ন হন ম‌নো‌চি‌কিৎসক ডাক্তার তরফদা‌রের কা‌ছে। ডাক্তার তরফদারও সব কিছু শু‌নে ম‌নে ক‌রে‌ছি‌লেন সি‌জো‌ফ্রে‌নিয়া। কিন্তু না। তি‌নি ধী‌রে ধী‌রে বুঝ‌তে পা‌রেন শারমী‌রের র‌য়ে‌ছে অ‌তিপ্রাকৃত ক্ষমতা । সমস্যার সমাধান খুজঁ‌তে ডাক্তার তরফদারও লে‌গে প‌রেন অনুসন্ধান কর‌তে ।

————————————————————————————————————–

আরো বই রিভিউ পড়তে চাইলে এখানে ক্লিক করুন। 

আরো পডুন : চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম

আরো পডুন : প্রোগ্রামিংয়ের আর্শ্চয জগৎ – তামিম শাহরিয়ার সুবিন

আরো পডুন : স্ক্র ইট, লেটস ডু ইট – রিচার্ড ব্রানসন PDF DOWNLOAD

————————————————————————————————————–

সার‌মিন তার সৃ‌ষ্টিকৃত মায়াস্ব‌র্গে শায়লা না‌মের একজ‌নের দেখ‌তে পায় এবং তার এক‌টি মে‌য়েও আ‌ছে। শায়লা খুব ক‌ষ্টে আ‌ছে । কিন্তু শার‌মিন তা‌দের দেখ‌তে পে‌লেও মায়াস্ব‌র্গে কোন কিছু ধর‌তেও পা‌রে না , সাহায্যও কর‌তে পা‌রে না। কিন্তু শায়লা তার কাছ থে‌কে সাহায্য চায়। ফ‌লে শার‌মিন আ‌রো ব্যাকুল হ‌য়ে যায় শায়লাকে খুজঁ‌তে।

শেষ পযর্ন্ত কি শার‌মিন শায়লা‌কে খু‌জেঁ পেয়েছিলো? মায়াস্ব‌র্গের বা শেষ পযর্ন্ত কি‌ হ‌লো তা জান‌তে হলে পড়‌তে হ‌বে বই‌টি।

ব্যাক্তিগত মতামত :

স‌ত্যিই অসাধারণত লে‌গে‌ছে। অসাধারণ লিখ‌নি। ত‌বে যারা প্যারাসাইক‌ল‌জির বই প‌ড়ের তারা কিছুটা হতাশ হ‌তে পা‌রেন। আ‌মি এরকম আ‌গে প‌ড়ে‌ছিলাম বিধায় উপন্যা‌সের অ‌র্ধে‌কের বে‌শি‌ কিছু পড়ার প‌রেই ধারণা কর‌তে পে‌লেছিলাম সাম‌নে কি হ‌বে। ত‌বে সব মিলি‌য়ে ভা‌লোই বই‌টি।

এ ছাড়াও আরো নিত্য নতুন শিক্ষা , তথ্য প্রযুক্তি , বুক, ফ্রি পিডিএফ ম বুক রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন।

The post প্যারাসাই‌কোল‌জি মায়াস্বর্গ – ‌মোশতাক আহমেদ। appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e2%80%8c%e0%a6%95%e0%a7%87%e0%a6%be%e0%a6%b2%e2%80%8c%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b8/feed/ 0
চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম By ঝংকর মাহবুব https://editorgo.com/cheshtar-gymnasium-futurer-calcium/ https://editorgo.com/cheshtar-gymnasium-futurer-calcium/#respond Wed, 21 Apr 2021 19:18:20 +0000 https://editorgo.com/?p=851 চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম By ঝংকর মাহবুব আস সালামুয়লাইকুম, প্রিয় পাঠকগণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝংকর মাহবুব এর লিখিত চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম বইটি । চলুন কথা না বাড়িয়ে বইটি সম্পর্কে জানা যাক। বইটি কাদের জন্য ?  ইন্টার উঠারে প‌রের সময়টা কম‌বে‌শি প্রায় অনেক এর জীবনেই অনেকটাই ক্রি‌টিক্যাল। …

The post চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম By ঝংকর মাহবুব appeared first on Editor Go.

]]>
চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম By ঝংকর মাহবুব

আস সালামুয়লাইকুম, প্রিয় পাঠকগণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝংকর মাহবুব এর লিখিত চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম বইটি । চলুন কথা না বাড়িয়ে বইটি সম্পর্কে জানা যাক।

বইটি কাদের জন্য ? 

ইন্টার উঠারে প‌রের সময়টা কম‌বে‌শি প্রায় অনেক এর জীবনেই অনেকটাই ক্রি‌টিক্যাল। এর সময় অনেক নতুন নতুন মানু‌ষের সা‌থে দেখা হয় , নতুন নতুন প‌রি‌বেশ এ যে‌তে হয় , অ‌নেক গুরুত্বপূর্ণ বিষ‌য়ে সিদ্ধান্তও  নি‌তে হয়। ফ‌লে ঐ সময় আমরা অ‌নেকেই এক প্রকার হতাশায় ভু‌গি । হতাশা বল‌লে ঠিক হ‌বে না আস‌লে ভু‌গি সিদ্ধান্তহীনতায় । কোন সম‌য়ে কোন টা কর‌বো , কি করা উঠিত , কার সাথে আড্ডা দেয়া উ‌ঠিত ইত্যা‌দি নি‌য়েই সিদ্ধান্তহীনত‌ার সমস্যায় ভু‌গি। ঐসব ভুক্তভুগ‌ি‌দের জন্য মূলত বই‌টি। সবই‌টি সহজ প্রত্যক‌টি গুরুত্বপূর্ণ বিষয় নি‌য়ে আ‌লোচনা করা হ‌য়েছে।   

বইয়ের মুল চরিত্রসমূহ 

চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম এর মূল চরিত্র হতে শাবাব। তাকে কেন্দ্র করেই লিখা বইটি। শাবাব তার পড়াশুনা ক্যারিয়া সবকিছু নিয়ে একপ্রকার হতাশার মধ্যে দিয়ে যায় । তার ঐ মূহুর্তে তার এক বড় ভাইর কাছ থেকে পরার্মশ দেয়। ওনার নাম ছিলো ফাহিম। শাবাব কে তার নানা বিষয়ে বাস্তববাদী অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে জ্ঞান দেয় এবং সে গুলোকে কাজে লাগিয়ে শাবাব সফলও হয়।

 বইটি মূলত তরুণদের কে কেন্দ্র করেই লিখা হয়েছে। বইতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যা ছিলো সময় উপযোগী । বইতে একটি ইন্টারেস্টিং বিষয় ছিলো সেটা ক্যাপাবেলেটি পরিক্ষা করার জন্য একটি মেরুদন্ড এবং কিছু প্রশ্ন ‍। যেগুলো উত্তর দেয়ার মাধ্যমে জানা যাবে নিজের অবস্থান কোন অবস্থায় আছে। দেরি না করে আজই পড়া শুরু করুন। 

চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম
চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম

 

বইটির কপিরাইট থাকায় আমরা বইটির পিডিএফ দিতে পারছিনা। রকমারি থেকে সংগ্রহ করতে ক্লিক করুন

The post চেষ্টার জিম‌নেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম By ঝংকর মাহবুব appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/cheshtar-gymnasium-futurer-calcium/feed/ 0
প্রোগ্রামিংয়ের আর্শ্চয জগৎ – তামিম শাহরিয়ার সুবিন https://editorgo.com/proggaminger-ashchorjo-jogot/ https://editorgo.com/proggaminger-ashchorjo-jogot/#respond Mon, 19 Apr 2021 21:54:25 +0000 https://editorgo.com/?p=828 বতর্মান আর ভবিষ্যৎ সময়ের প্রধান হাতিয়ার হচ্ছে তথ্যপ্রযুক্তি । আর এই তথ্য প্রযুক্তি মূলে বা বিশাল একটা অংশ জুড়েই রয়েছে প্রোগ্রামিং । আমরা সকলেই মোটামুটি প্রোগ্রামিং শব্দটির সাথে পরিচিত । কিন্তু তার সম্পর্কে বেশির ভাগ মানুষেরই স্বচ্ছ ধারণা নেই । আবার অনেকেই জানেই না প্রোগ্রামিং জিনিজটাই কি ? তাদের জন্যই একটি পরিষ্কার দিক নির্দেশনা দেয়ার …

The post প্রোগ্রামিংয়ের আর্শ্চয জগৎ – তামিম শাহরিয়ার সুবিন appeared first on Editor Go.

]]>
বতর্মান আর ভবিষ্যৎ সময়ের প্রধান হাতিয়ার হচ্ছে তথ্যপ্রযুক্তি । আর এই তথ্য প্রযুক্তি মূলে বা বিশাল একটা অংশ জুড়েই রয়েছে প্রোগ্রামিং । আমরা সকলেই মোটামুটি প্রোগ্রামিং শব্দটির সাথে পরিচিত । কিন্তু তার সম্পর্কে বেশির ভাগ মানুষেরই স্বচ্ছ ধারণা নেই । আবার অনেকেই জানেই না প্রোগ্রামিং জিনিজটাই কি ? তাদের জন্যই একটি পরিষ্কার দিক নির্দেশনা দেয়ার চেষ্টা করেছেন এই বইটিতে ।

 

প্রোগ্রামিংয়ের আর্শ্চয জগৎ – বইটি কাদের জন্য?

যাদের ছোট থেকেই ইচ্ছা প্রোগ্রামার হওয়া, সিএসই নিয়ে কিছু করা কিন্তু প্রয়োজনীয় দিক-নির্দেশনা পাচ্ছে না তাদের জন্য বইটা অনেকটাই প্রয়োজনীয় । কেননা বইটিতে একেবারে মূল থেকেই আলোচনা করা হয়েছে। সকলেরই তার কাজ সম্পর্কে একটা বিশাদ ধারণা জানা প্রয়োজন পড়ে। সে ক্ষেত্রে যারা কম্পিউটার ,কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার সংযুক্ত বিষয় নিয়ে পড়তে চায় তাদের জন্য একেবারে শুরু থেকে শুরু করে ইন্টারভিউ পযর্ন্ত কি করতে হবে তার জন্য দিক- নির্দেশনা দেয়া হয়েছে।

আমাদের অনেকেরই ধারণা যে, সফটওয়্যার বা প্রোগ্রামিং মানেই তা পিসি বা মোবাইল সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ। আসলে কিন্তু তা না । আমরা দৈনন্দিন জীবনে প্রোগ্রামিংটা নানা কাজেই ব্যবহার করছি বা হচ্ছে । রোবট তৈরিতে , চালকবিহীন গাড়িতে, র্স্মাট ওয়াচ-টিভি-ফ্রিজ, কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ ইত্যাদি এরকম অনেক ক্ষেত্রেই প্রোগ্রামের ব্যবহার রয়েছে।

আবার অনেকের মনে প্রশ্ন জাগে যে প্রোগ্রামার হতে হলে কি করতে হবে?

প্রোগ্রামিং বিষয়কে আমরা প্রচলিত অর্থে যেভাবে চিন্তা করে , আসলে প্রোগ্রামিং জগৎ টা  সেরকম নয়। প্রোগ্রামার হতে গেলে সর্বপ্রথম পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করার মানসিকতা থাকতে হবে। প্রতিদিন কমপক্ষে এক থেকে দুই ঘন্টা ব্যয় করতে হবে ,ধৈর্য থাকতে হবে । আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শেখার আগ্রহটা থাকতে হবে ।এছাড়াও অনেকের , সিএস, নাকি সিএসই ,নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোনটা নিয়ে পড়াশোনা করব এটা নি‌য়ে চিন্তা প‌ড়ে যায় ? বিষয় বাছাইয়ের সেক্ষেত্রে সবগুলাই বিষয়ে মোটামুটি কাছাকাছি তেমন কোন উ‌ল্লেখ্য পার্থক্য নেই ।

প্রথমে কোন ভাষায় প্রোগ্রামিং শিখবো?

প্রথম দি‌কে অ‌নেকেই কোন ভাষা দি‌য়ে প্রোগ্রা‌মিং কর‌বে , কোনটা কর‌লে ভা‌লো হবে , সেটা নি‌য়ে অ‌নেকেই দ্বিদা দ্ব‌ন্দে থা‌কে ।আস‌লে কোন প্রোগ্রামিং ভাষা শিখব সেটা অনেকটা নির্ভর করবে আপ‌নি কোন পর্যায়ে আছি সেটার উপর । যদি প‌লি‌টেক‌নিক সেক্ট‌রে হয় তার জন্য হবে বেস্ট অপশন হবে পাইথন দিয়ে করা । কেননা ৩য় পর্ব থে‌কে তা‌দের পাইথন র‌য়ে‌ছে । আর যদি স্কুল বা কলেজ সেক্টর হয় তাহলে(সি) শেখাটা বেটার অপশন । আর প্রাইমা‌রি ‌দের ক্ষে‌ত্রে স্ক্র্যাচ দি‌য়ে শিখ‌তে পারা যায় ।

এছাড়া রয়েছে প্রোগ্রামিং শিখার জন্য প্রয়োজনীয় টিপস, সফটওয়্যার শিল্পে ক্যারিয়ার সম্পর্কে আলোচনা, সফটওয়্যার ইন্ডাস্ট্রি তে আসার আগে কি কি করতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ইন্টার‌ভিউ কিরকম হ‌তে পা‌রে বা ‌কি কি স্কিল থাকা লাগ‌বে , সেরা প্রোগ্রামার হ‌তে করণীয় কি ! ইত্যা‌দি বিবিধ বিষয় দি‌য়ে আ‌লোচনা করা হয়ে‌ছে । যা একজন স্বপ্নচারী প্রোগ্রা‌মের জন্য জানা খুবই প্র‌য়োজনীয় ।

বইয়ের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো –

  • এ‌কেবা‌রে সহজ সাবলীল ভাষায় লিখা ।
  • গ্রোগ্রা‌মিং ক্যা‌রিয়ার নি‌য়ে মোটামু‌টি A to Z আ‌লোচনা করা ।
  • প্রোগ্রা‌মিং চর্চা জন্য জাজ গুলা উল্লেখ করা ।
  • বিভিন্ন প্র‌য়োজনীয় টিপস ।
  • ইন্ডা‌স্ট্রি‌তে আসার আ‌গের সর্ম্প‌কে ধারণা ।
  • ইন্টারভিউ সম্পর্কে ধারণা দেয়া ।
  • বি‌ভিন্ন স্কিল গ্রো করার ধারণা ।

স‌র্বোপ‌রি প্রোগ্রামিং আর্শ্চয জগৎ বইটিতে লেখকের সবগুলো দিক-নি‌র্দেশনা খুবই কার্যকর  বলে মনে হয়েছে। বই সংগ্রহ করতে ক্লিক করুন

The post প্রোগ্রামিংয়ের আর্শ্চয জগৎ – তামিম শাহরিয়ার সুবিন appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/proggaminger-ashchorjo-jogot/feed/ 0
স্ক্র ইট, লেটস ডু ইট – রিচার্ড ব্রানসন PDF DOWNLOAD https://editorgo.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a6%b8-%e0%a6%a1%e0%a7%81-%e0%a6%87%e0%a6%9f/ https://editorgo.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a6%b8-%e0%a6%a1%e0%a7%81-%e0%a6%87%e0%a6%9f/#respond Mon, 19 Apr 2021 17:22:20 +0000 https://editorgo.com/?p=803 আপ‌নি য‌দি নিরাপদ জীবন বেচে নেন ত‌বে আপ‌নি কখনই জান‌তে পার‌বেন না জ‌য়ের আনন্দ কেমন । – ‌রিচার্ড ব্রানসন। আজকে আমরা আলোচনা করবো রিচার্ড ব্রনসন এর স্ক্র ইট, লেটস ডু ইট বইটি নিয়ে। রিচার্ড ব্রারসনের সর্ম্পূণ নাম হলো রিচার্ড চার্লস নিকোলাস ব্রানসন । তিনি হচ্ছেন একজন ইংরেজ ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। তিনি হচ্ছেন যুক্তরাজ্যের বিখ্যাত ভার্জিন গ্রুপের …

The post স্ক্র ইট, লেটস ডু ইট – রিচার্ড ব্রানসন PDF DOWNLOAD appeared first on Editor Go.

]]>
আপ‌নি য‌দি নিরাপদ জীবন বেচে নেন ত‌বে আপ‌নি কখনই জান‌তে পার‌বেন না জ‌য়ের আনন্দ কেমন । –
‌রিচার্ড ব্রানসন।

আজকে আমরা আলোচনা করবো রিচার্ড ব্রনসন এর স্ক্র ইট, লেটস ডু ইট বইটি নিয়ে। রিচার্ড ব্রারসনের সর্ম্পূণ নাম হলো রিচার্ড চার্লস নিকোলাস ব্রানসন  তিনি হচ্ছেন একজন ইংরেজ ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। তিনি হচ্ছেন যুক্তরাজ্যের বিখ্যাত ভার্জিন গ্রুপের এর প্রতিষ্ঠাতা। ২০১৩ সালের এক জরিফ অনুযায়ী তার বার্ষিক  সম্পদের পরিমাণ ছিলো প্রায় ৪.৬ বিলিয়ন মার্কিন ডলার। যাইহোক , বইতে ফেরা যাক।

বইটি মূলত ব্যবসা কেন্দ্রিক। যারা গ‌ল্পের চ‌লে বা জীবনীর মাধ্য‌মে শিখ‌তে ভা‌লোবা‌সেন তা‌দের জন্য অসাধারণ হ‌বে।  রিচার্ড তার ব্য‌ক্তি জীবনে নানা ঘটনার মাধ্য‌মে বু‌ঝি‌য়ে‌ছেন ব্যবসায়িক নানা দিক । সব ঘটনা তো বলা সম্ভব না , তাই সং‌ক্ষিপ্ত আকা‌রে বই‌য়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো ।

যা করতে চান তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন।

আপনি যদি কোন কিছু করতে চান তাহলে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে নামবেন। আপনি কি করতে চান আগে সেটা ভালোভোবে বুঝতে চেষ্টা করবেন। নাম মাত্র কা‌জে নে‌মে পড়বেন না । নাম মাত্র কাজে নেমে পড়লে দিন শেষে আপনার নিজেই ক্ষতি।

লক্ষ্য ঠিক করুন পূর্ণ উজ্জীবিত থাকুন

যাই করতে চান না কেন তার জন্য আপনি একটি ঠিক লক্ষ্য ঠিক করুন এবং সেই ভাবে লক্ষ্যে দিকে এগিয়ে যান । সবসময় পরিকল্পনা করতে একটি বা দুইটি অতিরিক্ত পরিকল্পনা হাতে রাখবেন যেন একটি ঠিক ভাবে না কার্যকর না হলে পুনরায় অন্য একটি পরিকল্পনায় কাজে লাগানো যায়।

চেষ্টা করুন, হাল ছেড়েদিবেন না।

আপনার চেষ্টা আপনার চালিয়ে যাবেন। হাল ছাড়বেন না। প্রয়োজনে পরিকল্পনা করতে অতিরিক্ত সময় নিন । পরিকল্পনার কোথায় ভুল তা খুজেঁ বের করতে চেষ্টা করুন। মনে রাখবের ছেড়ে দিলেন তো হেরে গেলেন।



নিজের প্রতি বিশ্বাস রাখুন।

সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখবেন যে আপনি করতে পারবেন। আপনার যদি আত্ন বিশ্বাস থাকে তাহলে আপনার আত্নবিশ্বাসই অর্ধেক কাজ সহজ করে  দিবে।

কে অপর কে সহায়তা করুন।

ব্যবসায় ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবেই । তবে তার জন্য একে অপরকে হিংসা বা ক্ষতি করার চেষ্টা করা যাবে না। বরং সাহায্য সহযোগিতার মনভাব রাখতে হবে।

 সময় নষ্ট করবেন না, আপনান সম্ভাবনাগুলোকে আঁকড়ে ধরুন

কিছু একটা করবেন , তার জন্য পরিকল্পনাও করলে কিন্তু কাজে নামলেন না। তাহলে ফলাফলটা এক প্রকার সময় নষ্ট করাই। তাই সময় নষ্ট না করে কাজে লেগে যান । প্রয়োজনে বড়েদের কাজ থেকে সহযোগিতা চান।

ঝুকিঁ গুলো নির্ধারণ করুন এবং তা সমাধানের জন্য লেগে যান

কাজ করতে গেলে ঝুকিঁ থাকবেই । ঝুকিঁকে ভয় না পেয়ে বরং তা মোকাবেলা করুন  এবং নিজে সাহসী হোন।

নিজেকে চ্যালেঞ্জ করুন এবং নূতন কিছ চেষ্টা করুন।

প্রতিদিনই নূতন নূতন কিছু শিখতে চেষ্টা করবেন এবং নিজেই চ্যা‌লেঞ্জ নিতে চেষ্টা করবেন।

চোখ বন্ধ রে স্বপ্ন না দেখে বাস্তববাদী য়ে চিন্তা করুন এবং কাজে লেগে যান।

স্বপ্ন দেখাটাই সহজ কিন্তু তা বাস্তবায়ন করা টাই মুখ্য। স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নেও লেগে যান। আপনি যা করতে চাচ্ছেন তা নিয়ে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিন। আপনি যা করতে চাচ্ছেন তা আর কারা কারা বর্তমানে করছে তাদের খোঁজ নিন ।

অ‌ন্যের প্র‌তিশ্রদ্ধাশীল হোক,সৎ ভা‌বে কাজ করুন । সাফল্য আসবেই ।

  নিজেকে ভালোবাসুন ,জীবনের মুহূর্ত লো কে উপভোগ করুন।
সবসময় টাকা পিছ‌নে না ছু‌টে প‌রিবার-প‌রিজন , বন্ধুবান্ধবদেরও সময় দিন। নিজে কে ভালোবাসুন , ভালো খারাপ এর মুহূর্ত গুলো উপভোগ করুন। তাহলেই জীবন সুন্দর হবে।

 

‌প্লেটোর একটা কথা দি‌য়ে শেষ কর‌বো
” শুরুটা কো‌নো কা‌জের জন্য সব‌চে‌য়ে গুরুত্বপূর্ণ । “

 


স্ক্র ইট, লেটস ডু ইট – রিচার্ড ব্রানসন PDF DOWNLOAD

The post স্ক্র ইট, লেটস ডু ইট – রিচার্ড ব্রানসন PDF DOWNLOAD appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a6%b8-%e0%a6%a1%e0%a7%81-%e0%a6%87%e0%a6%9f/feed/ 0
হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download https://editorgo.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf/ https://editorgo.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf/#comments Mon, 21 Dec 2020 05:26:21 +0000 https://editorgo.com/?p=637 এমন একটি সময়ে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি, যখন কিনা প্রোগ্রামিং শিখাটা আমাদের সবার জন্য জরুরী। কিন্তু আমাদের মত অনেক হাবলুই প্রোগ্রামিং এর বিষয়বস্তু ঠিকমত বুঝতে পারে না। তাই বল কি হাবলুদের প্রোগ্রামিং শেখা হবে না? একদমই তা নয়। হাবলুরা অর্থাৎ, তুলনামূলক দুর্বলরা যাতে তাদের মতো করেই প্রােগ্রামিং শিখতে পারে তার জন্য রয়েছে হাবলুদের জন্য প্রোগ্রামিং। …

The post হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download appeared first on Editor Go.

]]>
এমন একটি সময়ে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি, যখন কিনা প্রোগ্রামিং শিখাটা আমাদের সবার জন্য জরুরী। কিন্তু আমাদের মত অনেক হাবলুই প্রোগ্রামিং এর বিষয়বস্তু ঠিকমত বুঝতে পারে না। তাই বল কি হাবলুদের প্রোগ্রামিং শেখা হবে না? একদমই তা নয়। হাবলুরা অর্থাৎ, তুলনামূলক দুর্বলরা যাতে তাদের মতো করেই প্রােগ্রামিং শিখতে পারে তার জন্য রয়েছে হাবলুদের জন্য প্রোগ্রামিং।

যারা পরীক্ষায় ভালো নম্বর পায় না, যাদের ভালো স্টুডেন্ট হিসেবে গণ্য করা হয় না। বরং তাদের পরোক্ষভাবে গাধা, বলদ বা হাবলু হিসেবে সম্বোধন করা হয়। এসব হাবলু পড়ালেখার মাঠে, চাকরির হাটে কিংবা প্রেমের ঘাটে, অনেকটাই পিছিয়ে থাকে। কিন্তু হাবলুরা পড়ালেখায় হাবলু হলেও, দুনিয়ার সবকিছুতে হাবলু না।


►► আরো দেখুন : ডাউনলোড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে
►► আরো দেখুন : ডাউনলোড করুন ওয়েব ডিজাইনের সকল বাংলা বই
►► আরো দেখুন : হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download
►► আরো দেখুন : গ্রাফিক্স ডিজাইন বই PDF Download 2021 Latest Version


ক্লাস ফাঁকি দেওয়ার ফন্দি, শর্টকাটে পাস করার পদ্ধতি, ফ্রেন্ডের পকেট থেকে টাকা খসানোর সিস্টেম, হাবলুদের চেয়ে ভালো কেউ জানে না। তাদের পড়ালেখা মনে না থাকলেও, টিভি সিরিয়ালের কাহিনি, সিনেমার ডায়ালগ, ইন্টারনেটের চিপা-চাপার খবর ঠিকই মনে থাকে। এমনকি এসব জিনিসে চাল্লুদেরও পেছনে ফেলে দেয় তারা। এই সকল হাবলুদের জন্য মজা করে করে লেখক চমৎকার এই বই খানা লিখেছেন। প্রোগ্রামিং এর ব্যাসিক জিনিসগুলো খুব সহজ করে লেখক ঝংকার মাহবুব এই বইটিতে বুঝিয়ে দিয়েছেন।

বিশেষ করে সেই সকল মানুষেরা যা প্রোগ্রামিং এর কিছুই বোঝে না, তাদেরকে হাবলুদের মতো করে, চায়ের দোকানের আড্ডার ভাষা দিয়ে প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়েছে। যাতে হাবলুরা হাবলু স্টাইলে প্রোগ্রামিংয়ের মজা পেয়ে এগিয়ে যেতে পারে। এটি অনুসরণের ফলে অপেক্ষাকৃত দুর্বলরা প্রোগ্রামিং শিখতে দারুণ অনুপ্রাণিত হবে।

হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি কাদের জন্য?

আগেই বলেছি, অপেক্ষাকৃত দুর্বলদের জন্য এই বইটি লেখা। পাশাপাশি যারা ভয়ের কারণে প্রোগ্রামিং শেখা শুরু করতেই পারে না৷ প্রোগ্রামিং কঠিন; সায়লের স্টুডেন্ট বা ম্যাথে ভালো না হলে প্রোগ্রামিং শিখতে পারবে না মনে করে মুখ লুকিয়ে রাখে। তাদের জন্য গল্প আর মজার ছলে, চায়ের আড্ডার মাধ্যমে প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্টগুলো উপস্থাপন করা হয়েছে৷

তাছাড়া স্মার্টফোনে এক্সট্রা কোন এ্যাপ ইনস্টল না করেই প্রোগ্রামিং প্রাকটিস করতে পারবে এমন ধারণা এই বইয়ে দেয়া হয়েছে। আর যারা প্রোগ্রামিং শিখে কিছুটা এগিয়ে আছে, তারাও বইটি পড়ে প্রোপ্রামিংয়ের বেসিক কনসেপ্টগুলো আরো ধারালো করে নিতে পারবে।

বইটি ঝংকার মাহবুবের লেখা সাধারণ মানুষকে প্রোগ্রামিং বোঝার জন্য একটি হাতিয়ার স্বরুপ। এখানে প্রোগ্রাম লেখার বেসিক আইডিয়াগুলাে অত্যান্ত সুনিপুণভাবে আলোচনা করা হয়েছে। একটি ছোট বাচ্চাও এই বই পড়ে বেসিক কন্সেপ্টগুলো ধরতে পারবে।

এই বইয়ে variable, array, while and for loop, basic logic এবং functionএর মতো জটিল ও প্যাচালো বিষয়গুলো সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আপনি এই বইটিকে সাহিত্যিক রসের একটি ভাণ্ডারও বলতে পারেন। যদিও ঝংকার মাহবুবের লেখা সবগুলো বইতেই তিনি চমৎকার হাস্যরসের মাধ্য তার কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেন।

তার এই বইতে ছোট ছোট মজার যুগোপযোগী হাস্যরসাত্মক সংলাপ এবং ঘটনা পাঠকদেরকে আনন্দ দিতে যথেষ্ট। যদিও বইটিতে প্রোগ্রামিং যা দেখানো হয়েছে তা একদমই বেসিক লেভেলের। যেটি যতদূর মনে হয় টার্গেট অডিয়েন্স বাচ্চা কিংবা যার একদমই ধারণা নেই তাদের সুবাদেই। যাদের প্রোগ্রামিং নিয়ে ধারণা নেওয়ার একদম সহজ সাবলীল বই খুঁজছেন তাদের জন্য এই বইটি একটি ভাল মাধ্যম হতে পারে।

এই বইটি আপনাকে মূলত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ শিখাবে না। বরং গল্পের তালে তালে প্রোগ্রামিং এর মূল বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে ভালো ধারণা দেবে। এটি পড়ার পরে পরে আপনার নিজেকে ভাবতে হবে, আপনি আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ শিখতে চান। যারা একদম জিরো থেকে শিখতে চায় তাদের জন্য এটি দুর্দান্ত রকমের ভালো একটি বই হবে।

বইটি সম্পর্কে বুয়েটের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ কায়কোবাদ বলেন, “ঝংকার মাহবুবের বইটি পড়ে আমি খুবই অবাক এবং আশাঙ্কিত হয়েছি যে আমাদের পরবর্তী প্রজন্ম নানা বিষয়ে যথেষ্ট দক্ষতা অর্জন করেই বড় হচ্ছে। বইয়ের নামকরণ থেকে শুরু করে ব্যবহৃত ভাষা এবং ঢং সবই ভিন্ন ও আকর্ষণীয়। বইয়ের নাম ‘হাবলুদের জন্য প্রোগ্রামিং’ হলেও লেখক সন্দেহাতীতভাবে বিশ্বাস করেন যে, আমাদের যেকোনো তরুণের জন্য প্রোগ্রামিং শেখা তেমন কোনো কঠিন কাজ নয়৷”

সবশেষে ভিন্ন প্রকাশ ভঙ্গি আর অসাধারণ উদাহরণ দিয়ে হাবলুদের বোঝানো হয়েছে এই বইতে। যারা প্রোগ্রামিংকে ভয় পান বা জানতে অথবা শিখতে আগ্রহী তারা বইটি নির্দ্বিধায় বেছে নিন। ভালোমত প্রাকটিস করলে প্রোগ্রামিং এর মৌলিক বিষয়গুলো সম্মন্ধে আপনার ধারণা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। বইটি শেষ করেই নিজেকে প্রোগ্রামার বলতে পারবেন না। কিন্তু এটুকু বলতে পারবেন প্রোগ্রামিং কি, কিভাবে করে বা করা লাগে। আরো বলতে পারবেন রিয়েল লাইফের সাথে প্রোগ্রামিং কিভাবে জড়িত, আর সেটা কিভাবে কাজ করে আর।

হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download


►► আরো দেখুন : ডাউনলোড করুন সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে
►► আরো দেখুন : ডাউনলোড করুন ওয়েব ডিজাইনের সকল বাংলা বই
►► আরো দেখুন : হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download
►► আরো দেখুন : গ্রাফিক্স ডিজাইন বই PDF Download 2021 Latest Version


প্রিয় পাঠক, কোর্সটিকায় আপনি কোন বিষয়ে লেখা চান, তা জানিয়ে নিচে কমেন্ট করুন। ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং শিখতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই লিংক থেকে।

The post হাবলুদের জন্য প্রোগ্রামিং PDF Download appeared first on Editor Go.

]]>
https://editorgo.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf/feed/ 2